বল ও গতি – প্রশ্ন উত্তর | Bol o Goti Question Answer

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
bol-o-goti
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – বল ও গতি – প্রশ্ন উত্তর – Bol o Goti Question Answer (Chapter 2)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের দ্বিতীয় অধ্যায় – বল ও গতি থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পরে। এর কারণ হল – (ক) স্থিতিজাড্য (খ) ঘূর্ণন গতি (গ) গতিজাড্য (ঘ) আপেক্ষিক গতি
উত্তর – চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পরে। এর কারণ হল – (গ) গতিজাড্য।

2। একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12m এবং উল্টোদিকে 5m গেল। বোটটির সরণ কত? – (ক) 13m (খ) 7m (গ) 17 m (ঘ) 8m
উত্তর – একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12m এবং উল্টোদিকে 5m গেল। বোট টির সরণ (b) 7m.

3। কোনটি স্কেলার রাশি নয়? – (ক) ভর (খ) ভার (গ) ঘনত্ব (ঘ) কার্য
উত্তর – খ) ভার স্কেলার রাশি নয়।

4। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রদত্ত কোন ভৌত রাশির মান শূন্য নয়? – (ক) মন্দন (খ) ভরবেগ (গ) প্রযুক্ত বল (ঘ) ত্বরণ
উত্তর – সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে (খ) ভরবেগ ভৌত রাশির মান শূন্য নয়।

5। রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল – (ক) রৈখিক ভরবেগ (খ) গতিশক্তি (গ) ভর (ঘ) কৌণিক ভরবেগ
উত্তর – রকেটের গতি (ক) রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত হয়।


আরো পড়ো → শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রশ্ন – উত্তর

6| একটি কণার প্রাথমিক বেগ 20 m/s এবং মন্দন 2.5 m/s2 হলে, কণাটির থামার সময় হল – (ক) 4 s (খ) 6 s (গ) 10 s (ঘ) 8 s
উত্তর – একটি কণার প্রাথমিক বেগ 20 m/s এবং মন্দন 2.5 m/s2 হলে, কণাটির থামার সময় (ঘ) 8 s.

7| ত্বরণ-সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হল কণার – (ক) সরণ (খ) অতিক্রান্ত দূরত্ব (গ) বেগ পরিবর্তন (ঘ) বেগ
উত্তর – ত্বরণ-সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হল কণার (গ) বেগ পরিবর্তন।

8| কোনো বস্তুর v-t লেখর নতি নির্দেশ করে বস্তুটির – (ক) ত্বরণ (খ) সরণ (গ) দূরত্ব (ঘ) গতি
উত্তর – কোনো বস্তুর v-t লেখর নতি নির্দেশ করে বস্তুটির (ক) ত্বরণ।

9| নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের গতি হল – (ক) সরল দোলগতি (খ) বৃত্তীয় গতি (গ) রৈখিক গতি (ঘ) ঘূর্ণন গতি।
উত্তর – নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের গতি হল – (খ) বৃত্তীয় গতি।

10| SI-তে বলের একক হল – (ক) ডাইন (খ) পাস্কাল (গ) নিউটন (ঘ) ফার্মি
উত্তর – SI-তে বলের একক হল – (গ) নিউটন।

11| হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য – (ক) কম (খ) বেশি (গ) একই (ঘ) বলা সম্ভব নয়
উত্তর – হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য (খ) বেশি।

12| নীচের কোন সম্পর্কটি সঠিক? (ক) ত্বরণ = সরণ / সময় (খ) বেগ = দূরত্ব / সময় (গ) আয়তন × ভর = ঘনত্ব (ঘ) ভর × সরণ / সময় = ভরবেগ
উত্তর – সঠিক সম্পর্কটি হল – (ঘ) ভর × সরণ / সময় = ভরবেগ।

13| তৃতীয় গতিসূত্রানুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মাপ – (ক) 0° (খ) 90° (গ) 180° (ঘ) 360°
উত্তর – তৃতীয় গতিসূত্রানুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মাপ (গ) 180°.

14| যে নীতির সাহায্যে পাখির আকাশে ওড়া ব্যাখ্যা করা যায়, সেটি হল বলের – (ক) সংযোজন (খ) সংরক্ষণ (গ) বিভাজন (ঘ) কোনোটিই নয়
উত্তর – যে নীতির সাহায্যে পাখির আকাশে ওড়া ব্যাখ্যা করা যায়, সেটি হল বলের – (ক) সংযোজন।

15| নিউটনের কোন সূত্রে দুটি আধানের পারস্পারিক আকর্ষণ ও বিকর্ষণ সম্পর্কে বলা রয়েছে? (ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) কোনোটিই নয়
উত্তর – নিউটনের (গ) তৃতীয় সূত্রে দুটি আধানের পারস্পারিক আকর্ষণ ও বিকর্ষণ সম্পর্কে বলা রয়েছে।


আরো পড়ো → জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণের অনুপাত কখন 1 হয়?
উত্তর- কোনো কণা সরলরেখা বরাবর একই অভিমুখে গতিশীল হলে অতিক্রান্ত দূরত্ব ও সরণের মানের অনুপাত 1 হয়।

2। দুটি বস্তু X এবং Y এর ভর যথাক্রমে 20kg এবং 90kg হলে কোন বস্তুর জাড্যের পরিমাণ বেশি?
উত্তর- Y বস্তুর ভর X বস্তুর ভরের তুলনায় বেশি তাই Y বস্তুর জাড্যের পরিমাণও বেশি।

3। একটি মিশ্রগতির উদাহরণ দাও।
উত্তর- সূর্যের চারিদিকে পৃথিবীর গতি পৃথিবীর নিজের অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে (আহ্নিক গতি) সূর্যের চারদিকে আবর্তন (বার্ষিক গতি)] হল মিশ্রগতি।

4। এমন একটি উদাহরণ দাও যেখানে কোনো বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী।
উত্তর- উর্ধবমুখে নিক্ষিপ্ত একটি পাথরের বেগ ওপরের দিকে হলেও অভিকর্ষজ ত্বরণের অভিমুখ নীচের দিকে, এখানে কোনো বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী।

5। একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও।
উত্তর – একটি বস্তুকে অমসৃণ কোনো তলের ওপর দিয়ে ঠেলে বা টেনে নিয়ে যাওয়ার সময়, তল ও বস্তুর সংস্পর্শ তলের মধ্যে যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কাজ করে, সেটি একটি স্পর্শজনিত বল।

6। কোনো বলের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়?
উত্তর- ভূমি ও বস্তুর মধ্যে ঘর্ষণের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়।

7। নিউটনের ও ডাইনের মধ্যে সম্পর্ক কি?
উত্তর- নিউটনের ও ডাইনের মধ্যে সম্পর্ক হল \(1N = 10^5\) dyn

8। কোনো গতিশীল কণার গড় বেগ কখন তাৎক্ষনিক বেগের সমান হবে?
উত্তর- কোনো কণা সমবেগে গতিশীল হলে কণার গড় বেগ, তাৎক্ষণিক বেগের সমান হবে।

9| মন্দন কি?
উত্তর – ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়।

10| বল ও রৈখিক ভরবেগের মাত্রীয় সংকেত লেখ।
উত্তর – বলের মাত্রীয় সংকেত MLT-2 এবং রৈখিক ভরবেগের মাত্রীয় সংকেত MLT-1.


আরো পড়ো → পদার্থঃ গঠন ও ধর্ম প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook