মোলের ধারণা প্রশ্ন উত্তর | Moler Dharona Question Answer | WBBSE Class 9 | ভৌতবিজ্ঞান

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
moler-dharona-question-answer
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান | অধ্যায় – মোলের ধারণা – প্রশ্ন উত্তর – Moler Dharona Question Answer (Chapter 4.2)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অধ্যায় – মোলের ধারণা থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। অ্যাভোগাড্রো সংখ্যার মান হল – (ক) 6.024×1020 (খ) 0.6023×1022 (গ) 0.6022×1024 (ঘ) 0.623×1023
উত্তর – অ্যাভোগাড্রো সংখ্যার মান হল – (গ) 0.6022×1024

2। একটি ত্রি পরমাণুক গ্যাসের 0.1 mol-এ পরমাণুর সংখ্যা – (ক) 6.023×1022 (খ) 1.806×1023 (গ) 3.600×1023 (ঘ) 6.022×1018
উত্তর – একটি ত্রি পরমাণুক গ্যাসের 0.1 mol-এ পরমাণুর সংখ্যা – (খ) 1.806×1023

3। 1 মোল অক্সিজেন পরমাণু বলতে বোঝায় – (ক) 6.022×1023 সংখ্যক O-অণু (খ) 2×6.022×1023 সংখ্যক O-পরমাণু (গ) ½×6.022×1023 সংখ্যক O-পরমাণু (ঘ) 6.022×1023 সংখ্যক O-পরমাণু
উত্তর – 1 মোল অক্সিজেন পরমাণু বলতে বোঝায় – (ঘ) 6.022×1023 সংখ্যক O-পরমাণু।

4। 1 amu -এর মান কত? – (ক) 1.66×10-24kg (খ) 1.66×10-25g (গ) 0.166×10-23g (ঘ) 1.66×10-20g
উত্তর – 1 amu -এর মান = (গ) 0.166×10-23g.

5। প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন – (ক) 1L (খ) 11.1L (গ) 22.4L (ঘ) 5.6L
উত্তর – প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন – (গ) 22.4L.

6। নীচের কোন গ্যাসটির ক্ষেত্রে STP তে 22.4L আয়তনের ভর 44g? – (ক) NH3 (খ) H2S (গ) CO2 (ঘ) CH4
উত্তর – (গ) CO2 গ্যাসটির ক্ষেত্রে STP তে 22.4L আয়তনের ভর 44g.

7। 106 সংকেত ভর বিশিষ্ট যৌগটি হল – (ক) CaCO3 (খ) CaCl2 (গ) NaCl (ঘ) Na2CO3
উত্তর – 106 সংকেত ভর বিশিষ্ট যৌগটি হল – ঘ) Na2CO3.

8। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 এই উক্তিটি সঠিক নয়। এর কারণ হল – (ক) এটি তেজস্ক্রিয় পদার্থ (খ) এই একটি কঠিন পদার্থ (গ) NaCl অণুর কোনো পৃথক অস্তিত্ব নেই (ঘ) ওপরের কোনটিই নয়
উত্তর – সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 এই উক্তিটি সঠিক নয়। এর কারণ হল – (গ) NaCl অণুর কোনো পৃথক অস্তিত্ব নেই।

9। 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর – (ক) 32g (খ) 16g (গ) 8g (ঘ) 64g
উত্তর – 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর – (খ) 16g

10। কোনটির গ্রাম-আনবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান? – (ক) সালফার (খ) নাইট্রোজেন (গ) জেনন (ঘ) ওজোন
উত্তর – (গ) জেনন -এর গ্রাম-আনবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান।


আরো পড়ো → শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রশ্ন উত্তর

11। 3.321×10-24 গ্রাম কত amu এর সমান? (ক) 2 amu (খ) 3 amu (গ) 1 amu (খ) কোনটিই নয়
উত্তর – 3.321×10-24 গ্রাম (ক) 2 amu এর সমান।

12। 36 g জলে অণুর সংখ্যা – (ক) 6.022×1023 (খ) 12.044×1023 (গ) 3.011×1023 (ঘ) 9.0345×1023
উত্তর – 36 g জলে অণুর সংখ্যা – (খ) 12.044×1023

13। নীচের কোন ক্ষেত্রে মোল সংখ্যা সবচেয়ে বেশি? (ক) 18 g জল (খ) 34 g অ্যামোনিয়া (গ) 71 g ক্লোরিন (ঘ) 8 g হাইড্রোজেন
উত্তর – (ঘ) 8 g হাইড্রোজেন -এর ক্ষেত্রে মোল সংখ্যা সবচেয়ে বেশি।

14। নীচের কোনটির ক্ষেত্রে যে কোনো পরিমাণের মধ্যে গ্রাম অণু ও গ্রাম পরমাণুর সংখ্যা সমান? – (ক) অক্সিজেন (খ) হিলিয়াম (গ) হাইড্রোজেন (ঘ) ক্লোরিন
উত্তর – (খ) হিলিয়াম -এর ক্ষেত্রে যে কোনো পরিমাণের মধ্যে গ্রাম অণু ও গ্রাম পরমাণুর সংখ্যা সমান।

15। 98 g H2SO4 থেকে কত mol H+ পাওয়া যাবে? (ক) 1 mol (খ) 2 mol (গ) 3 mol (ঘ) 4 mol
উত্তর – 98 g H2SO4 থেকে (খ) 2 mol H+ পাওয়া যাবে।

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। অ্যাভোগাড্রো সংখ্যার মান কে নির্ণয় করেন?
উত্তর – আমেরিকান পদার্থবিদ রবার্ট মিলিকান অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন।

2। কোনো পদার্থের 1 মোলের মধ্যে কতগুলি পরমাণু, অণু বা আয়ন থাকে?
উত্তর – কোনো পদার্থের 1 মোলের মধ্যে 6.022×1023 সংখ্যক পরমাণু, অণু বা আয়ন থাকে।

3। কোনো পদার্থে উপস্থিত উপাদান কণার সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা ও মোল সংখ্যার সম্পর্ক কি?
উত্তর – কোনো পদার্থে উপস্থিত উপাদান কণার সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা ও মোল সংখ্যার সম্পর্ক হল : মোল সংখ্যা = পদার্থে উপস্থিত উপাদান কণার সংখ্যা / অ্যাভোগাড্রো সংখ্যা।

4। 1 মোল NH3-তে পরমাণু সংখ্যা কত?
উত্তর – 1 মোল NH3-তে পরমাণু সংখ্যা = 6.022×1023 × 4টি = 24.088×1023টি

5। 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত?
উত্তর – 1 মোল ইলেকট্রনের মোট চার্জ 1 ফ্যারাডে।


আরো পড়ো → জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর

6। ভর, মোলার ভর এবং মোল সংখ্যা কীভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত?
উত্তর – ভর, মোলার ভর এবং মোল সংখ্যার সম্পর্ক হল – ভর (m) = মোল সংখ্যা (n) × মোলার ভর (M)।

7। 1টি অক্সিজেন পরমাণুর (8O16) প্রকৃত ভর কত?
উত্তর – 1টি অক্সিজেন পরমাণুর (8O16) প্রকৃত ভর হল 16 u = 16 × 1.6605×10-24 = 26.568×10-24 g.

8। কীরূপ যৌগের ক্ষেত্রে ফর্মুলা ভর কথাটি ব্যবহৃত হয়?
উত্তর – আয়নীয় যৌগের ক্ষেত্রে ফর্মুলা ভর কথাটি ব্যবহৃত হয়।

9। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 – কথাটির অর্থ কী?
উত্তর – সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 – কথাটির অর্থ হল সোডিয়ামের একটি পরমাণুর ভর 12C আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের \(\frac {1}{12}\) অংশের 23 গুণ।

10। অ্যাভোগ্রাম কী?
উত্তর – একটি 12C পরমাণুর ভরের \(\frac {1}{12}\) অংশ অর্থাৎ 1.6605×10-24 g পরিমাণকে 1 অ্যাভোগ্রাম বলে। (1 amu = 1 অ্যাভোগ্রাম)


আরো পড়ো → পদার্থ: গঠন ও ধর্ম প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel