জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন উত্তর |Biology and Human Welfare Question Answer | Class 9 Life Science WBBSE

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
jibbidya-o-manobkalyan-question-answer
শ্রেণি – নবম | বিভাগ – জীবন বিজ্ঞান | চতুর্থ অধ্যায় – জীববিদ্যা ও মানবকল্যাণ [Jib Biggan o Manob Kollan]

নবম শ্রেণির জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানবকল্যাণ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্ন মান 1]

1| আদ্যপ্রাণীঘটিত রোগটি শনাক্ত করো – ক) ম্যালেরিয়া খ) ইনফ্লুয়েঞ্জা গ) যক্ষ্মা ঘ) AIDS
উত্তর- আদ্যপ্রাণীঘটিত রোগটি হল ক) ম্যালেরিয়া।

2| যেসব বিজাতীয় বস্তু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয় সেটি নির্বাচন করো – ক) অ্যান্টিজেন খ) ভাইরাস গ) প্রিয়ন ঘ) ভাইরয়েড
উত্তর- ক) অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয়।

3| মিথোজীবী ব্যাকটেরিয়াটি শনাক্ত করো – ক) ক্লসট্রিডিয়াম খ) রাইজোবিয়াম গ) অ্যাজোটোব্যাকটর ঘ) মাইকোব্যাকটেরিয়াম
উত্তর- মিথোজীবী ব্যাকটেরিয়াটি হল খ) রাইজোবিয়াম।

4| মাটিতে বাতাসের নাইট্রোজেন যুক্ত করে এমন একটি অণুজীব নির্বাচন করো – ক) ক্লসট্রিডিয়াম খ) অ্যাজোটোব্যাকটর গ) রাইজোবিয়াম ঘ) নাইট্রোসোমোনাস
উত্তর- মাটিতে বাতাসের নাইট্রোজেন যুক্ত করে এমন একটি অণুজীব হল খ) অ্যাজোটোব্যাকটর।

5| অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল – ক) প্রোটিন খ) গ্লাইকোপ্রোটিন গ) শর্করা ঘ) লিপিড
উত্তর- অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল ক) প্রোটিন।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

6| নীচের কোনটি অ্যান্টিবডি নয়? ক) IgA খ) IgB গ) IgE ঘ) IgD
উত্তর – খ) IgB অ্যান্টিবডি নয়।

7| রক্তের কোন অ্যান্টিবডি পেন্টামার (পাঁচটি অণু দ্বারা গঠিত) – ক) IgM খ) IgA গ) IgE ঘ) IgG
উত্তর – রক্তের ক) IgM অ্যান্টিবডি পেন্টামার (পাঁচটি অণু দ্বারা গঠিত)।

8| ঘাম, অশ্রু ও লালায় উপস্থিত ইমিউনোগ্লোবিউলিনটি হল – ক) IgA খ) IgD গ) IgG ঘ) IgE
উত্তর – ঘাম, অশ্রু ও লালায় উপস্থিত ইমিউনোগ্লোবিউলিনটি হল ক) IgA.

9| সব অ্যান্টিবডিই হল – ক) অ্যালবুমিন খ) **α** গ্লোবিউলিন গ) β গ্লোবিউলিন ঘ) γ গ্লোবিউলিন
উত্তর – সব অ্যান্টিবডিই গ) γ গ্লোবিউলিন।

10| কোন ইমিউনোগ্লোবিউলিনটি সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায়? ক) IgM খ) IgA গ) IgG ঘ) IgD
উত্তর – গ) IgG ইমিউনোগ্লোবিউলিনটি সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায়।

11| কোশভিত্তিক অনাক্রম্যতার প্রধান কোশ – ক) T-কোশ খ) B-কোশ গ) α-কোশ ঘ) কোনোটিই নয়
উত্তর – কোশভিত্তিক অনাক্রম্যতার প্রধান কোশ ক) T-কোশ।

12| টিকাকরণ প্রদান করে – ক) সক্রিয় অনাক্রম্যতা খ) নিষ্ক্রিয় অনাক্রম্যতা গ) প্রাকৃতিক অনাক্রম্যতা ঘ) ক) ও খ) উভয়ই
উত্তর – টিকাকরণ প্রদান করে ক) সক্রিয় অনাক্রম্যতা।

13| একটি oral vaccine হল – ক) TAB খ) DPT গ) OPV ঘ) BCG
উত্তর – একটি oral vaccine হল গ) OPV.

14| টক্সয়েড থেকে প্রস্তুত টিকা হল – ক) হাম খ) পোলিও গ) টিটেনাস ঘ) যক্ষ্মা
উত্তর – টক্সয়েড থেকে প্রস্তুত টিকা হল গ) টিটেনাস।

15| BCG যে প্রকারের টিকা তা হল – ক) টক্সয়েড খ) কনজুগেটেড ভ্যাকসিন গ) অ্যাটিনিউরয়েটেড ভ্যাকসিন ঘ) সাবইউনিট ভ্যাকসিন
উত্তর – BCG যে প্রকারের টিকা তা হল গ) অ্যাটিনিউরয়েটেড ভ্যাকসিন।

16| কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত – ক) কলেরা খ) আমাশয় গ) ইনফ্লুয়েঞ্জা ঘ) টিউবারকিউলোসিস
উত্তর – খ) আমাশয় রোগটি প্রোটোজোয়া ঘটিত।

17| লোহিত রক্তকণিকা ধ্বংস করে কোন রোগের জীবাণু? ক) ফাইলেরিয়া খ) নিউমোনিয়া গ) ডিপথেরিয়া ঘ) ম্যালেরিয়া
উত্তর – লোহিত রক্তকণিকা ধ্বংস করে ঘ) ম্যালেরিয়া রোগের জীবাণু।

18| কোশের অন্তঃপরজীবী হল – ক) প্লাজমোডিয়াম খ) টিনিয়া গ) মাইট ঘ) ফ্লি
উত্তর – কোশের অন্তঃপরজীবী হল ক) প্লাজমোডিয়াম।

19| কোন রোগে ফুসফুস আক্রান্ত হয়? ক) ডেঙ্গু খ) হেপাটাইটিস গ) টিটেনাস ঘ) নিউমোনিয়া
উত্তর – ঘ) নিউমোনিয়া রোগে ফুসফুস আক্রান্ত।

20| প্লেটলেট কমে গিয়ে মৃত্যু ঘটে কোন রোগে? ক) ম্যালেরিয়া খ) ডেঙ্গু গ) যক্ষ্মা ঘ) ডিপথেরিয়া
উত্তর – প্লেটলেট কমে গিয়ে মৃত্যু ঘটে খ) ডেঙ্গু রোগে।


আরো পড়ো → আকাশে সাতটি তারা কবিতার প্রশ্ন উত্তর আলোচনা

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

1| অ্যান্টিজেনের দুটি ধর্মের নাম লেখো
উত্তর – অ্যান্টিজেনের দুটি ধর্ম হল –
a) এরা প্রধানত প্রোটিন
b) অ্যান্টিজেনের প্রজাতি নির্দিষ্টতা আছে।

2| অ্যান্টিজেনের যে অংশে সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে কী বলে?
উত্তর – অ্যান্টিজেনের যে অংশে সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে এপিটোপ বলে।

3| অ্যান্টিবডির চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে?
উত্তর – অ্যান্টিবডির চেন দুটি ডাই সালফাইড বন্ধন দিয়ে সংলগ্ন থাকে।

4| অ্যান্টিবডিতে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে?
উত্তর – অ্যান্টিবডিতে 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে।

5| আমাদের দেহে কতপ্রকার ইমিউনোগ্লোবিউলিন গঠিত হয়?
উত্তর – আমাদের দেহে 5 প্রকার ইমিউনোগ্লোবিউলিন গঠিত হয়।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

6| অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি লেখো।
উত্তর – অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি প্রধানত প্রোটিন।

7| রসভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী কোশ কোনটি?
উত্তর – রসভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী কোশটি হল B লিম্ফোসাইট।

8| UNICEF কথাটির পুরো নাম লেখো।
উত্তর – UNICEF কথাটির পুরো নাম United Nations Children’s Fund

9| অ্যান্টিবডির সৃষ্টির দ্বারা রোগ প্রতিরোধ করা কোন রক্তকণিকার কাজ?
উত্তর – লিম্ফোসাই রক্তকণিকার কাজ অ্যান্টিবডির সৃষ্টির দ্বারা রোগ প্রতিরোধ করা।

10| জৈবিক নিয়ন্ত্রনে ব্যবহারযোগ্য একটি প্রোটোজোয়ার নাম লেখো।
উত্তর – জৈবিক নিয়ন্ত্রনে ব্যবহারযোগ্য একটি প্রোটোজোয়ার নাম হল নোসেমা লোকাস্টি


আরো পড়ো → আবহবিকার প্রশ্ন উত্তর 

11| ইমিউনোলজির জনক কে?
উত্তর – ইমিউনোলজির জনক হলেন ডঃ এডয়ার্ড জেনার।

12| BCG টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তর – BCG টিকা যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়।

13| MMR এর পুরো নাম লেখো।
উত্তর – MMR এর পুরো নাম Measles Mumps Rubella

14| পেস্ট বা ক্ষতিকর পতঙ্গ দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাটেরিয়া কোনটি?
উত্তর – পেস্ট বা ক্ষতিকর পতঙ্গ দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাটেরিয়া হল ব্যাসিলাস থুরিনজিয়েনসিস।

15| ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম কী?
উত্তর – ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম (Plasmodium falciparum).

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

16| HAV দ্বারা কী বোঝানো হয়?
উত্তর – HAV দ্বারা হেপাটাইটিস A ভাইরাসকে বোঝানো হয়।

17| নিউমোনিয়া রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়?
উত্তর – নিউমোনিয়া রোগ স্ট্রেপটোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়।

18| মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর – মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম হল মাইকোব্যাকটেরিইয়াম টিউবারকুলেসিস।

19| AIDS এর পুরো নাম লেখো।
উত্তর – AIDS এর পুরো নাম হল অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।

20| ধৌতকরণের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর – ধৌতকরণের প্রধান উদ্দেশ্য স্বাস্থ্য রক্ষা করা।

নবম শ্রেণি থেকে → নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel