জৈব রসায়ন – প্রশ্ন উত্তর | Organic Chemistry Question Answer WBBSE

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

to-the-point-ebook
joibo-rosayon
শ্রেণি – দশম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – জৈব রসায়ন – প্রশ্ন উত্তর – Organic Chemistry Question Answer | Joibo Rosayon (Chapter 8.6)

এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অষ্টম অধ্যায় – জৈব রসায়ন থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
a) \(C_3H_6\) b) \(C_2H_4\) c) \(C_2H_2\) d) \(C_2H_6\)

উত্তর- d) \(C_2H_6\) একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন।

2। প্রদত্ত কোনটি জৈবভঙ্গুর পলিমার নয়?
a) শর্করা b) সেলুলোজ c) টেফলন d) স্টার্চ

উত্তর- c) টেফলন জৈবভঙ্গুর পলিমার নয়।

3। ভিনিগারে কার্যকরী মূলক হল-
a) –CHO b) –C = O c) –COOH d) –OH

উত্তর- ভিনিগারে কার্যকরী মূলক হল c)–COOH.

4। মিথানল ও ইথানল হল পরস্পরের-
a) আইসোমার b) আইসোবার c) সমগণ d) আইসোটোপ

উত্তর-মিথানল ও ইথানল হল পরস্পরের- সমগণ।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


5। ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমাবয়বতা দেখা যায় তা হল-
a) শৃঙ্খল ঘটিত b) অবস্থান ঘটিত c) কার্যকরীমূলক ঘটিত d) কোনোটিই নয়

উত্তর- ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমাবয়বতা দেখা যায় তা হল c) কার্যকরীমূলক ঘটিত।

6। মিথেন যৌগে কার্বনের সমযোজ্যতা-
a) 4 b) 1 c) 3 d) 2

উত্তর-মিথেন যৌগে কার্বনের সমযোজ্যতা- a) 4.

7। প্রদত্ত কোন যৌগটি ব্রোমিন \((Br_2)\) দ্রবণকে বর্ণহীন করে?
a) \(CH_4\) b) \(C_2H_4\) c) \(C_2H_6\) d) \(C_6H_6\)

উত্তর- b) \(C_2H_4\) যৌগটি ব্রোমিন \((Br_2)\) দ্রবণকে বর্ণহীন করে।

8। প্রোপান-1-অল ও প্রোপান-2-অল–এর মধ্যে কী ধরনের সমাবয়বতা দেখা যায়?
a) শৃঙ্খলঘটিত b) অবস্থানঘটিত c) কার্যকরীমূলক ঘটিত d) ত্রিমাত্রিক

উত্তর- প্রোপান-1-অল ও প্রোপান-2-অল–এর মধ্যে b) অবস্থানঘটিত সমাবয়বতা দেখা যায়।

9। কোনটি কৃত্রিম পলিমার নয়?
a) PVC b) টেফলন c) স্টার্চ d) নাইলন।

উত্তর- c) স্টার্চ কৃত্রিম পলিমার নয়।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

madhymik-mock-test


10। কোন যৌগটিতে কার্বন-কার্বন দ্বিবন্ধন আছে?
a) \(C_2H_6\) b) \(C_2H_2\) c) \(C_2H_4\) d) \(C_4H_{10}\)

উত্তর- c) \(C_2H_4\) যৌগটিতে কার্বন-কার্বন দ্বিবন্ধন আছে।

আরো পড়ো → পরিবেশ এবং মানব জনসমষ্টি অধ্যায়ের প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। PVC-এর মনোমার কী?
উত্তর- PVC-এর মনোমার হল ভিনাইল ক্লোরাইড।

2। সরলতম অ্যালকেনের নাম লেখো।
উত্তর- সরলতম অ্যালকেনের নাম মিথেন।

3। আ্যসিটিলিনের একটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর- আ্যসিটিলিন অক্সি-আ্যসিটিলিন শিখা তৈরিতে ব্যবহৃত হয়।

4। আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসটির ভূমিকা আছে?
উত্তর- আলেয়া সৃষ্টিতে মিথেনের ভূমিকা রয়েছে।

5। দুটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও।
উত্তর- দুটি জৈব ভঙ্গুর পলিমার হল প্রাকৃতিক রবার, সেলুলোজ।

আরো পড়ো → ত্রিকোণমিতিঃ কোণ পরিমাপের ধারণা

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1। পলিইথিলিনের ব্যাগের যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ লেখো।
উত্তর- পলিইথিলিনের ব্যাগের যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ হল-
(i) সাধারণত পলিইথিলিনের ব্যাগে উপস্থিত মনোমারগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যেমন—ভিনাইল ক্লোরাইড, টেট্রাফ্লুরো ইথিলিন, স্টাইরিন ইত্যাদি।
(ii)পলিইথিলিনের ব্যাগের কোনো ক্ষয় নেই অর্থাৎ জীববিনাশ (biodegradation) নেই (জীববিনাশ একটি জীবাণুঘটিত বিক্রিয়া যার ফলে পদার্থ প্রকৃতিতে মিশে যায়) এবং এর দ্রুত রাসায়নিক পরিবর্তন ঘটে না। ফলে পলিমার থেকে উৎপাদিত যে পদার্থগুলি ব্যবহার করার পর বর্জ্য পদার্থ হিসেবে ফেলে দেওয়া হচ্ছে, তার থেকে পরিবেশ দূষিত হতে শুরু করে।

2। তিনটি কার্বন পরমাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত লেখো। এতে উপস্থিত কার্যকরী গ্রুপটির সংকেত লেখো।
উত্তর-তিনটি কার্বন পরমাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিড হল- প্রোপানোয়িক অ্যাসিড \((CH_3CH_2COOH)\)

এতে উপস্থিত কার্যকরী গ্রুপটি হল-COOH

3। আলেয়া কীভাবে উৎপন্ন হয়?
উত্তর-কর্দমাক্ত অথবা জলাভূমিতে গাছপালা পচে যাওয়ার কারণে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। এরই সাথে ফসফিন (\(PH_3\)) এবং ফসফাইন (\(P_2H_6\)) গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে। ফসফাইন (\(P_2H_6\)) গ্যাস বায়ুর অক্সিজেনের (\(O_2\)) সংস্পর্শে এলে জ্বলে ওঠে, এর সঙ্গে ফসফিন, মিথেন ও ডাইফসফরাস হেক্সাহাইড্রাইড জ্বলে ওঠে। এর ফলে অন্ধকারে আগুনের শিখা দেখা যায় এই ঘটনাকে আলেয়া বলা হয়।
\(P_2H_6\) গ্যাস বায়ুর \(O_2\) সংস্পর্শে এলে জ্বলে ওঠে ফলে ফসফিন ও মিথেন, ডাইফসফরাস হেক্সাহাইড্রাইড তার সাথে জ্বলে ওঠে। এর ফলে অন্ধকারে আগুনের শিখা দেখা যায় এই ঘটনাকে আলেয়া বলা হয়।

wbporashona-physical-science-ebook

4। একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও। এর মনোমারের নাম লেখো।
উত্তর- একটি কৃত্রিম পলিমার হল টেফলন।
এর মনোমার হলো টেট্রাফ্লুরো ইথেন।

5। সমাবয়বতা (আইসমেরিজম) কাকে বলে উদাহরণসহ লেখো।
উত্তর-একই আণবিক সংকেতবিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী যৌগসমূহকে সমাবয়বী যৌগ বলে এবং এই ঘটনাকে সমাবয়বতা (আইসমেরিজম) বলে।
\(C_2H_6O\) এর আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগ হয়- ইথাইল অ্যালকোহল \((C_2H_5-OH)\), ডাই মিথাইল ইথার \((CH_3-O-CH_3)\)
ইথাইল অ্যালকোহল \((C_2H_5-OH)\), ডাই মিথাইল ইথার \((CH_3-O-CH_3)\) একই আণবিক সংকেত হলেও এদের গঠন সম্পূর্ণ ভিন্ন হাওয়ায় ভিন্ন যৌগ হিসাবে আচরন করে।

6। ইথিলিনের পলিমেরাইজেশন বিক্রিয়া বলতে কী বোঝায়? শর্তসহ সংশ্লিষ্ট বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটি উল্লেখ করো।
উত্তর- ইথিলিনের মনোমার একাধিক যুক্ত হয়ে পলিমার গঠন করে তাকেই ইথিলিনের পলিমেরাইজেশন বলে।
উচ্চ চাপ ও উচ্চ উষ্ণতায় ইথিলিন একাধিক মনোমার সংযুক্ত হয়ে পলিমার গঠন করে-
যেমন – ইথিলিনি মনোমার \((CH_2=CH_2)\) থেকে ইথিলিন পলিমার \((CH_2=CH_2)n\).
বিক্রিয়া – \(CH_2=CH_2 → (CH_2=CH_2)n\)


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


7। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে?
উত্তর- যে ধর্মের কারণে কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধনের (এক-বন্ধন, দ্বি-বন্ধন, ত্রি-বন্ধন) সাহায্যে পরস্পর যুক্ত হয় এবং সুস্থিত কার্বন শৃঙ্খল গঠিত করে, কার্বন পরমাণুর সেই বিশেষ ধর্মকে ক্যাটিনেশন ধর্ম বলে।

8। বায়োপল কী? উদাহরণ দাও।
উত্তর- পরিবেশ বান্ধব প্লাস্টিক ব্যাগ বায়োপল। বায়োপল জীবাণুবিয়োজ্য হওয়ার কারণে সহজেই বিয়োজিত হয় এবং পরিবেশ বান্ধব হিসাবে বিবেচিত হয়।উদাহরণ- পলিহাইড্রোক্সিবিউটারেট।

9। LPG ও CNG–এর মুখ্য উপাদানগুলির নাম লেখো। যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করলে পেট্রোল ও CNG-এর মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ুদূষণ সৃষ্টি করে?
উত্তর-LPG হল বিউটেন, প্রোপেন ও ইথেন এই তিনটি হাইড্রোকার্বনের মিশ্রণ। এর প্রধান উপাদান হল বিউটেন। প্রোপেন ও ইথেনের পরিমাণ এতে কম থাকে।
CNG এর প্রধান উপাদান মিথেন \((CH_4)\) , এছাড়া এতে সামান্য ইথেন ও প্রোপেন মিশ্রিত থাকে। প্রাকৃতিক গ্যাসে প্রায় 70% মিথেন থাকে।
যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করলে CNG অপেক্ষাকৃত কম বায়ুদূষণ সৃষ্টি।

wbporashona-physical-science-ebook

10।সমগণীয় শ্রেণি কাকে বলে? উদাহরণ দাও। এর বৈশিষ্ট্য লেখো।
উত্তর-যে সকল জৈব যৌগ একই মৌল দ্বারা গঠিত, এদের সাধারণ সংকেতও এক, একই কার্যকরী মূলক যুক্ত ও একই ধর্ম বিশিষ্ট হয়, তাদেরকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে যে শ্রেণি পাওয়া যায় তাকে সমগণীয় শ্রেণী বলে।
উদাহরণ – মিথানল \((CH_3OH)\), ইথানল \((C_2H_5OH)\), প্রোপানল \((C_3H_7OH)\) ইত্যাদি।
বৈশিষ্ট্য –
ক) অ্যালকেন গুলির সমগণীয় শ্রেণীর হিসাবে সাধারণ সংকেত \(CnH_{2n+2}\) (n = কার্বন পরমাণুর সংখ্যা)।
খ) এই ক্ষেত্রে n এর পরিবর্তনের সাথে যৌগের পরিবর্তন হয়।
গ) সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের সংকেত এর পার্থক্য একটি কার্বন ও দুটি হাইড্রোজেনের অর্থাৎ \(CH_2\) এর।

আরো পড়ো → ধাতুবিদ্যা – প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel