উদ্ভিদের চলন – প্রশ্ন উত্তর | অতি সংক্ষিপ্ত প্রশ্ন

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
udvider-cholon-VSAQ
শ্রেণি – দশম | বিভাগ – জীবনবিজ্ঞান | অধ্যায় – উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান (Chapter 1)

এই পর্বে রইল দশম শ্রেণির জীবনবিজ্ঞান বিভাগের প্রথম উপঅধ্যায় – উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান বা উদ্ভিদের চলন থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) এবং সেগুলির উত্তর।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

১। জগদীশচন্দ্র বসু কোন যন্ত্র আবিষ্কারের মাধ্যমে দেখান যে উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয়?
উত্তর – জগদীশচন্দ্র বসু তাঁর ক্রেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে দেখান যে উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয়।

২। স্বতঃস্ফূর্ত চলন কাকে বলে?
উত্তর – যে চলন উদ্দীপকের নিয়ন্ত্রন ছাড়া ঘটে কোশের নিজস্ব বৈশিষ্ট্য দ্বারা (Inherent properties) নিয়ন্ত্রিত হয়। তাকে স্বতঃস্ফূর্ত চলন বলে। উদাহরণ উদ্ভিদের বৃদ্ধিজ চলন, পরিণত বনচাঁড়াল উদ্ভিদের প্রকরণ চলন।

৩। আবিষ্ট চলন কাকে বলে?
উত্তর – যখন উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের সামগ্রিকচলন বা বক্র-চলন ঘটে তখন তাকে আবিষ্ট চলন বলে। যেমন যেকোন ধরণের ট্রপিক চলন।

৪। বক্র সঞ্চালন কাকে বলে?
উত্তর – উদ্ভিদ যখন এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের উপস্থিতিতে অঙ্গ সঞ্চালন করে তাকে বলা হয় বক্র চলন বলে।

৫। উদ্ভিদের কোন চলন অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উত্তর – উদ্ভিদের ফোটোট্রপিক চলন এবং জিও ট্রপিকউদ্ভিদ হরমোন অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


৬। অঙ্কুরোদগমের সময় ভ্রূণমূলের চলন কে কি বলে?
উত্তর – অঙ্কুরোদগমের সময় ভ্রূণমূলের চলনকে অনুকূলবর্তী জিওট্রপিজম বলে।

৭। কোন উদ্ভিদে প্রবাহ গতি বা রোটেশন দেখা যায়?
পাতাশ্যাওলা পাতাশ্যাওলা পাতার কোশে প্রবাহ গতি বা রোটেশন দেখা যায়।

৮। কোন উদ্ভিদে আবর্ত গতি বা সার্কুলেশন দেখা যায়?
উত্তর – কুমড়ো গাছে আবর্ত গতি বা সার্কুলেশন দেখা যায়।

৯। কোন কোন উদ্ভিদে গমন দেখা যায়?
অনুরুপ প্রশ্ন – সামগ্রিক চলন করতে সক্ষম এমন দুটি শৈবালের নাম লেখ।
উত্তর – ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদি উদ্ভিদে ফ্লাজেলা সঞ্চালনা স্থান পরিবর্তন ঘটে।


দশম শ্রেণি থেকে → দ্বিঘাত সমীকরণ – সংক্ষিপ্ত গাণিতিক সমস্যার সমাধান

১০। ‘টিউলিপ ফুল বেশি তাপমাত্রায় ফোটে, আবার কম তাপমাত্রায় বুজে যায়’ এটি কি ধরণের চলন?
উত্তর – ‘টিউলিপ ফুল বেশি তাপমাত্রায় ফোটে, আবার কম তাপমাত্রায় বুজে যায়’ এই চলনটি হল থার্মোন্যাস্টি।

১১। ট্রপিক ও ন্যাস্টিক চলনের একটি পার্থক্য লেখ।
উত্তর – ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ অনুসারে নির্ধারিত হয়।
ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে নির্ধারিত হয়।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

madhymik-mock-test


১৩। ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে যাওয়াকে কোন ধরণের চলন বলে?
ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে যাওয়াকে কেমোট্যাক্টিক চলন বলে।

১৪। সিসমোন্যাস্টি চলনের অপর নাম কি?
সিসমোন্যাস্টি চলনের অপর নাম থিগমোন্যাস্ট

১৫। উদ্ভিদের কান্ডে কি ধরণের ফটোট্রপিক চলন দেখা যায়?
উত্তর – উদ্ভিদের কান্ডে অনুকূলবর্তী চলন দেখা যায়।

আরো পড়ো → জ্ঞানচক্ষু গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook