শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় – অদ্ভুত আতিথেয়তা (Advut atitheota)
অষ্টম শ্রেণির বাংলা বিভাগ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তাথেকে প্রশ্ন উত্তর আলোচনা।
সঠিক উত্তর নির্বাচন করো (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
১। ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পটি কে রচনা করেন? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রামমোহন রায় (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর- ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পটি রচনা করেন (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২। একদা আরবদের সঙ্গে কাদের সংঘর্ষ হয়েছিল? (ক) অসুরদের (খ) মুরদের (গ) ভারতীয়দের (ঘ) সুরদের
উত্তর- একদা আরবদের সঙ্গে (খ) মুরদের সংঘর্ষ হয়েছিল।
৩। ‘মুর’ কারা? (ক) পশ্চিম ইউরোপের জাতি (খ) দক্ষিণ আমেরিকার জাতি (গ) উত্তর আফ্রিকার এক কৃষ্ণবর্ণ জাতি
উত্তর- ‘মুর’ হল (গ) উত্তর আফ্রিকার এক কৃষ্ণবর্ণ জাতি।
৪। কার দিক্ভ্রম হয়েছিল? (ক) মুর সেনাপতির (খ) আরব সেনাপতির (গ) ভারতীয় সেনাপতির (ঘ) গ্রিক সেনাপতির
উত্তর- (ক) মুর সেনাপতির দিক্ভ্রম হয়েছিল।
৫। মুর সেনাপতি কীসের প্রার্থনা করেছিল? (ক) জল (খ) খাদ্যদ্রব্য (গ) আশ্রয় (ঘ) বাসস্থান
উত্তর- মুর সেনাপতি (গ) আশ্রয়ের প্রার্থনা করেছিল।
৬। ‘_________ বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে।’ – (ক) যুদ্ধবিগ্রহ (খ) দয়াপ্রদর্শন (গ) বৈরসাধন (ঘ) আতিথেয়তা
উত্তর – (ঘ) আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে।
৭। মুর ও আরব জাতির মধ্যে প্রকৃত সম্পর্ক কি ছিল? (ক) মিত্রতার (খ) শত্রুতার (গ) আত্মীয়তার (ঘ) কোনোটিই নয়
উত্তর- মুর ও আরব জাতির মধ্যে (খ) শত্রুতার সম্পর্ক ছিল ।
৮। আরব জাতি কার অনিষ্ট করে না? (ক) শত্রুর (খ) মিত্রর (গ) অতিথির (ঘ) বিজাতির
উত্তর- আরব জাতি (গ) অতিথির অনিষ্ট করে না।
৯। মুর সেনাপতি কাকে হত্যার নির্দেশ দিয়েছিল? (ক) আরব সেনাকে (খ) আরব সেনাপতির পিতাকে (গ) আরব সেনাপতির ভ্রাতাকে (ঘ) আরব সেনাপতিকে
উত্তর- মুর সেনাপতি (খ) আরব সেনাপতির পিতাকে হত্যার নির্দেশ দিয়েছিল।
১০। কোথায় উভয় সেনাপতির কথোপকথন হচ্ছিল? (ক) যুদ্ধক্ষেত্রে (খ) ময়দানে (গ) মুর শিবিরে (ঘ) আরব শিবিরে
উত্তর- (ঘ) আরব শিবিরে উভয় সেনাপতির কথোপকথন হচ্ছিল।
আরো পড়ো → বনভোজনের ব্যাপার – প্রশ্ন উত্তর আলোচনা
১১। ‘মুরসেনাপতি, আহার করিয়া, ________ শয়ন করিলেন।’ শূন্যস্থানে কোন্ শব্দ বসবে? – (ক) সন্দিহানচিত্তে (খ) বিমর্ষ চিত্তে (গ) মুগ্ধ চিত্তে (ঘ) সানন্দে
উত্তর – মুরসেনাপতি, আহার করিয়া, (ক) সন্দিহানচিত্তে শয়ন করিলেন।
১২। ‘আপনি সত্বর প্রস্থান করুন।’ – একথা বলেছেন – (ক) আরবরাজ (খ) আরবসেনাপতি (গ) মুরবাজ (ঘ) মুরসেনাপতি
উত্তর – ‘আপনি সত্বর প্রস্থান করুন।’ – একথা বলেছেন – (খ) আরবসেনাপতি।
১৩। আরব সেনাপতি মুর সেনাপতিকে কি দিয়েছিলেন? (ক) অশ্ব (খ) হস্তী (গ) অস্ত্র (ঘ) বর্ম
উত্তর- আরব সেনাপতি মুর সেনাপতিকে (ক) অশ্ব দিয়েছিলেন।
১৪। আরবসেনাপতি মুরসেনাপতিকে অশ্ব দিয়েছিলেন, সেটি তার নিজের অশ্বের তুলনায় – (ক) দূর্বল ছিল (খ) হীন ছিল (গ) বেশি দ্রুতগামী ছিল (ঘ) বেশি তরুণ ছিল
উত্তর – আরবসেনাপতি মুরসেনাপতিকে অশ্ব দিয়েছিলেন, সেটি তার নিজের অশ্বের তুলনায় (গ) বেশি দ্রুতগামী ছিল।
১৫। মুর সেনাপতি অশ্বে গমন করার পর আরব সেনাপতি কি করেছিলেন ? (ক) শিবিরে প্রবেশ করেন (খ) মুর সেনাপতিকে আক্রমণ করেন (গ) সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেন
উত্তর- মুর সেনাপতি অশ্বে গমন করার পর আরব সেনাপতি (গ) সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেছিলেন।
আরো পড়ো → বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর আলোচনা
অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
১| অদ্ভুত আতিথেয়তা’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর- ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পটি অ্যাখানমঞ্জরী গ্রন্থ থেকে সংকলিত।
২। ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে কাদের বৈরতার কথা রয়েছে?
উত্তর- ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে আরব জাতি ও মুর জাতির বৈরতার কথা রয়েছে।
৩। আলোচ্য কাহিনীতে কে, কার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন?
উত্তর- আলোচ্য কাহিনিতে মুর সেনাপতি আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন।
৪। ‘ক্লান্ত ও হতবীর্য হইয়াছে’ – কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে?
উত্তর- মুর সেনাপতির ঘোড়াটি সম্পর্কে কথাটি বলা হয়েছে।
৫। কার নির্দেশে আরব সেনাপতির পিতাকে হত্যা করা হয়েছে?
উত্তর- মুর সেনাপতির নির্দেশে আরব সেনাপতির পিতাকে হত্যা করা হয়েছিল।
৬| মুর সেনাপতি আরব সেনাপতির কাছে আশ্রয় চাইলে আরব সেনাপতি কী করলেন?
উত্তর – আরব সেনাপতি তৎক্ষণাৎ আশ্রয় প্রধান করলেন এবং মুর সেনাপতির জন্য খাবারের ব্যবস্থা করলেন।
৭। ‘আমাদের জাতীয় ধর্ম এই’ – আরবদের জাতীয় ধর্ম কী?
উত্তর – আরবদের জাতীয় ধর্ম হল – ‘প্রাণান্ত ও সর্বস্বান্ত হলেও, অতিথির অনিষ্টচিন্তা না করা’।
৮। প্রাতঃকালে দ্বারদেশে উপস্থিত হয়ে মুর সেনাপতি কী দেখলেন?
উত্তর – মুর সেনাপতি দেখলনে যে আরব সেনাপতি একটি সুসজ্জিত ঘোড়া নিয়ে অপেক্ষা করছিলেন।
আরো পড়ো → ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।