পর্যায়-সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা প্রশ্ন উত্তর | Periodic Table Question Answer WBBSE

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
projaysaroni
শ্রেণি – দশম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – পর্যায় সারণী – Periodic Table | Porjay saroni (Chapter 8.1)

এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অষ্টম অধ্যায় – পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1. কোনো পর্যায়ের বামদিক থেকে ডানদিকে অগ্রসর হলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ
(A) কমে (B) বাড়ে ( C) একই থাকে (D) প্রথমে বাড়ে তারপর কমে

উত্তর- কোনো পর্যায়ের বামদিক থেকে ডানদিকে অগ্রসর হলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ(A) কমে।

2. আধুনিক পর্যায়-সারণির ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা-
(A) 2 (B) 8 ( C) 18 (D) 32

উত্তর- আধুনিক পর্যায়-সারণির ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা (D) 32।

3. মেন্ডেলিভের পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে রাখা যায়
(A) হ্যালোজেন বা ক্ষার ধাতুগুলির সাথে (B) চ্যালকোজেন বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির সাথে
( C) নিকটোজেন বা মুদ্রা ধাতুগুলির সাথে (D) নিকটোজেন বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির সাথে

উত্তর- মেন্ডেলিভের পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে (A) হ্যালোজেন বা ক্ষার ধাতুগুলির সাথে রাখা যায়।

4. কোনটির বিজারণ ধর্ম সর্বোচ্চ?
(A) K (B) Na ( C) Li (D) Cs

উত্তর-(D) Cs এর বিজারণ ধর্ম সর্বোচ্চ।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


5. কোন হ্যালোজেনটির তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে কম?
(A) F (B) Cl (C ) Br (D) I

উত্তর-(D) I বা আয়োডিনের তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে কম।

6. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি হল
(A) O (B) Cl (C ) F (D) Ne

উত্তর- সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি হল ( C) F বা ফ্লোরিন।

7. কোনটির মৌলের পর্যায়গত ধর্ম নয়?
(A) জারণ ধর্ম (B) বিজারণ ধর্ম ( C) তেজস্ক্রিয়তা (D) পারমাণবিক ব্যাসার্ধ

উত্তর-( C) তেজস্ক্রিয়তা মৌলের পর্যায়গত ধর্ম নয়।

8. নীচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক?
(A) K (B) H ( C) Li (D) Na

উত্তর-(A) K বা পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক।

9. এদের মধ্যে কোনটি নোবেল গ্যাস?
(A) Ne (B) O2 ( C) N2 (D) F2

উত্তর-(A) Ne হল নোবেল গ্যাস।

10. কোন বিজ্ঞানীকে ‘পর্যায়-সূত্রের জনক’ বলা হয়?
(A) ডোবেরাইনার (B) নিউল্যান্ডস (C ) অ্যাভোগাড্রো (D) মেন্ডেলিভ

উত্তর-(D) বিজ্ঞানী মেন্ডেলিভকে পর্যায়-সূত্রের জনক’ বলা হয়।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

wbporashona-madhyamik-chapter-test-2025


শূন্যস্থান পূরণ করো।

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1. Al –এর পারমাণবিক ব্যাসার্ধ Si অপেক্ষা ____।
উত্তরঃ Al –এর পারমাণবিক ব্যাসার্ধ Si অপেক্ষা বেশী।

2. ‘চ্যালকোজেন’ শব্দের অর্থ ____।
উত্তরঃ চ্যালকোজেন’ শব্দের অর্থ আকরিক উৎপাদক।

আরো পড়ো → উদ্ভিদ হরমোন প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1. দীর্ঘ পর্যায়-সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো।
উত্তর: দীর্ঘ পর্যায়-সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম হিলিয়াম(He)।

2. জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম লেখো।
উত্তর – জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম হল সোডিয়াম।

3. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
উত্তর – সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস He।

4. দ্বিতীয় পর্যায়ের তীব্রতম জারক পদার্থটির নাম কী?
উত্তর: দ্বিতীয় পর্যায়ের তীব্রতম জারক পদার্থটির নাম ফ্লোরিন।

5. ‘দুষ্ট মৌল’ (rogue element) কাকে বলে?
উত্তর: হাইড্রোজেন মৌলটিকে ‘দুষ্ট মৌল’ বলে।

6. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম কি?
উত্তর: তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম হল রেডন (Rn)।

7. সাধারণ উষ্ণতায় তরল একটি অধাতব মৌলের নাম লেখো।
উত্তর: সাধারণ উষ্ণতায় তরল একটি অধাতব মৌলের নাম হল ব্রোমিন।

8. একটি হ্যালোজেন মৌলের নাম লেখো।
উত্তর: একটি হ্যালোজেন মৌলের নাম হল ক্লোরিন।

9. পর্যায়-সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিস্ক্রিয় মৌলটি কি?
উত্তর: পর্যায়-সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিস্ক্রিয় মৌলটি নিয়ন (Ne)।

10. মেন্ডেলিফের পর্যায় -সারণিতে কটি পর্যায় ও কয়টি শ্রেণি আছে?
উত্তর: মেন্ডেলিফের পর্যায়-সারণিতে সাতটি পর্যায় ও আটটি শ্রেণি আছে।

wbporashona-physical-science-ebook

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1. পর্যায়-সারণির অসমাপ্ত পর্যায় কোনটি? একে এরূপ বলে কেন?
উত্তর: পর্যায়-সারণির সপ্তম পর্যায়টি হল অসমাপ্ত পর্যায়। এই পর্যায়ে ভবিষ্যতে আরও মৌল সংযোজিত হতে পারে, এই ভেবে অনাবিষ্কৃত মৌলগুলির জন্য স্থান ফাঁকা রাখা হয়েছে। সেই জন্য পর্যায়ের সমস্ত স্থানগুলি মৌল দ্বারা পূরণ করা যায়নি। তাই এই পর্যায়টিকে অসমাপ্ত পর্যায় বলে।

2. হাইড্রোজেনকে ‘দুষ্টু মৌল’ (rogue element) কেন বলা হয়?
উত্তর- পর্যায় সারণীতে হাইড্রোজেনের সাথে ক্ষারধাতু এবং হ্যালোজেন মৌল উভয়ের সাথে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন হাইড্রোজেন ক্ষারধাতুর মতো যোজ্যতা কক্ষের 1টি ইলেকট্রন বর্জন করে তড়িৎধনাত্মক H+ আয়ন উৎপন্ন করে আবার হাইড্রোজেন ক্ষারধাতুর মতো আচরণ করলেও হাইড্রোজেন একটি অধাতু।
অপরদিকে, হাইড্রোজেন হ্যালোজেন মৌল ফ্লোরিনের মতো গ্যাসীয় এবং দ্বিপারমাণবিক। হ্যালোজেন মৌলগুলি তীব্র জারক কিন্তু হাইড্রোজেন তীব্র বিজারক অধাতু। এইরুপ বিতর্কিত অবস্থানের জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌল বা Rogue element বলে অভিহিত করেন।


wbporashona-whatsapp-channel


3. দীর্ঘ পর্যায়-সারণির কয়েকটি ত্রুটি উল্লেখ করো।
উত্তর: দীর্ঘ পর্যায় সারণি মেন্ডেলিভের পর্যায়-সারণির অসঙ্গতিগুলি দূর করতে সক্ষম হলেও এই পর্যায়-সারণিতে কিছু ত্রুটি বর্তমান। সেগুলি হল – i) মেন্ডেলিভের পর্যায়-সারণির মতোই দীর্ঘ পর্যায়-সারণিতে হাইড্রোজেনের অবস্থান এখনও সুনির্দিষ্ট করা যায়নি। তাই এই মৌলটিকে সঠিকভাবে কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায়নি। ii) ইলেকট্রন-বিন্যাসের ভিত্তিতে হিলিয়াম মৌলটির অবস্থান ২ নং শ্রেণীতে না হয়ে মৌলটিকে ১৮ নং শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে, নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে ধর্মের সাদৃশ্যের জন্য। iii) এই পর্যায়-সারণিতে একই মৌলের সমস্ত আইসোটোপগুলিকে একই স্থানে অর্থাৎ, একই পর্যায় ও একই গ্রূপে রাখা হয়েছে। iv) এই পর্যায় সারণিতে ল্যানথানাইড এবং আক্টিনাইড সারির প্রত্যেকটি মৌলকে পৃথক ভাবে উপযুক্ত স্থানে বসানো সম্ভব হয়নি। মেন্ডেলিভের পর্যায় সারণিতে এই মৌলগুলিকে মূল সারণির নিচে পৃথকভাবে অনুভূমিক সারিতে স্থান দেওয়া হয়েছে, দীর্ঘ পর্যায়-সারণিতেও এই মৌলগুলিকে পৃথকভাবে মূল সারণির নিচে অনুভূমিক সারিতে স্থান দেওয়া হয়েছে।

chapter-test-physical-science-2025

4. A, B, C ও D মৌল চারটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 9, 11, 17; সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
উত্তর: A মৌলটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3 অতএব, A মৌলটির ইলেকট্রন বিন্যাস- 2, 1; B মৌলটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9, অতএব B মৌলটির ইলেকট্রন বিন্যাস- 2, 7; C মৌলটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, অতএব C মৌলটির ইলেকট্রন বিন্যাস- 2, 8, 1; D মৌলটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, অতএব D মৌলটির ইলেকট্রন বিন্যাস- 2, 8, 7। A ও C মৌলের শেষ কক্ষে 1টি করে ইলেকট্রন উপস্থিত, তাই এই দুটি মৌলের ইলেকট্রন ত্যাগ করে তড়িৎ ধনাত্মক হওয়ার প্রবণতা বেশি। যেহেতু A মৌলটির ইলেকট্রন কক্ষের সংখ্যা 2টি এবং C মৌলটির ইলেকট্রন কক্ষের সংখ্যা 3টি, তাই C এর তুলনায় A এর ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি। সুতরাং সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল হল A মৌলটি। আবার, B ও D মৌলের শেষ কক্ষে 1টি করে ইলেকট্রন উপস্থিত, তাই এই দুটি মৌলের ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ ঋণাত্মক হওয়ার প্রবণতা বেশি। যেহেতু B মৌলটির ইলেকট্রন কক্ষের সংখ্যা 2টি এবং D মৌলটির ইলেকট্রন কক্ষের সংখ্যা 3টি, তাই D এর তুলনায় B এর ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। সুতরাং সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল হল B মৌলটি।

5. হ্যালোজেন মৌলগুলিকে প্রদত্ত ধর্মগুলির বিচারে ক্রমানুসারে সাজাও: পরমাণু আকার এবং জারণ ক্ষমতা।
উত্তর: পরমাণুর আকার বৃদ্ধির ক্রম – F<Cl<Br<ICl>Br>I>At
জারণ ক্ষমতা হ্রাসের ক্রম – F>Cl>Br>I>At

আরো পড়ো → অনুপাত ও সমানুপাত অধ্যায়ের কিছু গাণিতিক প্রশ্নের সমাধান

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel