ভারতের প্রশাসনিক বিভাগ – প্রশ্ন উত্তর | Bharater Proshashonik Bivag – Question Answer

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
bharater-proshasonik-bivag
শ্রেণি – দশম | বিভাগ – ভূগোল | অধ্যায় – ভারতের প্রাকৃতিক পরিবেশ | varoter prakritik poribesh (Chapter 5)

এই পর্বে রইল দশম শ্রেণির ভূগোল বিভাগের পঞ্চম অধ্যায় – ভারতের প্রাকৃতিক পরিবেশ – থেকে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ সংক্রান্ত সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম [পর্ষদ নমুনা]
(ক) সিকিম (খ) গোয়া (গ) ত্রিপুরা (ঘ) মিজোরাম

উত্তর- ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম (খ) গোয়া।

২। তিন বিঘা করিডোর আছে –
ক) পশ্চিমবঙ্গে খ) অসমে গ) বিহারে ঘ) ত্রিপুরায়

উত্তর- তিন বিঘা করিডোর আছে ক) পশ্চিমবঙ্গে।

৩। ভারতের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ –
ক) ৯°৪’ উত্তর খ) ৩৭°৬’ উত্তর গ) ৬°৪৫’ উত্তর ঘ) ২০° উত্তর

উত্তর- ভারতের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ গ) ৬°৪৫’ উত্তর।

৪। ভারত যে গোলার্ধের দেশ তা হল –
ক) উত্তর ও পশ্চিম গোলার্ধ খ) উত্তর ও পূর্ব গোলার্ধ গ) দক্ষিণ ও পূর্ব গোলার্ধ ঘ) দক্ষিণ ও পশ্চিম গোলার্ধ

উত্তর- ভারত যে গোলার্ধের দেশ তা হল খ) উত্তর ও পূর্ব গোলার্ধ।

৫। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়- [মাধ্যমিক ১৮]
(ক) মধ্যদেশ (খ) অন্ধ্রপ্রদেশ (গ) বিহার (ঘ) উত্তরপ্রদেশ

উত্তর- (খ) অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

WBP-to-the-point-banner-v1


৬। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল- [মাধ্যমিক ১৯]
(ক) ভাষা (খ) ধর্ম (গ) ভুপ্রকৃতি (ঘ) মৃত্তিকা

উত্তর- ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল (ক) ভাষা।

৭। ভারতের নবীনতম রাজ্যের রাজধানী হল –
ক) দেরাদুন খ) হায়দ্রাবাদ গ) জয়পুর ঘ) চন্ডীগড়

উত্তর- ভারতের নবীনতম রাজ্যের রাজধানী হল খ) হায়দ্রাবাদ।

৮। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল- [মাধ্যমিক ২০]
(ক) নিরক্ষরেখা (খ) মকরক্রান্তি রেখা (গ) মূল মধ্য রেখা (ঘ) কর্কটক্রান্তি রেখা

উত্তর- ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল (ঘ) কর্কটক্রান্তি রেখা।

৯। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল –
ক) সিকিম খ) ত্রিপুরা গ) গোয়া ঘ) মিজোরাম

উত্তর- ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল গ) গোয়া।

১০। ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হল –
ক) কন্যাকুমারী খ) কুমারিকা অন্তরীপ গ) ইন্দিরা পয়েন্ট ঘ) ইন্দিরা কল

উত্তর- ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হল গ) ইন্দিরা পয়েন্ট।


আরো পড়ো → প্রতিরোধ বিদ্রোহঃ বৈশিষ্ট্য পর্যালোচনা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর- আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম।

২। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি?
উত্তর- আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশ।

৩। বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কত?
উত্তর – বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা ২৮।

৪। ভারতের পশ্চিমতম স্থানের নাম কি?
উত্তর- ভারতের পশ্চিমতম স্থানের নাম কিবিথু।

৫। ঝাড়খন্ডের রাজধানীর নাম কি?
উত্তর- ঝাড়খন্ডের রাজধানীর নাম

wb porashona to the point geography

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২]

১। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ ও সর্বাপেক্ষা ছোটো প্রতিবেশী দেশ দুটির নাম লেখো।
উত্তর- ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ চীন ও সর্বাপেক্ষা ছোটো প্রতিবেশী দেশ ভূটান।

২। কোন্‌ দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড ও ছত্তিশগড় রাজ্য দুটির সৃষ্টি হয়েছে?
উত্তর- উত্তরাখণ্ড গঠিত হয়েছে উত্তরপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এবং ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে মধ্যপ্রদেশ বিচ্ছিন্ন হয়ে।

৩। ভারতের চারটি কেন্দ্র – শাসিত অঞ্চলের নাম লেখো।
উত্তর- ভারতের চারটি কেন্দ্র – শাসিত অঞ্চল i) দিল্লী ii) পুদুচেরী iii) লাক্ষাদ্বীপ iv) চণ্ডীগড়

৪। ম্যাকমোহন লাইন ও র‍্যাড ক্লিফ লাইন কী?
উত্তর- ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখা হল ম্যাকমোহন লাইন, এবং ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা হল র‍্যাডক্লিফ লাইন।


আরো পড়ো → গমন অধ্যায়ের প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook