পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব | পশ্চিমবঙ্গ | WBBSE Class 9 Geography

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
mousumi-bayur-provab
শ্রেণি – নবম | বিভাগ – নবম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – পশ্চিমবঙ্গ

শুরু হল নতুন বিভাগ – প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তর আলোচনায় রইল নবম শ্রেণির ভূগোল বিভাগ থেকে  একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।


প্রশ্নঃপশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাবগুলি কি কি?

উত্তরঃ পশ্চিমবঙ্গের জলবায়ুর মধ্যে বৈচিত্রতা লক্ষ্য করা যায়।।পশ্চিমবঙ্গের জলবায়ু হল উষ্ণ-আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব নিম্নরূপ।

বৃষ্টিপাতের অসম বণ্টন – উষ্ণ-আর্দ্র-দক্ষিন-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের সর্বত্র সমান বৃষ্টিপাত হয় না।

বৃষ্টিপাতে সাহায্য – দক্ষিন – পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলে বাঁধাপ্রাপ্ত হয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটায়; এর ফলেই পশ্চিমবঙ্গে বর্ষাকাল শুরু হয়।

wb-porashona-to-the-point-ebook-class-nine-geography

খরা ও বন্যা – দক্ষিন – পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন অনিশ্চিত, তাই পশ্চিমবঙ্গে প্রায়শই খরা বা বন্যার প্রকোপ দেখা যায়।

গ্রীষ্মকালীন উষ্ণতা হ্রাস – গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেতে শুরু করে এবং দক্ষিন – পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ফলে এই উষ্ণতা হ্রাস পায়।

শীতকালীন শুষ্কতা – উত্তর দিক থেকে আগত উত্তর – পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ অতিক্রম করে আশায় এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না ফলে এই বায়ু শুষ্ক হয়।

আরো পড়ো → পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel