জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর |Physiological Process of Life Question Answer | Class 9 Life Science WBBSE

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
joibonik-prokriya-question-answer
শ্রেণি – নবম | বিভাগ – জীবন বিজ্ঞান | তৃতীয় অধ্যায় – জৈবনিক প্রক্রিয়া [Joibonik Prokriya]

নবম শ্রেণির জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্ন মান 1]

1। সালোক্সংশ্লেষে সব থেকে কোন বর্ণালি বেশি শোষিত হয়?
ক) সবুজ খ) হলদে গ) কমলা ঘ) লাল

উত্তর – সালোক্সংশ্লেষে সব থেকে ঘ) লাল বর্ণালি বেশি শোষিত হয়।

2। ফোটোলাইসিস প্রক্রিয়া কোনটি ঘটে?
ক) সূর্যালোক 7 টি বর্ণে ভেঙে যায় খ) ক্লোরোফিল সক্রিয় হয় গ) শোষিত জল H+ ও OH- এ ভেঙে যায় ঘ) ক্লোরোফিল সক্রিয় হয় ও জল H+ ও OH- এ ভেঙে যায়

উত্তর – ফোটোলাইসিস প্রক্রিয়া ঘ) ক্লোরোফিল সক্রিয় হয় ও জল H+ ও OH- এ ভেঙে যায়।

3। ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলের অভাবে – ক) বোরন খ) জিংক গ) ম্যাঙ্গানিজ ঘ) মলিবডেনাম
উত্তর – ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলের অভাবে – ঘ) মলিবডেনাম

4। বাহক প্রোটন পাম্পের প্রয়োজন – ক) ব্যাপনে খ) অভিস্রবণে গ) সক্রিয় পরিবহনে ঘ) বাষ্পমচনে
উত্তর – গ) সক্রিয় পরিবহনে বাহক প্রোটন পাম্পের প্রয়োজন।

5। নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় – ক) শিঙি মাছ খ) মাগুর মাছ গ) কই মাছ ঘ) রুই মাছ
উত্তর – নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় ক) শিঙি মাছ-এ।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

6। ফুসফুসের যে রোগে স্থিতিস্থাপকতা/শ্বসন তল হ্রাস পায়, তা হল –
ক) ক্যানসার খ) ব্রংকাইটিস গ) এমফাইসেমা ঘ) কোনোটিই নয়

উত্তর – ফুসফুসের যে রোগে স্থিতিস্থাপকতা/শ্বসন তল হ্রাস পায়, তা হল গ) এমফাইসেমা।

7। ইথার অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়?
ক) সবাত শ্বসনে খ) অবাত শ্বসনে গ) ল্যাকটিক অ্যাসিড সন্ধানে ঘ) কোহল সন্ধানে

উত্তর – ইথার অ্যালকোহল সৃষ্টি হয় ঘ) কোহল সন্ধানে।

8। কেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপন্ন ATP অণুর সংখ্যা হল – ক) 30 খ) 2 গ) 38 ঘ) 24
উত্তর – কেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপন্ন ATP অণুর সংখ্যা হল গ) 38

9। মিথোজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণী হল- ক) উকুন খ) ইউগ্লিনা গ) কৃমি ঘ) রেমোরা মাছ
উত্তর – মিথোজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণী হল ঘ) রেমোরা মাছ।

10। মানুষের ছেদক দাঁতের মোট সংখ্যা – ক) 2 টি খ) 4 টি গ) 6 টি ঘ) 8 টি
উত্তর – মানুষের ছেদক দাঁতের মোট সংখ্যা ঘ) 8 টি


আরো পড়ো → জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন উত্তর

11। কোন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে – ক) পেপসিন খ) ট্রিপসিন গ) কাইমোট্রিপসিন ঘ) ইরেপসিন
উত্তর – গ) কাইমোট্রিপসিন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে।

12। শর্করা ও ফ্যাট বিপাকের কোনটি উৎপন্ন হয়?
ক) ইউরিক অ্যাসিড খ) অ্যামোনিয়া গ) কার্বন ডাই অক্সাইড (CO2) ঘ) ইউরিয়া

উত্তর – শর্করা ও ফ্যাট বিপাকের গ) কার্বন ডাই অক্সাইড (CO2) উৎপন্ন হয়।

13। আরশোলার বর্ণহীন রক্তকে বলে – ক) হিমোলিম্ফ খ) পেরিলিম্ফ গ) এন্ডোলিম্ফ ঘ) হিমোসিল
উত্তর – আরশোলার বর্ণহীন রক্তকে ক) হিমোলিম্ফ বলে।

14। যে প্রকার WBC অ্যালার্জি প্রতিরোধ করে – ক) মনোসাইট খ) বেসোফিল গ) ইওসিনোফিল ঘ) নিউট্রোফিল
উত্তর – যে প্রকার WBC অ্যালার্জি প্রতিরোধ করে গ) ইওসিনোফিল।

15। প্রদত্ত কোনটি দানাবিহীন শ্বেত কনিকা?
ক) নিউট্রোফিল খ) ইওসিনোফিল গ) লিম্ফোসাইট ঘ) বেসোফিল

উত্তর – গ) লিম্ফোসাইট হল দানাবিহীন শ্বেত কনিকা।

16। বাইকাস পিড ভালভের অবস্থান হল – ক) বাম অলিন্দ ও মহাধমনির সংযোগস্থল খ) বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল গ) ডান অলিন্দ ও নিম্ন মহাশিরার সংযোগস্থল ঘ) ডান অলিন্দ ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল
উত্তর – বাইকাস পিড ভালভের অবস্থান হল খ) বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল।

17) মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন
ক) ACTH খ) ADH গ) GTH ঘ) STH

উত্তর – মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে খ) ADH

18) উদ্ভিদের একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হল
ক) গঁদ খ) রজন গ) কুইনাইন ঘ) তরুক্ষীর

উত্তর – উদ্ভিদের একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হল গ) কুইনাইন।

19। কোনটি বৃক্কের কাজ নয়?
ক) রক্তচাপ নিয়ন্ত্রন খ) বিষাক্ত উপাদানের রেচন গ) হোমিওস্ট্যাটিক বা দৈহিক স্থিতাবস্থা ঘ) জননে সহায়তা করা

উত্তর – ঘ) জননে সহায়তা করা বৃক্কের কাজ নয়।

20। বাওম্যান্স ক্যাপসুল গৃহীত তরলটি হল – ক) মূত্র খ) প্রোটিনবিহীন প্লাজমা গ) খনিজ লবণ যুক্ত জল ঘ) রক্ত
উত্তর – বাওম্যান্স ক্যাপসুল গৃহীত তরলটি হল খ) প্রোটিনবিহীন প্লাজমা।


আরো পড়ো → আকাশে সাতটি তারা কবিতার প্রশ্ন উত্তর আলোচনা

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

1। সালোকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কোন জল গ্রহণ করে?

উত্তর – সালোকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কৈশিক জল গ্রহণ করে।

2। কেলভিন চক্রের কোন শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে?
উত্তর – কেলভিন চক্রের রাইবিউলোজ বিসফসফেট (RuBP) শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে।

3। N2 এর অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে কি বলে?
উত্তর – N2 এর অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে।

4। কঠিন গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর – কঠিন গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হল ধোঁয়া, গাড়ি থেকে নির্গত ধোঁয়া।

5। বুক লাঙের দ্বারা শ্বাস কার্য চালায় এমন দুটি প্রাণীর নাম লেখো।
উত্তর – বুক লাঙের দ্বারা শ্বাস কার্য চালায় এমন দুটি প্রাণীর নাম হল মাকড়সা, বিছে।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

6। অ্যালভিওলাই কোথায় থাকে?
উত্তর – অ্যালভিওলাই ফুসফুসে থাকে।

7। জাইমেজের উৎস লেখো।
উত্তর – জাইমেজের উৎস হল ইস্ট।

8। ক্রেবস চক্র অ্যাসিটাইল কো-এ প্রথমে কোন যৌগের সঙ্গে ক্রিয়া করে?
উত্তর – ক্রেবস চক্র অ্যাসিটাইল কো-এ প্রথমে অক্সালো অ্যাসিটেট যৌগের সঙ্গে ক্রিয়া করে।

9। পতঙ্গভুক উদ্ভিদ কোন কারণে পতঙ্গদের আকৃষ্ট করে?
উত্তর – পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করার জন্য পতঙ্গদের আকৃষ্ট করে।

10। মানবদেহে কোন প্রকার পুষ্টি দেখা যায়?
উত্তর – মানবদেহে হলোজায়িক প্রকার পুষ্টি দেখা যায়।


আরো পড়ো → আবহবিকার প্রশ্ন উত্তর

11। টায়ালীন কোন খাদ্যের ওপর ক্রিয়া করে?
উত্তর – টায়ালীন শ্বেতসার খাদ্যের ওপর ক্রিয়া করে।

12। যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে কী বলে?
উত্তর – যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে আত্তীকরণ বলে।

13। হিমোসায়ানিন কোন প্রাণীতে দেখা যায়?
উত্তর – হিমোসায়ানিন কাঁকড়াতে দেখা যায়।

14। রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল ও ভিটামিনের নাম কি?
উত্তর – রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল হল ক্যালশিয়াম ও ভিটামিন হল ভিটামিন K.

15। SA নোডের স্পন্দন হার কত?
উত্তর – SA নোডের স্পন্দন হার 72/মিনিট।


আরো পড়ো → চিঠি প্রবন্ধের প্রশ্ন উত্তর আলোচনা

16। মানুষের শিরা মধ্যস্তরের অমসৃণ পেশির নাম কী?
উত্তর – মানুষের শিরা মধ্যস্তরের অমসৃণ পেশির নাম টিউনিকা মিডিয়া।

17। এমন একটি উপক্ষারের নাম লেখ, যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উত্তর – অ্যাট্রোপিন হল একটি উপক্ষার, যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়।

18। মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম কী?
উত্তর – মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম ডেট্রুসার পেশি।

19। নেফ্রনের কোন অংশে পুনঃশোষন ও ক্ষরণ হয়?
উত্তর – নেফ্রনের ডিস্টাল টিবিউলে পুনঃশোষন ও ক্ষরণ হয়।

20। কোন উপাদানের জন্য মূত্র বর্ণ হলুদাভ হয়?
উত্তর – ইউরোবিলিন বা ইউরোক্রোম উপাদানের জন্য মূত্র বর্ণ হলুদাভ হয়।

নবম শ্রেণি থেকে → নবম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel