শ্রেণি – অষ্টম | বিভাগ – ভূগোল | অধ্যায় – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন | Manusher karzaboli o poribesher obonomon (Chapter – 7)
এই পর্বে রইল অষ্টম শ্রেণির ভূগোল বিভাগের সপ্তম অধ্যায় – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন – থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
1। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয়, তা হল –
(ক) পর্যাপ্ত উন্নয়ন (খ) পরিবেশ সংরক্ষণ (গ) স্থিতিশীল উন্নয়ন (ঘ) অর্থনৈতিক উন্নয়ন
উত্তর – ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয়, তা হল (গ) স্থিতিশীল উন্নয়ন।
2। ভোপাল গ্যাস দুর্ঘটনা সৃষ্টিকারী গ্যাসটি হল –
(ক) মিথাইল আইসো সায়ানাইড (খ) কার্বন মনোক্সাইড (গ) হাইড্রোজেন সালফাইড (ঘ) ক্লোরোফ্লুরোকার্বন
উত্তর – ভোপাল গ্যাস দুর্ঘটনা সৃষ্টিকারী গ্যাসটি হল (ক) মিথাইল আইসো সায়ানাইড।
3। একটি বায়ুদূষণ সৃষ্টিকারী গ্যাস হল –
(ক) CO (খ) O2 (গ) N2 (ঘ) H2
উত্তর – একটি বায়ুদূষণ সৃষ্টিকারী গ্যাস হল – (ক) CO.
4। পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়। একে বলে-
(ক) ইউট্রোফিকেশন (খ) হোমিওস্ট্যাটিক ব্যবস্থা (গ) স্থিতিশীল উন্নয়ন (ঘ) পরিবেশের অবনমন
উত্তর – পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়। একে বলে (খ) হোমিওস্ট্যাটিক ব্যবস্থা।
5। কোন্ প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়?
(ক) জীববৈচিত্র্য হ্রাস (খ) মৃত্তিকা ক্ষয় (গ) অতিরিক্ত বৃষ্টিপাত (ঘ) ধস
উত্তর – (গ) অতিরিক্ত বৃষ্টিপাত পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়।
6। নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত?
(ক) জলাধার নির্মাণ (খ) জীববৈচিত্র্য হ্রাস (গ) ধোঁয়াশা (ঘ) মাছের বাজারে দুর্গন্ধ
উত্তর – (ক) জলাধার নির্মাণ পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত।
7। পরিবেশের অবনমনের একটি প্রাকৃতিক কারণ হল –
(ক) ভূমিধস (খ) কৃষিকাজ (গ) শিল্প (ঘ) যানবাহন
উত্তর – পরিবেশের অবনমনের একটি প্রাকৃতিক কারণ হল – (ক) ভূমিধস।
8। জাপানের ফুকুসিমাতে কী দুঘটনা ঘটে ?
(ক) প্রাকৃতিক (খ) পারমাণবিক (গ) আধা প্রাকৃতিক (ঘ) এর কোনোটিই নয়
উত্তর – জাপানের ফুকুসিমাতে (খ) পারমাণবিক দূর্ঘটনা ঘটে।
9। ‘The Environment Protection Act’ চালু হয় –
(ক) 1981 (খ) 1982 (গ) 1984 (ঘ) 1986
উত্তর – ‘The Environment Protection Act’ চালু হয় (ঘ) 1986 সালে।
10। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয়, তা হল – (ক) পর্যাপ্ত উন্নয়ন (খ) পরিবেশ সংরক্ষণ (গ) স্থিতিশীল উন্নয়ন (ঘ) অর্থনৈতিক উন্নয়ন
উত্তর – ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয়, তা হল (গ) স্থিতিশীল উন্নয়ন।
11। 1973 সালে উত্তরাখন্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে বাঁচানোর জন্য যে আন্দোলন করেছিলেন, সেটি হল –
(ক) চিপকো আন্দোলন (খ) নর্মদা আন্দোলন (গ) গাড়োয়াল আন্দোলন (ঘ) কোনটিই নয়
উত্তর – 1973 সালে উত্তরাখন্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে বাঁচানোর জন্য যে আন্দোলন করেছিলেন, সেটি হল (ক) চিপকো আন্দোলন।
12। 1992 সালে আর্থ সামিটটি হয়েছিল –
(ক) টোকিওতে (খ) মিলান (গ) প্যারিসে (ঘ) রিও ডি জেনিরোতে
উত্তর – 1992 সালে আর্থ সামিটটি হয়েছিল (ঘ) রিও ডি জেনিরোতে।
আরো পড়ো → ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর আলোচনা
সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
1। পরিবেশ দূষণ কাকে বলে?
উত্তর – পরিবেশের স্বাভাবিক উপাদানগুলির অবস্থা যদি কোনো অবাঞ্ছিত বস্তুর উপস্থিতির কারণে বিঘ্নিত হয় এবং সেই অবস্থা যদি জীবজগতের কাছে ক্ষতিকর হয়, তবে পরিবেশের সেই বিঘ্নিত অবস্থাকেই পরিবেশ দূষণ বলে।
2। জলদূষণের প্রধান কারণগুলি কি কি?
উত্তর – জলের স্বাভাবিক গুণাগুণ যদি কোনো অবাঞ্ছিত বস্তুর উপস্থিতির কারণে বিঘ্নিত হয় এবং সেই অবস্থা যদি জলজ জীবেদের কাছে ক্ষতিকর হয় তবে সেই জলকে দূষিত বলা হয়।
জলদূষণের প্রধান কারণগুলি হল –
• শহরের নিকাশিব্যবস্থা জলাশয়, নদী, খাল, বিলে পতিত হয়।
• গ্রামাঞ্চলে অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশকের প্রয়োগ অনেক সময় বৃষ্টির জলে ধুয়ে গ্রামের জলাশয়ে পতিত হয় ও জলদূষণ ঘটে।
আরো পড়ো → জলবায়ু অঞ্চল অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।