দ্রবণ প্রশ্ন উত্তর | Drobon Question Answer | WBBSE Class 9 | ভৌতবিজ্ঞান

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
drobon-class-nine-physical-science-question-answer
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান | অধ্যায় – দ্রবণ – প্রশ্ন উত্তর – Drobon Question Answer (Chapter 4.3)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের দ্রবণ অধ্যায় থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। কোনটি ইমালসন? (ক) কুয়াশা (খ) সাবানের ফেনা (গ) জেলি (ঘ) দুধ
উত্তর – (ঘ) দুধ – ইমালসন।

2। কোনটিতে টিন্ডাল প্রভাব দেখা যায় না? (ক) সাবানের দ্রবণ (খ) পেনের কালি (গ) চিনির দ্রবণ (ঘ) স্টার্চের দ্রবণ
উত্তর – (গ) চিনির দ্রবণ – টিন্ডাল প্রভাব দেখা যায় না।

3। একটি ইমালসন কারক হল – (ক) অ্যারারুট (খ) জিলেটিন (গ) ডেটল (ঘ) কড লিভার অয়েল
উত্তর – একটি ইমালসন কারক হল – (খ) জিলেটিন।

4। কোলয়েড দ্রবণে দশার সংখ্যা হল – (a) 1 (b) 2 (c) 3 (d) 4
উত্তর – কোলয়েড দ্রবণে দশার সংখ্যা হল – (b) 2.

5। কাকে প্রলম্বন বলা যায়? (ক) দুধ (খ) মিল্ক অব ম্যাগনেশিয়া (গ) নুন জল (ঘ) ভিনিগার
উত্তর – (খ) মিল্ক অব ম্যাগনেশিয়া প্রলম্বন বলা যায়।

6। তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে – (ক) বৃদ্ধি পায় (খ) হ্রাস পায় (গ) প্রথমে বাড়ে পরে কমে (ঘ) একই থাকে
উত্তর – তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে – (খ) হ্রাস পায়

7। কঠিন পদার্থের দ্রাব্যতা যে বিষয়ের ওপর নির্ভর করে না, সেটি হল- (ক) দ্রাবের প্রকৃতি (খ) দ্রাবকের প্রকৃতি (গ) দ্রবণের উষ্ণতা (ঘ) দ্রাবকের পরিমাণ
উত্তর – কঠিন পদার্থের দ্রাব্যতা যে বিষয়ের ওপর নির্ভর করে না, সেটি হল – (ঘ) দ্রাবকের পরিমাণ।

8। জলে অতিপৃক্ত দ্রবণ তৈরি করা যায় – (ক) CuSO4.5H2O ব্যবহার করে (খ) Na2SO4.10H2O ব্যবহার করে (গ) FeSO4.7H2O ব্যবহার করে (ঘ) Na2S2O3.5H2O ব্যবহার করে
উত্তর – জলে অতিপৃক্ত দ্রবণ তৈরি করা যায় – Na2S2O3.5H2O ব্যবহার করে।

9। কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণে আরও কিছু দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব-
(ক) বাড়বে (খ) কমবে (গ) একই থাকবে (ঘ) কোনটিই নয়

উত্তর – কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণে আরও কিছু দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব (গ) একই থাকবে।

10। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয় তরল অবস্থায় থাকলে সেই কোলয়েডকে বলে – (ক) সল (খ) জেল (গ) ইমালসন (ঘ) ফোম
উত্তর – বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয় তরল অবস্থায় থাকলে সেই কোলয়েডকে বলে (গ) ইমালসন।


আরো পড়ো → অ্যাসিড, ক্ষার ও লবণ প্রশ্ন উত্তর

11। যে দ্রবণে আরও দ্রাব দ্রবীভূত করতে পারে, সেটি হল – (ক) সম্পৃক্ত দ্রবণ (খ) অসম্পৃক্ত দ্রবণ (গ) অতিপৃক্ত দ্রবণ (ঘ) কোলয়েড দ্রবণ
উত্তর – যে দ্রবণে আরও দ্রাব দ্রবীভূত করতে পারে, সেটি হল – (খ) অসম্পৃক্ত দ্রবণ।

12। দ্রাব্যতার একক – (a) g.cm-3 (b) kg.m-2 (c) g (d) নেই
উত্তর – দ্রাব্যতার একক – (d) নেই।

13। সালফার দ্রবীভূত হয়- (ক) জলে (খ) অ্যালকোহলে (গ) তরল কার্বন ডাইঅক্সাইড (ঘ) কোনোটিতেই নয়
উত্তর – সালফার দ্রবীভূত হয় – (খ) অ্যালকোহলে।

14। KNO3 এর জলে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে – (ক) বৃদ্ধি পায় (খ) হ্রাস পায় (গ) অপরিবর্তিত থাকে (ঘ) প্রথমে বৃদ্ধি পেলেও পরে হ্রাস পায়
উত্তর – KNO3 এর জলে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে – (ক) বৃদ্ধি পায়।

15। কোলয়েড কণার ব্রাউনীয় গতি বলতে বোঝায় – (ক) সরলরৈখিক গতি (খ) বৃত্তাকার গতি (গ) সর্পিলাকার গতি (ঘ) ইতস্তত বিক্ষিপ্ত গতি
উত্তর – কোলয়েড কণার ব্রাউনীয় গতি বলতে বোঝায় – (ঘ) ইতস্তত বিক্ষিপ্ত গতি।

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। 15% Na2CO3 দ্রবণ বলতে কী বোঝ?
উত্তর – 15% Na2CO3 দ্রবণ বলতে বোঝায় 100mL দ্রবণে 15 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত অবস্থায় রয়েছে।

2। একটি সম্পৃক্ত দ্রবনের উষ্ণতা বৃদ্ধি করা হলে কি ঘটবে?
উত্তর – একটি সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করা হলে ওই দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে।

3। আইসক্রিমে কোন সংরক্ষক কোলয়েড ব্যবহার করা হয়?
উত্তর – আইসক্রিমে জিলেটিন ব্যবহার করা হয়.

4। চাপ কমালে জলে গ্যাসের দ্রাব্যতা বাড়ে না কমে?
উত্তর – চাপ কমালে জলে গ্যাসের দ্রাব্যতা কমে।

5। বাতাসের দ্রাবক ও দ্রাব এর নাম লেখো।
উত্তর – বাতাসের দ্রাবক হল নাইট্রোজেন গ্যাস ও দ্রাব হল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস।


আরো পড়ো → জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর

6। হেনরি সূত্রটি বিবৃত করো।
উত্তর – হেনরি সূত্র – স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা গ্যাসটির ওপর প্রযুক্ত চাপের সমানুপাতিক।

7। প্রকৃত দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস কত?
উত্তর – প্রকৃত দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস ≤10-8 cm বা 0.1 nm.

8। বায়ুতে ভাসমান ধূলিকণা কোন প্রকারের কোলয়েড?
উত্তর – বায়ুতে ভাসমান ধূলিকণা হল কঠিন এরোসেল।

9। দ্রবণের শক্তিমাত্রা বলতে কি বোঝ?
উত্তর – কোনো নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের আপেক্ষিক পরিমাণ বা গাঢ়ত্বকে ওই দ্রবণের শক্তিমাত্রা বলে।

10। নির্দিষ্ট উষ্ণতায় যে দ্রবণে আরও দ্রাব দ্রবীভূত করা যায় সেই দ্রবণকে কি বলে?
উত্তর – নির্দিষ্ট উষ্ণতায় যে দ্রবণে আরও দ্রাব দ্রবীভূত করা যায় সেই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে।


আরো পড়ো → পদার্থ: গঠন ও ধর্ম প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel