স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর | Sporsho Chara Kriyashil Bol Question Answer | WBBSE Class 8 Science Chapter 1.2

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
sporsho-chara-kriyashil-bol-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – বিজ্ঞান | অধ্যায় – স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল | Sporsho Chara Kriyashil Bol (Chapter 1.2)

অষ্টম শ্রেণির বিজ্ঞান বিভাগের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। একটি পরমাণু নিস্তড়িৎ কারণ – ক) প্রোটন ও নিউট্রনের আধান সমান খ) নিউট্রন ও ইলেকট্রনের আধান সমান গ) প্রোটন ও ইলেকট্রনের আধান সমান ঘ) প্রোটন ও ইলেকট্রন নিস্তড়িৎ
উত্তর – একটি পরমাণু নিস্তড়িৎ কারণ – গ) প্রোটন ও ইলেকট্রনের আধান সমান।

২। মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করেন – ক) নিউটন খ) ডালটন গ) গ্যালিলিয়ো ঘ) আইনস্টাইন
উত্তর – মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করেন – ক) নিউটন।

৩। ধাতব পদার্থ তড়িতের –  ক) কুপরিবাহী খ) সুপরিবাহী গ) অর্ধপরিবাহী ঘ) অপরিবাহী
উত্তর – ধাতব পদার্থ তড়িতের – খ) সুপরিবাহী।

৪। পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান হয় – ক) g খ) g/2 গ) g/6 ঘ) 6 g
উত্তর – পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান হয় – গ) g/6.

৫। SI-তে তড়িদাধান পরিমাপের এককটির নাম হল – ক) কুলম্ব খ) ফ্যারাডে গ) ই এস ইউ আধান ঘ) অ্যাম্পিয়ার
উত্তর – SI-তে তড়িদাধান পরিমাপের এককটির নাম হল – ক) কুলম্ব।


আরো পড়ো → বল ও চাপ প্রশ্ন উত্তর

৬। দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি পূর্বের মানের দ্বিগুণ হয়, তবে আকর্ষণ বলের মান পূর্বের মানের – ক) সমান হবে খ) তিনগুণ হবে      গ) চারগুণ হবে ঘ) পাঁচগুণ হবে
উত্তর – দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি পূর্বের মানের দ্বিগুণ হয়, তবে আকর্ষণ বলের মান পূর্বের মানের – ক) সমান হবে।

৭। স্ট্যাটকুলম্ব কীসের একক?   ক) প্লবতা খ) ওজন গ) ঘনত্ব ঘ) আধান
উত্তর – স্ট্যাটকুলম্ব ঘ) আধানের একক।

৮। দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বস্তুকণা দুটি ভরের গুণফলের – ক) সমানুপাতিক খ) ব্যস্তানুপাতিক গ) ওপর নির্ভর করে না ঘ) পাঁচগুণ
উত্তর – দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বস্তুকণা দুটি ভরের গুণফলের – ক) সমানুপাতিক।

৯। নীচের কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়? ক) কাঠ  খ) তামা গ) লোহা ঘ) গ্রাফাইট
উত্তর – ক) কাঠ তড়িতের সুপরিবাহী নয়।

১০। দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের – ক) সমান হবে খ) তিনগুণ হবে গ) চারগুণ হবে ঘ) পাঁচগুণ হবে
উত্তর – দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের – ক) সমান হবে।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝো?
উত্তর – অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয়, তাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়।

২। ঘর্ষণ-তড়িৎ কাকে বলে?
উত্তর – ঘর্ষণের ফলে সৃষ্ট তড়িৎকে ঘর্ষণ-তড়িৎ বলা হয়।

৩। চাঁদের অভিকর্ষ ও পৃথিবীর অভিকর্ষের তুলনা করো।
উত্তর – চাঁদের অভিকর্ষ ও পৃথিবীর অভিকর্ষের প্রায়  অংশ।

৪। গালাকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করা হলে গালাতে কি ধরনের তড়িৎ সৃষ্টি হবে?
উত্তর – গালাকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করা হলে গালাতে ঋণাত্মক তড়িদাধান সৃষ্টি হবে।

৫। অভিকর্ষজ ত্বরণের মান কি ধ্রুবক?
উত্তর – না, অভিকর্ষজ ত্বরণের মান ধ্রুবক নয়।


আরো পড়ো  → সবুজ জামা প্রশ্ন উত্তর

৬। SI-তে তড়িদাধানের এককের নাম কি?
উত্তর – SI-তে তড়িদাধানের এককের নাম কুলম্ব (C)।

৭। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে কেন?
উত্তর – একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের জন্য পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে ঘোরে।

৮। আধানের পরিমাণ স্থির রেখে দুটি তড়িদাহিত বস্তুর মধ্যে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে ক্রিয়াশীল বল বাড়বে না কমবে?
উত্তর – আধানের পরিমাণ স্থির রেখে দুটি তড়িদাহিত বস্তুর মধ্যে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কমবে।


আরো পড়ো → পদার্থের প্রকৃতি প্রশ্ন উত্তর

৯। দূরত্ব বৃদ্ধি করলে মহাকর্ষ বল কি হবে?
উত্তর – দূরত্ব বৃদ্ধি করলে মহাকর্ষ বল হ্রাস পাবে।

১০। কাচদন্ড ও পশমের ঘর্ষণে কোনটিতে কি প্রকার তড়িদাধান উৎপন্ন হয়?
উত্তর – কাচদন্ডকে পশম দিয়ে ঘষলে কাচদণ্ডে ঋণাত্মক তড়িদাধান এবং পশমে ধনাত্মক তড়িদাধানের সৃষ্টি হয়।

আরো পড়ো → ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel