বিশ শতকে ইউরোপ প্রশ্ন উত্তর |5th Chapter Question Answer | Class 9 History WBBSE

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
bish-sotoke-europe-class-9-history-chapter-5
শ্রেণি – নবম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – বিশ শতকে ইউরোপ (_Europe_ in the Twentieth Century )

নবম শ্রেণির ইতিহাস বিভাগ থেকে বিশ শতকে ইউরোপ বা পঞ্চম অধ্যায় থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। রাশিয়ার কোন বংশের রাজারা ‘জার’ উপাধি গ্রহণ করতেন?
(ক) রোমানভ (খ) বুরবোঁ (গ) হ্যাপসবার্গ (ঘ) স্যাভয়

উত্তর- রাশিয়ার কোন বংশের রাজারা ‘জার’ উপাধি গ্রহণ করতেন- (ক) রোমানভ।

২। কোন রুশ জার ‘ আধুনিক রাশিয়ার জনক’ নামে পরিচিত?
(ক) চতুর্থ আইভান (খ) মিখাইল রোমানভ (গ) পিটার দ্য গ্রেট (ঘ) দ্বিতীয় ক্যাথারিন

উত্তর- কোন রুশ জার ‘ আধুনিক রাশিয়ার জনক’ নামে পরিচিত- (গ) পিটার দ্য গ্রেট।

৩। ‘উদারনৈতিক জার’ নামে পরিচিত ছিলেন-
(ক) দ্বিতীয় নিকোলাস (খ) প্রথম আলেকজাণ্ডার (গ) দ্বিতীয় আলেকজাণ্ডার (ঘ) প্রথম নিকোলাস

উত্তর- ‘উদারনৈতিক জার’ নামে পরিচিত ছিলেন- (খ) প্রথম আলেকজাণ্ডার।

৪। রাশিয়ার ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমির জন্য সরকারকে ক্ষতিপূরণ পরিশোধের সময় পেয়েছিল-
(ক) ১২ বছর (খ) ২৮ বছর (গ) ৩৯ বছর (ঘ) ৪৯ বছর

উত্তর- রাশিয়ার ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমির জন্য সরকারকে ক্ষতিপূরণ পরিশোধের সময় পেয়েছিল- (ঘ) ৪৯ বছর।

৫। ১৯০৫ খ্রিস্টাব্দের জানুয়ারিতে সেন্ট পিটার্সবার্গে শ্রমিকদের শোভাযাত্রায় নেতৃত্ব দেন-
(ক) ফাদার গ্যাপন (খ) রাসপুটিন (গ) টলস্টয় (ঘ) তুর্গেনিভ

উত্তর- ১৯০৫ খ্রিস্টাব্দের জানুয়ারিতে সেন্ট পিটার্সবার্গে শ্রমিকদের শোভাযাত্রায় নেতৃত্ব দেন- (ক) ফাদার গ্যাপন।

৬। কার নেতৃত্বে রাশিয়ার ‘কালো সন্ত্রাসের রাজত্ব’ শুরু হয়?
(ক) রাসপুটিনের (খ) স্টোলিপিনের (গ) কাউন্ট উইটির (ঘ) ফাদার গ্যাপনের

উত্তর- কার নেতৃত্বে রাশিয়ার ‘কালো সন্ত্রাসের রাজত্ব’ শুরু হয়- (খ) স্টোলিপিনের।

৭। লাল ফৌজ প্রতিষ্ঠা করেন-
(ক) দ্বিতীয় নিকোলাস (খ) স্ট্যালিন (গ) লেনিন (ঘ) ট্রটস্কি

উত্তর- লাল ফৌজ প্রতিষ্ঠা করেন-(ঘ) ট্রটস্কি।

৮। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল-
(ক) চেকোস্লাভাকিয়া (খ) পোল্যান্ড (গ) আমেরিকা (ঘ) সোভিয়েত রাশিয়া

উত্তর- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল- (ঘ) সোভিয়েত রাশিয়া।


আরো পড়ো – রুশ বিপ্লবের কারণ

৯। ‘নতুন অর্থনৈতিক নীতি’ ঘোষণা করেন-
(ক) লেনিন (খ) স্ট্যালিন (গ) মলোটভ (ঘ) দ্বিতীয় নিকোলাস

উত্তর- ‘নতুন অর্থনৈতিক নীতি’ ঘোষণা করেন- (ক) লেনিন।

১০। ‘ফ্যাসেস’ কথার অর্থ হল-
(ক) সততা (খ) শক্তি (গ) নিয়মানুবর্তিতা (ঘ) শক্তি

উত্তর- ‘ফ্যাসেস’ কথার অর্থ হল- (খ) শক্তি।

১১। ‘গমের যুদ্ধ’ ঘোষণা করেন-
(ক) উড্রো উইলসন (খ) রুজভেল্ট (গ) মুসোলিনি (ঘ) হিটলার

উত্তর- ‘গমের যুদ্ধ’ ঘোষণা করেন-(গ) মুসোলিনি।

১২। ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়-
(ক) জার্মানিতে (খ) প্রাশিয়ায় (গ) রাশিয়ায় (ঘ) পোল্যাণ্ডে

উত্তর- ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়- (ক) জার্মানিতে।

১৩। স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা ছিলেন-
(ক) কুই রোগা (খ) জেনারেল ফ্রাঙ্কো (গ) আজানা (ঘ) জামোরা

উত্তর- স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা ছিলেন- (খ) জেনারেল ফ্রাঙ্কো।

১৪। স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করেন-
(ক) জেনারেল ফ্রাঙ্কো (খ) কুই রোগা (গ) আজানা (ঘ) জামোরা

উত্তর- স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করেন- (ক) জেনারেল ফ্রাঙ্কো।

১৫। নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন-
(ক) প্রিন্স লুভভ (খ) কেরেনস্কি (গ) লেনিন (ঘ) ট্রটস্কি

উত্তর- নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন- (খ) কেরেনস্কি।


আরো পড়ো → নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১| কে, কবে ‘বাইবেল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?
উত্তর – ১৮১২ খ্রিষ্টাব্দে, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন।

২| ‘গেস্টাপো’ কী?
উত্তর – জার্মানির নাৎসি বাহিনীর গুপ্ত পুলিশবাহিনীকে বলা হত ‘গেস্টপো’।

৩| হিটলার কে ছিলেন?
উত্তর – জার্মানির চ্যান্সেলর তথা নাৎসি দলের প্রধান ছিলেন হিটলার।

৪| কবে, কাদের মধ্যে ‘কনিন্টার্ন- বিরোধী চুক্তি’ স্বাক্ষরিত হয়?
উত্তর – জার্মানি এবং জাপানের মধ্যে ১৯৩৬ খ্রিষ্টাব্দে ‘কনিন্টার্ন- বিরোধী চুক্তি’ স্বাক্ষরিত হয়।

৫| গুস্টাভ স্ট্রেসম্যান কে ছিলেন?
উত্তর – জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের চ্যান্সেলর তথা বিদেশমন্ত্রী ছিলেন গুস্টাভ স্ট্রেসম্যান।

৬| ফ্রেডরিখ ইবার্ট কে ছিলেন?
উত্তর – ফ্রেডরিখ ইবার্ট ছিলেন জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা।

৭| সেরাজেভোর হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল?
উত্তর – ইউনিয়ন অব ডেথ নামক একটি সন্ত্রাসবাদী সংস্থার সদস্য প্রিন্সেপ সেরাজেভোর হত্যাকান্ড ঘটিয়েছিল।

৮| ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাঁত এর প্রধান সদস্য কারা ছিল?
উত্তর – ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাঁত এর প্রধান সদস্য ছিলেন ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া।

৯| ত্রিশক্তি চুক্তি বা ‘ ট্রিপল এলায়েন্স এর প্রধান সদস্য কারা ছিল?
উত্তর – ত্রিশক্তি চুক্তি বা ‘ ট্রিপল এলায়েন্স এর প্রধান সদস্য জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি।

১০| প্রাভদা কী?
উত্তর – প্রাভদা হল রাশিয়ার বলসেভিক দলের মুখপত্র।

১১| রাশিয়ায় কবে জারতন্ত্রের অবসান ঘটে?
উত্তর – ১৯১৭ সালের ১৩ই মার্চ রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে।

১২| নারোদনিক শব্দের অর্থ কি?
উত্তর – ‘নারোদনিক’ শব্দের অর্থ হল জনগণের আন্দোলন।

১৩| লেনিনের পুরো নাম কি ছিল?
উত্তর – রাশিয়ার বলসেভিক আন্দোলনের নেতা লেনিনের পুরো নাম ছিল, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন


আরো পড়ো → আবহমান কবিতার প্রশ্ন উত্তর

ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

১| জারতন্ত্র বলতে কী বোঝ?
উত্তর – রাশিয়ার শাসকদের বলা হত জার। ১৬১৩ খ্রিষ্টাব্দে মিখাইল রোমানভ রাশিয়ায় রোমানভ রাজবংশের প্রতিষ্ঠা করেন। এই রাজা বা জারদের শাসনকে জারতন্ত্র বলা হত।

২| জার প্রথম নিকোলাসের দুটি গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করো।
উত্তর – জার প্রথম নিকোলাসের দুটি গুরুত্বপূর্ণ অবদান হল –
ক) রাশিয়ার নতুন আইনসংহিতা রচনা করেন।
খ) রাশিয়ার শিল্পের উন্নতিকল্পে বিশেষ পদক্ষেপ করেন।

৩| ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসের মুক্তির ঘোষণাপত্রে কী বলা হয়েছিল?
উত্তর – রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিষ্টাব্দে ভূমিদাসদের ‘মুক্তির ঘোষণাপত্র’ জারি করেন, এতে বলা হয় –
ক) সামন্তপ্রভুদের অধীনতা থেকে ভূমিদাসদের মুক্ত করা হয়, তাদের স্বাধীন নাগরিকের মর্যাদা ও অধিকার দেওয়া হয়।
খ) সামন্তপ্রভুদের জমির মালিকানার অর্ধাংশ মুক্তিপ্রাপ্ত ভুমিদাসদের দেওয়া হয় এবং সামন্তপ্রভুদের হারানো জমির জন্য ক্ষতিপূরণ দেওয় হয়।

৪| রাসপুটিন কে ছিলেন?
উত্তর – রাসপুটিন ছিলেন একজন জর্জিয়ান ভন্ড সন্যাসি। তিনি জার দ্বিতীয় নিকোলাস এবং রানী আলেকজান্দ্রার উপর প্রভাব বিস্তার করেছিলেন। প্রায় তার পরামর্শেই সেই সময় দেশের শাসন পরিচালিত হত।

৫| ‘এপ্রিল থিসিস’ কী?
উত্তর – ১৯১৭ খ্রিষ্টাব্দে রাশিয়ায় অস্থায়ী সরকার গঠিত হলে, বলসেভিক নেতা ভ্লাদিমির লেনিন নির্বাসন থেকে রাশিয়ার ফিরে আসেন এবং বলসেভিক কর্মীদের সামনে একটি কর্মধারা তুলে ধরেন। তার এই নিজস্ব চিন্তাধারা, এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত।

৬| প্যারিসের শান্তি সম্মেলনে প্রধান নেতৃত্ব কারা ছিলেন?
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্যারিসের শান্তি সন্মেলনে মোট ৩২টি দেশে অংশগ্রহণ করে। তবে এদের মধ্যে মূলত চারটি রাষ্ট্রের প্রধান সন্মেলনের নীতি নির্ধারণ করেন। এরা হলেন – ইতালির প্রধানমন্ত্রী ভিট্টোরিও অর্লান্ডো, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লেমাশু এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ।

৭| ‘চোদ্দো দফা নীতি’ কী?
উত্তর – প্রথম বিশ্ব যুদ্ধের পরে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, মার্কিন কংগ্রেসে চোদ্দটি নীতির উল্লেখ করেন। এই নীতিগুলি ‘চোদ্দো দফা নীতি’নামে পরিচিত।

৮| ‘পোলিশ করিডর’ কী?
উত্তর – পোল্যান্ড যাতে জলপথে যোগাযোগ রক্ষা করতে পারে তাই ভার্সাই সন্ধির মাধ্যমে পোল্যান্ডকে জার্মানির মধ্য দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটিই পোলিশ করিডর নামে খ্যাত।

৯| ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা কী?
উত্তর – ১৯২৯ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয় এবং তা ইউরোপ তথা বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলিতে ছড়িয়ে পড়ে। এই অর্থনৈতিক সংকট অর্থনৈতিক মহামন্দা নামে কুখ্যাত। এই মহামন্দা ১৯২৯ থেকে ৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।


আরো পড়ো → দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel