জনন প্রশ্ন উত্তর | Jonon Question Answer | জীবনের প্রবহমানতা

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
jonon
শ্রেণি – দশম | বিভাগ – জীবনবিজ্ঞান| অধ্যায় – জনন | Jonon (Chapter 7)

এই পর্বে রইল দশম শ্রেণির জীবন বিজ্ঞান বিভাগের সপ্তম অধ্যায় – জনন থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। সম আকৃতির দুটি জনন কোশের মিলন পদ্ধতিকে বলে –
ক) আইসোগ্যামি খ) অ্যানাইসোগ্যামি গ) উগ্যামি ঘ) কোনোটিই নয়

উত্তর- সম আকৃতির দুটি জনন কোশের মিলন পদ্ধতিকে বলে – ক) আইসোগ্যামি।

2। শুক্রাণুর ক্রোমোজোম সেট হল –
ক) ডিপ্লয়েড খ) ট্রিপ্লয়েড গ) হ্যাপ্লয়েড ঘ) সবকটি

উত্তর- শুক্রাণুর ক্রোমোজোম সেট হল – গ) হ্যাপ্লয়েড।

3। নিষিক্ত ডিম্বাণুকে বলে –
ক) শুক্রাণু খ) জাইগোট গ) জাইগোস্পোর ঘ) স্পোর
উত্তর- নিষিক্ত ডিম্বাণুকে বলে – খ) জাইগোট।

4। কোরকোদ্‌গম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি ছত্রাকের উদাহরণ হল –
ক) ইস্ট খ) পেনিসিলিয়াম গ) অ্যাসপারজিলাস ঘ) পাকাসিনিয়া গ্রামিনিস

উত্তর- কোরকোদ্‌গম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি ছত্রাকের উদাহরণ হল – ক) ইস্ট।

5। কান্ড স্টোলন প্রকৃতির যে উদ্ভিদে তার নাম –
ক) মিষ্টি আলু খ) স্টবেরি গ) কচুরিপানা ঘ) পাথরকুচি

উত্তর- কান্ড স্টোলন প্রকৃতির যে উদ্ভিদে তার নাম –খ) স্টবেরি।

wb-porashona-to-the-point-ebook

6। কোন্‌ উদ্ভিদ ভূনিম্মস্থ কান্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে?
ক) ডালিয়া খ) পাথরকুচি গ) বিগোনিয়া ঘ) ওল

উত্তর- ঘ) ওল- উদ্ভিদ ভূনিম্মস্থ কান্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে।

7। জোড় কলমের ক্ষেত্রে যে উদ্ভিদের কান্ডে নতুন উদ্ভিদ জুড়ে দেওয়া হয়, তাকে বলে –
ক) বল্কল খ) স্টেম গ) স্টক ঘ) কন্দ

উত্তর- জোড় কলমের ক্ষেত্রে যে উদ্ভিদের কান্ডে নতুন উদ্ভিদ জুড়ে দেওয়া হয়, তাকে বলে– গ) স্টক।

8। যে-কোনো কলাকোশের কোশ বিভাজন দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে বলে –
ক) জনুক্রম খ) অপুংজনি গ) টোটিপোটেন্সি ঘ) কোনোটিই নয়

উত্তর- যে-কোনো কলাকোশের কোশ বিভাজন দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে গ) টোটিপোটেন্সি বলে।

9। কম সময়ে বংশবিস্তার করতে কোন্‌ কৃত্রিম পদ্ধতির সাহায্য নেবে?
ক) যৌন জনন খ) খন্ডীভবন গ) পুনরুৎপাদন ঘ) মাইক্রোপ্রোপাগেশন

উত্তর- কম সময়ে বংশবিস্তার করতে ঘ) মাইক্রোপ্রোপাগেশন কৃত্রিম পদ্ধতির সাহায্য নেওয়া উচিত।

10। স্টক ও সিয়নের যে অংশ জোড়া লাগে তা হল –
ক) জাইলেম–জাইলেম খ) ফ্লোয়েম–ফ্লোয়েম
গ) জাইলেম–ফ্লোয়েম ঘ) ক্যাম্বিয়াম–ক্যাম্বিয়াম

উত্তর- স্টক ও সিয়নের যে অংশ জোড়া লাগে তা হল –ঘ) ক্যাম্বিয়াম–ক্যাম্বিয়াম।


আরো পড়ো → আয় আরো আরো বেঁধে থাকি অধ্যায়ের প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। অযৌন জনন কী ধরণের কোশ বিভাজনের ওপর নির্ভরশীল?
উত্তর-অযৌন জনন মাইটোসিস কোশ বিভাজনের ওপর নির্ভরশীল।

2। কোরকোদ্‌গম হয় এমন একটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখো।
উত্তর-কোরকোদ্‌গম হয় এমন একটি অমেরুদন্ডী প্রাণীর নাম হল হাইড্রা।

3। গেমিউল কী?
উত্তর- স্পঞ্জের দেহে যে অন্তঃকোরক দেখা যায় তাকে গেমিউল বলে।

4। পুনুরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো।
উত্তর-পুনুরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম হল প্ল্যানেরিয়া।

5। একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে।
উত্তর-একটি রসালো মূলের নাম হল ডালিয়ার গুচ্ছিত মূল যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


6। খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন্‌ উদ্ভিদে?
উত্তর-খর্বধাবকের সাহায্যে কচুরিপানার অঙ্গজ জনন হয়।

7। মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহার্য দুটি হরমোনের নাম লেখো।
উত্তর- মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহার্য দুটি হরমোনের নাম হল অক্সিন ও সাইটোকাইনিন।

8। উদ্ভিদ কলা কর্ষণে কোন কলা অংশ ব্যবহার সাফল্য প্রদান করে?
উত্তর- উদ্ভিদ কলা কর্ষণে উদ্ভিদের মূল, কাণ্ড বা পাতার ছোট টুকরো ব্যবহার করে কলাকর্ষণে সাফল্য পাওয়া যায়।

9। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো- বিভাজন, কোরকোদ্‌গম, পুনুরুৎপাদন, গ্রাফটিং।
উত্তর-গ্রাফটিং, কারণ বাকীগুলি প্রাকৃতিক অঙ্গজ জনন। কিন্তু গ্রাফটিং কৃত্রিম অঙ্গজ জনন।

10। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো- আলু, পেঁয়াজ, ওল, পাথরকুচি
উত্তর-পাথরকুচি, কারণ আলু, পেঁয়াজ, ওল তিনটিই কান্ডজ মুকুল থেকে উৎপন্ন হয়। আর পাথরকুচি পত্রজ মুকুল থেকে উৎপন্ন হয়।


জনন অধ্যায়ের প্রশ্ন – উত্তর আলোচনা দেখে নাও এই ভিডিও থেকে↓


সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1। একজন হটি কালচারিস্ট হিসাবে বাগান তৈরি করতে গিয়ে কোন কোন বংশবিস্তার প্রক্রিয়ার সাহায্য নেবে তা মূল্যায়ন কর।
উত্তর- একজন হটি কালচারিস্ট হিসাবে বাগান তৈরি করতে যে যে পদ্ধতিতে উদ্ভিদর বংশবিস্তার করা যাবে সেগুলি হল –
ক) শাখা কলম বা কাটিং – এটি হল একপ্রকার কৃত্রিম অঙ্গজ জনন প্রক্রিয়া, এক্ষেত্রে যে উদ্ভিদের বংশবিস্তার ঘটানো হবে সেই উদ্ভিদের মূল, কান্ড বা পাতা থেকে কিছু অংশ কেটে নিয়ে সেই অংশে অস্থানিক মূল গঠনে সহায়ক হরমোন (যেমন- IBA , NAA প্রভৃতি) প্রয়োগ করে সেটিকে ভিজে নরম মাটিতে পুঁতে দিলে, কিছুদিনের মধ্যে ঐ কাটা অংশ থেকে মূল, কাণ্ড ও শাখা-প্রশাখাসহ নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার ঘটানো যায়।
খ) জোড় কলম বা গ্রাফটিং – এই পদ্ধতিতে একই জাতীয় দুটি ভিন্ন উদ্ভিদকে বেছে নিয়ে তাদের জোড়া লাগানো হয়। একটি উদ্ভিদের কাণ্ড বা মুকুল নেওয়া হয়, যাকে সিয়ন বলে ও অপর একটি মূলসহ কাণ্ডযুক্ত উদ্ভিদ নেওয়া হয়, যাকে স্টক বলে। উভয় উদ্ভিদের যে অংশে জোড়া লাগানো হয় সেই অংশে ক্যাম্বিয়াম পর্যন্ত চেঁছে দিয়ে তাদের শক্ত করে দড়ি দিয়ে বেঁধে কিছু দিন রেখে দিলে ডাল দুটি যুক্ত হয়ে যৌগিক প্রকৃতির নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

wbporashona-madhyamik-chapter-test-2025


2। গ্র্যাফটিং–এর ক্ষেত্রে স্টক ও সিয়নের গুরুত্ব কি?
উত্তর- গ্র্যাফটিং অর্থাৎ জোড়কলম করে আমরা ভালো ও উন্নতমান সম্পন্ন গাছ, যেমন- আম, পেয়ারা ইত্যাদি গাছকে উৎপন্ন করি। সেক্ষেত্রে স্টক অর্থাৎ মূল সমেত কাণ্ডের কিছুটা অংশ নেওয়া হয়, সেটি অত উন্নতমানের না হলেও চলে কিন্তু কাণ্ডের শাখা-প্রশাখা যুক্ত অংশ সিয়ন হিসাবে নেওয়া হয়, সেটি উন্নতমানের হতে হবে অবশ্যই। স্টকের সাথে সিয়নের ক্যাম্বিয়াম পর্যন্ত চেঁছে জোড় বেঁধে দেওয়া হয়। ক্যাম্বিয়ামের কোশবিভাজনের ফলে উভয়ই ধীরে ধীরে একটি গাছে পরিণত হয়। সিয়ন অংশে শাখা প্রশাখার বিস্তার হবে এবং ফল ধরবে। স্টক অংশটির কাজ হল গাছকে মাটির সঙ্গে ধরে রাখবে এবং গাছের বাকি অংশকে ধরে রাখা। জোড়কলমের উদ্দেশ্য হল উন্নতমানের ফল ধারণকারী উদ্ভিদকে সৃষ্টি করা, তাই সিয়ন অংশটি উন্নতমানের হতে হবে না হলে আমাদের উদ্দেশ্য ব্যাহত হয়।

3। কলা কোশ (টিস্যু কালচার) পদ্ধতির দুটি সুবিধা লেখ।
উত্তর- কলা কোশ (টিস্যু কালচার) পদ্ধতির দুটি সুবিধা-
ক) এই পদ্ধতিতে বছরের যেকোনো সময় পছন্দ মাফিক ভ্যারাইটির অসংখ্য অপত্য উদ্ভিদ অতি অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়।
খ) এই পদ্ধতিতে ভাইরাস মুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব।


chapter-test-Life-science-2025


4। কৃষিকাজে এবং উদ্ভিদবিদ্যায় অঙ্গজ জনন বেশি সুবিধাজনক কেন?
উত্তর- অঙ্গজ জননে উৎপন্ন উদ্ভিদ, মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন হয় সুতরাং কৃষি বিদ্যার ক্ষেত্রে আমরা যে সকল উদ্ভিদ থেকে উন্নত গুণমানের ফসল পাচ্ছি, আমরা সেই উদ্ভিদের অঙ্গজ জনন প্রক্রিয়ার মাধ্যমে তাদের বংশবৃদ্ধি করি, তাহলে একইগুণের উন্নত মানের ফসল পাবো। সুতরাং, কৃষিকাজে এবং উদ্ভিদবিদ্যায় অঙ্গজ জনন বেশি সুবিধাজনক।

5। গেমা কি? কোন জীবে দেখা যায়?
উত্তর- গেমা হল স্পিকিউল যুক্ত বা স্পিকিউল বিহীন স্বচ্ছপর্দা দ্বারা বেষ্টিত বাড বা কোরকের মত গঠন বিশিষ্ট এক প্রকার অযৌন জননের একক, যা দেহের অভ্যন্তরে গঠিত হয়। প্রতিটি গেমায় মাইক্রোপাইল নামক ছিদ্র থাকে ও গেমার পর্দার অভ্যন্তরে আর্কিওসাইট নামক বিশেষ কিছু টোটিপোটেন্ট কোশ থাকে। জনিতৃ দেহ থেকে গেমা বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র ভাবে বেঁচে থাকে। অনুকূল পরিবেশে গেমার অভ্যন্তরে থাকা আর্কিওসাইট কোশগুলি মাইক্রোপাইলের মাধ্যমে বাইরে এসে অপত্য গঠন করে।
স্পঞ্জ জাতীয় প্রাণীর দেহে গেমা বা গেমিউল গঠিত হয়।

দীর্ঘভিত্তিক প্রশ্নউত্তর (LA)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ৫]

1। কোরকদগম পদ্ধতিতে বংশবিস্তারকারী একটি উদ্ভিদ ও প্রাণীর নাম লেখ। জীবের জননের প্রয়োজনীয়তা কি?
উত্তর- কোরকদগম পদ্ধতিতে বংশবিস্তারকারী একটি উদ্ভিদ হল – ঈস্ট
কোরকদগম পদ্ধতিতে বংশবিস্তারকারী একটি প্রাণী হল – হাইড্রা
জীবের জননের প্রয়োজনীয়তা –
ক) অস্তিত্ব রক্ষা – জনন পদ্ধতির মাধ্যমেই জীবজগতে সমস্ত জীব বংশবিস্তার করে এবং নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে।
খ) বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা – মৃত্যুর ফলে জীবের সংখ্যা কমে এবং জননের ফলে জীবের সংখ্যা বাড়ে। কোনো প্রজাতিতে যদি জীবেদের কেবল মৃত্যুই হয় তবে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। তাই বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় জননের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ) ধারাবাহিকতা বজায় রাখা – জননের ফলে উৎপন্ন অপত্য জীব জনিতৃ জীবের বৈশিষ্ট্য বহন করে ফলে বংশের ধারাবাহিকতা বজায় থাকে।

আরো পড়ো→ কোশবিভাজন ও কোশচক্র অধ্যায়ের প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel