জলবায়ু অঞ্চল – প্রশ্ন উত্তর | Jolobayu Onchol – Question Answer

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
jolobayu-oncol-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – ভূগোল | অধ্যায় – জলবায়ু অঞ্চল | Jolobayu Oncol (Chapter – 6)

এই পর্বে রইল অষ্টম শ্রেণির ভূগোল বিভাগের ষষ্ট অধ্যায় – জলবায়ু অঞ্চল – থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। মেরুপ্রভা দেখা যায় –
(ক) নিরক্ষীয় (খ) মৌসুমি (গ) তুন্দ্রা (ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত স্থানগুলিতে

উত্তর – মেরুপ্রভা দেখা যায় (গ) তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অন্তর্গত স্থানগুলিতে।

2। নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বিস্তৃতি –
(ক) 25°-30° উত্তর অক্ষাংশ (খ) 5°-10° উঃ দঃ অক্ষাংশ (গ) 10°-20° উঃ দঃ অক্ষাংশ (ঘ) 45°-50° দক্ষিণ অক্ষাংশ

উত্তর – নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বিস্তৃতি (খ) 5°-10° উঃ দঃ অক্ষাংশ।

3। ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয় –
(ক) কানাডা (খ) গ্রিনল্যান্ড (গ) রাশিয়া (ঘ) নরওয়ে

উত্তর – ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয় (ঘ) নরওয়ে-কে।

4। ‘ফলের ঝুড়ি’ বলা হয় কোন ______ অঞ্চলকে।
(ক) নাতিশীতোষ্ণ জলবায়ু (খ) মেরু জলবায়ু (গ) নিরক্ষীয় জলবায়ু (ঘ) মৌসুমি জলবায়ু

উত্তর – ‘ফলের ঝুড়ি’ বলা হয় (ক) নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলকে।

5। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য_______ নামে পরিচিত।
(ক) সাভানা (খ) পম্পাস (গ) প্রেইরি (ঘ) সেলভা

উত্তর – ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য (ঘ) সেলভা নামে পরিচিত।

6। ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ’ বলা হয় –
(ক) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে (খ) মেরু জলবায়ু অঞ্চলকে (গ) মৌসুমি জলবায়ু অঞ্চলকে (ঘ) কোনোটিই নয়

উত্তর – ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ’ বলা হয় (ক) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে।

7। একটি চিরসবুজ উদ্ভিদের নাম-
(ক) নারকেল (খ) রোজউড (গ) শাল (ঘ) রোজমেরি

উত্তর – একটি চিরসবুজ উদ্ভিদের নাম (খ) রোজউড।

8। 4 O’ clock rain কোথায় দেখা যায়?
(ক) মৌসুমি জলবায়ু অঞ্চল (খ) তুন্দ্রা জলবায়ু (গ) নিরক্ষীয় জলবায়ু (ঘ) নাতিশীতোষ্ণ জলবায়ু

উত্তর – 4 O’ clock rain দেখা যায় (গ) নিরক্ষীয় জলবায়ু।

9। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ হল-
(ক) জলপাই গাছ (খ) পাইন গাছ (গ) সিডার গাছ (ঘ) ল্যাভেন্ডার গাছ।

উত্তর – ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ হল (ক) জলপাই গাছ।

10। পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র হলিউড অবস্থিত –
(ক) নিউইয়র্কে (খ) সানফ্রান্সিসকোতে (গ) ক্যালিফোর্নিয়ায় (ঘ) কানাডাতে

উত্তর – পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র হলিউড অবস্থিত (গ) ক্যালিফোর্নিয়া।


আরো পড়ো → ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর আলোচনা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। মৌসুমি বায়ুর বিস্ফোরণ কাকে বলে?
উত্তর – দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সাথে সাথেই প্রচন্ড বৃষ্টিপাত হয় একেই মৌসুমি বায়ুর বিস্ফোরণ বলে।

2। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখ।
উত্তর – শুষ্ক গ্রীষ্ম ও শীতকালীন বৃষ্টি ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।

3। কয়েকটি সরলবর্গীয় উদ্ভিদের নাম লেখ।
উত্তর – কয়েকটি সরলবর্গীয় উদ্ভিদের নাম হল পাইন, ফার, সিডার ইত্যাদি।

4। তুন্দ্রা জলবায়ু কোথায় দেখা যায়?
উত্তর – সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত অঞ্চলে প্রধানত উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ, আলাস্কা, সুইডেন, আলাস্কা ইত্যাদি অঞ্চলে দেখা যায়।


আরো পড়ো → মেঘ-বৃষ্টি অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook