চন্দ্রনাথ প্রশ্ন উত্তর | Chandranath Question Answer | WBBSE Class 9

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
chondronath-question-answer
শ্রেণি – নবম | বিভাগ – বাংলা | অধ্যায় – চন্দ্রনাথ (chandranath)

এই পর্বে রইল নবম শ্রেণির বাংলা বিভাগের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্প থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। চন্দ্রনাথের দাদার নাম ছিল- (ক) নিশানাবাবু (খ) কাশীনাথবাবু (গ) অমিয়নাথবাবু (ঘ) শম্ভুনাথ বাবু
উত্তর- চন্দ্রনাথের দাদার নাম ছিল-(খ) কাশীনাথবাবু ।

২। চন্দ্রনাথ পাঁচশো- পঁচিশের নিচে পেলে তবে স্কুলের ফেলের সংখ্যা দাঁড়াবে- (ক) পনেরো (খ) দশ (গ) কুড়ি
উত্তর- চন্দ্রনাথ পাঁচশো- পঁচিশের নিচে পেলে তবে স্কুলের ফেলের সংখ্যা দাঁড়াবে-(খ) দশ।

৩। “এই দাম্ভিকটা যেন ফেল হয়”- দাম্ভিকটা কে? (ক) নরু (খ) হীরু (গ) অবিনাশ (ঘ) চন্দ্রনাথ
উত্তর- “এই দাম্ভিকটা যেন ফেল হয়”- দাম্ভিকটা হল (ঘ) চন্দ্রনাথ।

৪। “এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক।” – প্রস্তাবটি ছিল – (ক) আর্থিক সাহায্যের (খ) ডবল প্রোমোশনের (গ) বিশেষ পুরস্কারের (ঘ) ক্ষমা প্রার্থনার
উত্তর- “এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক।” – প্রস্তাবটি ছিল- (গ) বিশেষ পুরস্কারের।

৫। “নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল” – কার বাড়ির কথা বলা হয়েছে? (ক) নরেশের (খ) হীরুর (গ) চন্দ্রনাথের (ঘ) মাস্টারমশায়ের
উত্তর- “নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল” – (গ) চন্দ্রনাথের বাড়ির কথা বলা হয়েছে।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

৬। হীরুর আয়ত কোমল চোখে ছিল- (ক) ভীরু দৃষ্টি (খ) রাগের দৃষ্টি (গ) মোহময় দৃষ্টি (ঘ) তীক্ষ্ণ দৃষ্টি
উত্তর- হীরুর আয়ত কোমল চোখে ছিল-(গ) মোহময় দৃষ্টি।

৭। চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে যে শব্দটা কেটে দিয়েছিল- (ক) প্রিয় (খ) প্রিয়ভাজনেষু (গ) প্রিয়বরেষু (ঘ) প্রীতিভাজনেষু
উত্তর- চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে যে শব্দটা কেটে দিয়েছিল তা হল (গ) প্রিয়বরেষু।

৮। চন্দ্রনাথ হীরুর সফলতায় যা প্রকাশ করেছিল- (ক) আনন্দ (খ) শুভেচ্ছা (গ) হর্ষ (ঘ) কৃতজ্ঞতা
উত্তর- চন্দ্রনাথ হীরুর সফলতায় (ক) আনন্দ প্রকাশ করেছিল।

৯। “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন।” – কথাটি বলেছে- (ক) চন্দ্রনাথ (খ) হীরু (গ) নিশানাথ (ঘ) হেডমাস্টারমশাই
উত্তর- “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন।” – কথাটি বলেছে-(খ) হীরু।

১০। কথকের কল্পনায় জনহীন পথে একলা হেঁটে চলা চন্দ্রনাথের কাঁধে ছিল- (ক) জগতের বোঝা (খ) পোঁটলা বাঁধা লাঠি (গ) বইয়ের বোঝা (ঘ) নিজের ব্যর্থতার বোঝা
উত্তর- কথকের কল্পনায় জনহীন পথে একলা হেঁটে চলা চন্দ্রনাথের কাঁধে ছিল-(খ) পোঁটলা বাঁধা লাঠি।


আরো পড়ো → হিমালয় দর্শন প্রশ্ন উত্তর আলোচনা

১১। “… চন্দ্রনাথ বলিল, বেশ।” – চন্দ্রনাথ যে কথা মেনে নিয়েছে, তা হল- (ক) সে দবিতীয় পুরস্কারই গ্রহণ করবে (খ) প্রধানশিক্ষকের কাছে গিয়ে সে ক্ষমা চাইবে (গ) প্রধানশিক্ষকের কাছে চিঠি লিখে আগের চিঠি প্রত্যাখ্যানের কথা জানাবে (ঘ) দাদার থেকে সে পৃথক হয়ে যাবে
উত্তর- “… চন্দ্রনাথ বলিল, বেশ।” – চন্দ্রনাথ যে কথা মেনে নিয়েছে, তা হল- (ঘ) দাদার থেকে সে পৃথক হয়ে যাবে।

১২। “… আমার অন্যায় হলো।” – বক্তার যে কাজকে অন্যায় বলে মনে হয়েছে, তা হল- (ক) চন্দ্রনাথের চিঠি গ্রহণ করা (খ) নিশানাথবাবুকে বিদ্যালয়ের ঘটনাটি জানানো (গ) চন্দ্রনাথের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করা (ঘ) বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নিয়ন্ত্রণ রাখতে না পারা
উত্তর- “… আমার অন্যায় হলো।” – বক্তার যে কাজকে অন্যায় বলে মনে হয়েছে, তা হল-(খ) নিশানাথবাবুকে বিদ্যালয়ের ঘটনাটি জানানো।

১৩। “দিস ইজ ম্যাথম্যাটিকস।” – বক্তা ‘ম্যাথম্যাটিকস’ বলেছে- (ক) অনুপাতের গাণিতিক নিয়মকে (খ) হীরুর কাকার কৌশলকে (গ) পরীক্ষার কঠিন প্রশ্নপত্রকে (ঘ) শিক্ষকদের নীতিহীনতাকে
উত্তর- “দিস ইজ ম্যাথম্যাটিকস।” – বক্তা ‘ম্যাথম্যাটিকস’ বলেছে-(ক) অনুপাতের গাণিতিক নিয়মকে।

১৪। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ- (ক) পরীক্ষার অনিয়মের কথা সকলকে জানিয়ে দিয়েছে (খ) প্রাইজ প্রত্যাখান করে চিঠি দিয়েছে (গ) বাড়ি ছেড়ে অন্য স্থানে চলে গেছে (ঘ) দ্বিতীয় পুরস্কারকেই হাসিমুখে গ্রহণ করেছে
উত্তর- প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ-(খ) প্রাইজ প্রত্যাখান করে চিঠি দিয়েছে।

১৫। “…পড়ব আমি।” – বক্তা ইচ্ছা প্রকাশ করেছেন- (ক) চন্দ্রনাথের চিঠি পড়ার (খ) বিদ্যাল্যের পূর্ণাঙ্গ ফলাফলের তালিকা পড়ার (গ) পত্রিকায় প্রকাশিত নরেশের লেখা পড়ার (ঘ) পরীক্ষা সংক্রান্ত খবরের কাগজের রির্পোট পড়ার
উত্তর- “…পড়ব আমি।” – বক্তা ইচ্ছা প্রকাশ করেছেন- (গ) পত্রিকায় প্রকাশিত নরেশের লেখা পড়ার।


আরো পড়ো → নিরুদ্দেশ প্রশ্ন উত্তর আলোচনা

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। কথক নরু চন্দ্রনাথের সঙ্গে কার তুলনা করেছিলেন?
উত্তর – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে কথক নরু চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের তুলনা করেছিলেন।

২। চন্দ্রনাথের ললাটে কোন চিহ্ন আত্মপ্রকাশ করেছিল?
উত্তর – চন্দ্রনাথের ললাটে ত্রিশূল চিহ্ন আত্মপ্রকাশ করেছিল।

৩। চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়?
উত্তর – সামান্য উত্তেজনায় রক্তের চাপ বাড়লে নাকের উপরে কপালের মাঝে ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে।

৪। ‘চন্দ্রনাথ’ গল্পে হেডমাস্টার দেখতে কেমন ছিলেন?
উত্তর – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার মশাইয়ের যে বিবরণ দেওয়া হয়েছে তা হল – শীর্ণ, দীর্ঘকায় ও শান্ত প্রকৃতির।

৫। চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখান করেছিল কেন?
উত্তর – স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হবার পুরস্কার চন্দ্রনাথ প্রত্যাখান করেছিল কারণ, এর আগের কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয়নি।

৬। “পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল” – কী বলল?
উত্তর – তার দাদার দেওয়া পত্রটি দেখে চন্দ্রনাথ বলেছিল – “আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি”

৭। “… তোমার বউদি বলত…” – বউদি কী বলতেন?
উত্তর – চন্দ্রনাথের দাদার স্ত্রী, চন্দ্রনাথ সম্পর্কে বলতেন যে চন্দ্রনাথের স্বাধীন মতামত তৈরি হয়েছে।

৮। “… একটা স্পেশাল প্রাইজ দেবেন” – কে কাকে প্রাইজ দেবেন?
উত্তর – এই উক্তিটি ‘চন্দ্রনাথ’ গল্পের অন্তর্গত, এখানে চন্দ্রনাথের স্কুলের সেক্রেটারি মহাশয় চন্দ্রনাথকে স্পেশাল পুরস্কার দেবার কথা বলেছেন।

৯। স্কুলের সেক্রেটারি ভাইপোর নাম কী ছিল?
উত্তর – চন্দ্রনাথ গল্পে স্কুলের সেক্রেটারি ভাইপোর নাম ছিল হিরু।

১০। স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কীভাবে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল?
উত্তর – স্কুলের দুই – তিন মাসের বাড়তি বেতন দিয়ে চন্দ্রনাথ স্কুলের সাথে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল।


আরো পড়ো → পদার্থের গঠন ও ধর্ম প্রশ্ন উত্তর আলোচনা

১১। “Shame in crowd but solitary pride”- কথাটির অর্থ কী?
উত্তর – এই কথাটির অর্থ শখের সাহিত্যচর্চা জনসমক্ষে কুন্ঠার বিষয় হলেও, নিজের কাছে নিভৃতে তা গর্বের বিষয়।

১২। “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন।” – কোন স্মৃতিচিহ্ন?
উত্তর – চন্দ্রনাথ গল্পে হিরুকে চন্দ্রনাথ যে চিঠি লিখেছিল, এখানে স্মৃতিচিহ্ন বলতে তার কথা বলা হয়েছে।

১৩। নরেশ চন্দ্রনাথের চলে যাওয়া সম্পর্কে কী কল্পনা করেছিল?
উত্তর – চন্দ্রনাথ গল্পের কথক নরেশ, চন্দ্রনাথের চলে যাওয়া সম্পর্কে কল্পনা করেছিল যে, কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোঁটলা বেঁধে নির্জন জনহীন রাতে একলা হেঁটে যাচ্ছে।

১৪। কথক মাস্টার মহাশয়কে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন কেন?
উত্তর – চন্দ্রনাথ মাস্টার মহাশয়ের কথা নাও শুনতে পারে, এই আশঙ্কা করে গল্পের কথক মাস্টার মহাশয়কে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন।

১৫। “বোর্ডিং-এ আসিয়া মাস্টারমহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম…” কী দেখার কথা বলা হয়েছে?
উত্তর – বোর্ডিং-এ এসে চন্দ্রনাথ গল্পের কথক নরেশ দেখেছিল যে তাদের মাস্টারমশাই চিন্তান্বিত অবস্থায় একা বসে আছেন।


আরো পড়ো → শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook