শ্রেণি – অষ্টম | বিভাগ – ভূগোল | অধ্যায় – শিলা | Shila (Chapter – 3)
এই পর্বে রইল অষ্টম শ্রেণির ভূগোল বিভাগের তৃতীয় অধ্যায় – শিলা – থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
1। অ্যানথ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় –
(ক) গ্রানাইট (খ) গ্রাফাইট (গ) কোয়ার্টজাইট (ঘ) অ্যাম্ফিবোলাইট
উত্তর – অ্যানথ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে (খ) গ্রাফাইট সৃষ্টি হয়।
2। আগ্নেয় শিলার একটি উদাহরণ হল –
(ক) বেলেপাথর (খ) চুনাপাথর (গ) মারবেল (ঘ) ব্যাসল্ট
উত্তর – আগ্নেয় শিলার একটি উদাহরণ হল (ঘ) ব্যাসল্ট।
3। জীবাশ্ম দেখা যায় যে শিলায়, তা হল –
(ক) কাদাপাথর (খ) নিস (গ) গ্রানাইট (ঘ) ব্যাসল্ট
উত্তর – জীবাশ্ম দেখা যায় (ক) কাদাপাথরে।
4। যে শিলা থেকে কালো মাটি সৃষ্টি হয়েছে, তা হল –
(ক) গ্রানাইট (খ) চুনাপাথর (গ) ব্যাসল্ট (ঘ) বেলেপাথর
উত্তর – (গ) ব্যাসল্ট থেকে কালো মাটি সৃষ্টি হয়েছে।
5। লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় –
(ক) মার্বেল (খ) ব্যাসল্ট (গ) বেলেপাথর (ঘ) স্লেট
উত্তর – লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় (খ) ব্যাসল্ট।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
1। কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়?
উত্তর – পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়।
2। ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর – ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য হল এটি অস্বচ্ছ প্রকৃতির হয়।
3। একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ লেখো।
উত্তর – একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হল ব্যাসাল্ট।
4। গাঙ্গেয় সমভূমিতে কী প্রকার মৃত্তিকা পাওয়া যায়?
উত্তর – গাঙ্গেয় সমভূমিতে পলি মৃত্তিকা পাওয়া যায়।
5। গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো।
উত্তর – গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম কোয়ার্টজ।
আরো পড়ো → আঞ্চলিক শক্তির উত্থান অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ৩]
1। পাললিক শিলা কিভাবে তৈরি হয়?
উত্তর- বহু বছর ধরে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে, নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি ক্ষয়কারী শক্তির সাথে প্রবাহিত হয়ে সমুদ্র,হ্রদ ইত্যাদির নীচে জমে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে।
2। জীবাশ্ম কি?
উত্তর- পলিমাটি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠনের সময় কোনো উদ্ভিদ বা প্রাণী সেই পলির স্তরে চাপা পড়ে গেলে তার দেহের প্রস্তুরীভুত ছাপ থেকে যায় একে জীবাশ্ম বা Fossil বলে।
3। আগ্নেয় শিলা কাকে বলে?
উত্তর- পৃথিবী সৃষ্টির সময় ভূত্বকের ওপরে ধীরে ধীরে তাপ বিকিরণ করে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। যেমন- ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি।
4। রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়?
উত্তর- অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলার ভূ-পৃষ্টের চাপ ও অতিরিক্ত তাপে পূর্বের ভৌত ও রাসায়নিক ধর্মের সম্পূর্ণ পরিবর্তন ঘটে, একে রূপান্তরিত শিলা বলে।
আরো পড়ো → অস্থিত পৃথিবী অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।