জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর |7th Chapter Question Answer | Class 9 History WBBSE

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
league of nations and united nations-class-9-history-chapter-7
শ্রেণি – নবম | বিভাগ – ইতিহাস | অধ্যায় -জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ (League of Nations and United Nations)

নবম শ্রেণির ইতিহাস বিভাগ থেকে জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ বা সপ্তম অধ্যায় থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন – (ক) চার্চিল (খ) উড্রো উইলসন (গ) রুজভেল্ট (ঘ) স্ট্যালিন
উত্তর- চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন- (খ) উড্রো উইলসন।

২। জাতিসংঘ প্রতিষ্ঠায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন – (ক) লেনিন (খ) চার্চিল (গ) রুজভেল্ট (ঘ) উড্রো উইলসন
উত্তর- জাতিসংঘ প্রতিষ্ঠায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন- (ঘ) উড্রো উইলসন।

৩। লীগ কভেনান্ট-এ ধারা বা অনুচ্ছেদ আছে – (ক) ২৬টি (খ) ২৭টি (গ) ২৮টি (ঘ) ২৯টি
উত্তর- লীগ কভেনান্ট-এ ধারা বা অনুচ্ছেদ আছে- (ক) ২৬টি।

৪। জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্যসংখ্যা ছিল – (ক) ৩০ টি (খ) ৩৩টি (গ) ৩৫টি (ঘ) ৪০টি
উত্তর- জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্যসংখ্যা ছিল- (ঘ) ৪০টি।

৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে (১৯৩৯ খ্রি) জাতিসংঘের সদস্যসংখ্যা ছিল – (ক) ৪২ (খ) ৪৬ (গ) ৫০ (ঘ) ৫১
উত্তর- দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে (১৯৩৯ খ্রি) জাতিসংঘের সদস্যসংখ্যা ছিল- (খ) ৪৬।

৬। জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন দপ্তর ছিল – (ক) লিগ পরিষদ (খ) আন্তর্জাতিক বিচারালয় (গ) সাধারণ সভা (ঘ) সচিবালয়
উত্তর- জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন দপ্তর ছিল-(গ) সাধারণ সভা।
৭। জাতিসংঘের সাধারণ সভার সদস্যরা ভোট দিতে পারত-
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি

উত্তর- জাতিসংঘের সাধারণ সভার সদস্যরা ভোট দিতে পারত- (ক) ১টি।
৮। জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয়টি অবস্থিত ছিল – (ক) বার্লিনে (খ) লন্ডনে (গ) প্যারিসে (ঘ) হেগ-এ
উত্তর- জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয়টি অবস্থিত ছিল- (ঘ) হেগ-এ।

৯। জাতিপুঞ্জের সনদ- সদস্যের সংখ্যা ছিল – (ক) ৪২ (খ) ৪৫ (গ) ৪৮ (ঘ) ৫১
উত্তর- জাতিপুঞ্জের সনদ- সদস্যের সংখ্যা ছিল- (ঘ) ৫১।

১০। সাধারণ সভার আলোচ্য সূচি রচনা করতেন – (ক) লিগের সভাপতি (খ) লিগের মহাসচিব (গ) লিগের বিচারপতি (ঘ) আমেরিকার রাষ্ট্রপতি
উত্তর- সাধারণ সভার আলোচ্য সূচি রচনা করতেন- (খ) লিগের মহাসচিব।

১১। ১৯৪৫ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে – (ক) ৪৮টি দেশ (খ) ৫০ টি দেশ (গ) ৫১ টি দেশ (ঘ) ৬২ টি দেশ
উত্তর- ১৯৪৫ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে-(গ) ৫১ টি দেশ।

১২। সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিষ্ঠার বিষয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন – (ক) রুজভেল্ট (খ) উড্রো উইলসন (গ) চার্চিল (ঘ) স্ট্যালিন
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিষ্ঠার বিষয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন- (ক) রুজভেল্ট।

১৩। জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর – (ক) আগস্ট মাসে (খ) সেপ্টেম্বর মাসে (গ) নভেম্বর মাসে (ঘ) ডিসেম্বর মাসে
উত্তর- জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর- (খ) সেপ্টেম্বর মাসে।

১৪। জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল – (ক) অছি পরিষদ (খ) সাধারণ সভা (গ) নিরাপত্তা পরিষদ (ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তর- জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল- (গ) নিরাপত্তা পরিষদ।

১৫। বর্তমানে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা হল – (ক) ৫৪ (খ) ৬০ (গ) ৬৪ (ঘ) ৬৮
উত্তর- বর্তমানে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা হল- (ক) ৫৪।


আরো পড়ো → নবম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। চোদ্দো দফা-র কোন শর্তে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
উত্তর – চোদ্দো দফা নীতির শেষ বা চোদ্দতম শর্তে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

২। কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন?
উত্তর – মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতিসংঘের খসড়া কমিটির সভাপতিত্ব করেছিলেন।

৩। কবে লিগের চুক্তিপত্রটি গৃহীত হয়?
উত্তর – ১৯১৯ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর চুক্তিপত্র গৃহীত হয়।

৪। কোথায়, কবে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে?
উত্তর – ১৯২০ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল, সুইজারল্যান্ডের জেনিভা শহরে জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর প্রথম অধিবেশন বসে।

৫। কোনো নতুন রাষ্ট্র কীভাবে জাতিসংঘের সদস্য হতে পারত?
উত্তর – জাতিসংঘের নিয়ম অনুসারে, জাতিসংঘের সাধারণ সভার ২/৩ অংশের সমর্থনে কোন নতুন রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারতো।

৬। কোন দুটি বৃহৎ রাষ্ট্র প্রথমে জাতিসংঘের বাইরে ছিল?
উত্তর – আমেরিকা এবং জার্মানি প্রথমে জাতিসংঘের বাইরে ছিল।

৭। কে ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ (UN) নামকরণটি করেন?
উত্তর – মার্কিন রাষ্ট্রপতি রুজভল্ট United Nations বা সংমিলিত ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ নামকরণ করেন।

৮। কবে, কোথায় ‘সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র’/ ‘রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র’ প্রকাশিত হয়?
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জ ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪শে অক্টোবর আমেরিকার নিউ ইয়ার্ক সিটিতে প্রতিষ্ঠিত হয়।

৯। জাতিপুঞ্জের সনদে উল্লিখিত সপ্তম নীতিতে কী বলা হয়েছে?
উত্তর – জাতিপুঞ্জের সনদে উল্লিখিত সপ্তম নীতিতে বলা হয়েছে যে জাতিপুঞ্জ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

১০। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কাদের দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হয়?
উত্তর – জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা সভার সাধারণ সদস্যদের দ্বারা ৩ বছরের জন্য নির্বাচিত হন।

১১। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?
উত্তর – জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব আন্তেনিয় গুতেরেস (Antonio Guterres)।


আরো পড়ো → চন্দ্রনাথ প্রশ্ন – উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel