পদার্থ : গঠন ও ধর্ম – প্রশ্ন উত্তর | Podartho : Gothon O Dhormo Question Answer

মাধ্যমিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সেরা উপায় 👇

madhymik-mock-test-2024
podartho-gothon-dhormo
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – পদার্থ : গঠন ও ধর্ম – প্রশ্ন উত্তর – Podartho : Gothon O Dhormo Question Answer (Chapter 5)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের পঞ্চম অধ্যায় – পদার্থ : গঠন ও ধর্ম থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। বার্নোলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –
(ক) ভরবেগ (খ) ভরের সংরক্ষণ (গ) শক্তির সংরক্ষণ (ঘ) কোনোটিই নয়

উত্তর- বানৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল (গ) শক্তির সংরক্ষণ।

2। একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন –
a) একই থাকে b) কমে c) বাড়ে d) প্রথমে বাড়ে পরে কমে

উত্তর- একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন- b) কমে।

3। বাতাসে ভাসমান সাবান বুদবুদ সর্বদাই গোলাকার হয় যে কারণে, তা হল তরলের-
(ক) পৃষ্ঠটান (খ) চাপ (গ) প্লবতা (ঘ) সান্দ্রতা

উত্তর- বাতাসে ভাসমান সাবান বুদবুদ সর্বদাই গোলাকার হয় যে কারণে, তা হল তরলের- (ক) পৃষ্ঠটান।

4। পড়ন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে তার কারণ –
(ক) পৃষ্ঠটান (খ) বায়ুপ্রবাহ (গ) বায়ুর সান্দ্রতা (ঘ) বায়ুর উচ্চাঘাত

উত্তর- পড়ন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে তার কারণ-(গ) বায়ুর সান্দ্রতা।

5। বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক?
(ক) পীরন বিকৃতি (খ) বিকৃতি (গ) পীড়ন (ঘ) বিকৃতি/পীড়ন

উত্তর- বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে (ঘ) বিকৃতি/পীড়ন ধ্রুবক।

6। জলের যে ধর্মের জন্য একটি ছোটো পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হল-
a) জলের ঘনত্ব b) জলের সান্দ্রতা c) জলের তাপ পরিবাহিতা d) জলের পৃষ্ঠটান

উত্তর- জলের যে ধর্মের জন্য একটি ছোটো পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হল-d) জলের পৃষ্ঠটান।

7। সান্দ্রতা না থাকলে তরলের সংকট বেগ হবে-
(ক) অসীম (খ) উষ্ণতার ওপর নির্ভর করে (গ) সসীম (ঘ)শূন্য

উত্তর- সান্দ্রতা না থাকলে তরলের সংকট বেগ হবে- (ঘ)শূন্য।

8। বল ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত বেশি _______ হবে।
(ক) অনমনীয় (খ) প্রসার্য (গ) নমনীয় (ঘ) ভঙ্গুর

উত্তর- বল ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত বেশি (ক) অনমনীয় হবে।

9। চাপের মাত্রীয় সংকেত হল-
(a) \(MLT^{-2}\) (b) \(ML^{-1}T^{-2}\) (c ) \( ML^{-1}T^{-3}\) (d) \(ML^{-2}T^{-2}\)

উত্তর- চাপের মাত্রীয় সংকেত হল – (b) \(ML^{-1}T^{-2}\)

10। নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হল-
a) ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক b) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক
c) বলের সঙ্গে ব্যস্তানুপাতিক d) ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক

উত্তর- নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হল- b) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক।

আরো পড়ো → দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। স্থিতিস্থাপক গুণাঙ্কের SI একক লেখো।
উত্তর- স্থিতিস্থাপক গুণাঙ্কের SI একক হল \(N/m^2\)

2। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত?
উত্তর- সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য।

3। প্লবতার SI একক কী?
উত্তর- প্লবতার SI একক হল নিউটন।

4। পৃষ্ঠটানের মান 72 dyn/cm হলে N/m এককে এর মান কত হবে?
উত্তর- পৃষ্ঠটানের মান 72 dyn/cm হলে N/m এককে এর মান 0.072 N/m

5। স্প্রেয়ারের কার্যনীতি কীসের ওপর প্রতিষ্ঠিত?
উত্তর- স্প্রেয়ারের কার্যনীতি বানৌলির নীতির ওপর প্রতিষ্ঠিত।

আরো পড়ো → পরমাণুর গঠন অধ্যায়ের প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

WBP-to-the-point-banner-v1