বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর | Briddhi o bikash Question Answer | Class 10

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
briddhi-bikash
শ্রেণি – দশম | বিভাগ – জীবনবিজ্ঞান | অধ্যায় – বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর | Briddhi o bikash (Chapter 9)

এই পর্বে রইল দশম শ্রেণির জীবন বিজ্ঞান বিভাগের নবম অধ্যায় – বৃদ্ধি ও বিকাশ থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। বৃদ্ধির শেষ দশাটি হল –
ক) কোশীয় আকার বৃদ্ধিকরণ দশা খ) কোশ বিভাজন দশা গ) কোশীয় বিভেদন দশা ঘ) বিলম্ব দশা

উত্তর- বৃদ্ধির শেষ দশাটি হল গ) কোশীয় বিভেদন দশা।

2। স্টেমকোশ থেকে বিভিন্ন প্রকার রক্ত কোশ উৎপাদন, বৃদ্ধির যে দশার অন্তর্ভুক্ত, তা হল –
ক) কোশ বিভাজন দশা খ) কোশ দীর্ঘিকরণ দশা গ) কোশীয় বিভেদন দশা ঘ) কোশের জরা দশা

উত্তর- স্টেমকোশ থেকে বিভিন্ন প্রকার রক্ত কোশ উৎপাদন, বৃদ্ধির যে দশার অন্তর্ভুক্ত, তা হল গ) কোশীয় বিভেদন দশা।

3। কোন্‌ সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলে?
ক) 3-11 বছর খ) 12-20 বছর গ) 20-30 বছর ঘ) 30-40 বছর

উত্তর- খ) 12-20 বছর সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলে।

4। নীচের কোন্‌ বয়ঃক্রমটি সঠিক?
ক) শৈশব – সদ্যোজাত – বয়ঃসন্ধি – পরিণত – বার্ধক্য
খ) বয়ঃসন্ধি – পরিণত – বার্ধক্য – শৈশব – সদ্যোজাত
গ) সদ্যোজাত – শৈশব – পরিণত – বয়ঃসন্ধি – বার্ধক্য
ঘ) সদ্যোজাত – শৈশব – বয়ঃসন্ধি – পরিণত –বার্ধক্য

উত্তর- সঠিক বয়ঃক্রমটি হল- ঘ) সদ্যোজাত – শৈশব – বয়ঃসন্ধি – পরিণত –বার্ধক্য।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


5। বৃদ্ধির ফলে জীবদেহের শুষ্ক ওজন –
ক) বাড়ে খ) কমে গ) বাড়তেও পারে আবার কমতেও পারে ঘ) একই থাকে

উত্তর- বৃদ্ধির ফলে জীবদেহের শুষ্ক ওজন ক) বাড়ে।

6। জিন হল বৃদ্ধির একটি _______ শর্ত।
ক) বাহ্যিক খ) আভ্যন্তরীণ গ) উভয়ই ঘ) কোনোটিই নয়

উত্তর- জিন হল বৃদ্ধির একটি খ) আভ্যন্তরীণ শর্ত।

7। সাধারণভাবে বৃদ্ধিকে কটি সুস্পষ্ট দশায় বিভক্ত করা যায়?
ক) 2টি খ) 3টি গ) 5টি ঘ) 6টি

উত্তর- সাধারণভাবে বৃদ্ধিকে গ) 5টি সুস্পষ্ট দশায় বিভক্ত করা যায়।


chapter-test-Life-science-2025


8। সাধারণত জীবনের দ্বিতীয় মাস থেকে কত বয়স পর্যন্ত সময়কালকে শৈশব বলে?
ক) 5 বছর খ) 10 বছর গ) 20 বছর ঘ) 15 বছর

উত্তর- সাধারণত জীবনের দ্বিতীয় মাস থেকে খ) 10 বছর বয়স পর্যন্ত সময়কালকে শৈশব বলে।

9। শিশুর চেষ্টীয় ক্রিয়াগুলি বিকশিত হয় –
ক) সদ্যোজাত দশায় খ) বয়ঃসন্ধি দশায় গ) পরিণত দশায় ঘ) শৈশব দশায়

উত্তর- শিশুর চেষ্টীয় ক্রিয়াগুলি বিকশিত হয় ঘ) শৈশব দশায়।

10। সাধারণত 60 বছরের ঊর্ধ্ব ব্যক্তিরা যে দশার অন্তর্ভুক্ত হন, সেটি হল –
ক) বয়ঃসন্ধি খ) পরিণত গ) বার্ধ্যক ঘ) সদ্যোজাত

উত্তর- সাধারণত 60 বছরের ঊর্ধ্ব ব্যক্তিরা বার্ধ্যক দশার অন্তর্ভুক্ত হন।



একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। বৃদ্ধির হার কাকে বলে?
উত্তর- কোনো নির্দিষ্ট সময়ে বৃদ্ধির মাত্রাকে বৃদ্ধির হার বলে।

2। মানব বিকাশের কোন সময়ে স্ত্রী এবং পুরুষের মধ্যে সবচেয়ে বেশি দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে?
উত্তর- মানব বিকাশের বয়ঃসন্ধি কালে স্ত্রী এবং পুরুষের মধ্যে সবচেয়ে বেশি দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে।

3। টডলার কারা?
উত্তর- টডলার(Toddler) কথাটি এসেছে ‘to toddle’ থেকে, যার অর্থ যারা ঠিকভাবে হাঁটতে পারে না। টডলার হল 1 বছর থেকে 3 বছরের শিশু।

4। মানব বিকাশের 19 থেকে 60 বছর বয়স পর্যন্ত সময়কালকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর- মানব বিকাশের 19 থেকে 60 বছর বয়স পর্যন্ত সময়কালকে ‘পরিণত দশা’ নামে অভিহিত করা হয়।

5। মোটর ক্রিয়া হ্রাস পায় কোন বৃদ্ধি দশায়?
উত্তর- মোটর ক্রিয়া হ্রাস পায় বার্ধক্য দশায়।


আরো পড়ো → ভারতের মৃত্তিকা প্রশ্ন উত্তর

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1। বিকাশ বা পরিস্ফুটন কি?
উত্তর- যে ধীর কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ায় সঠিক পুষ্টির সাথে সাথে মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গ ও গ্রন্থির সক্রিয়তার ফলে শিশুর দেহ ও মনের প্রগতিশীল পরিবর্তন ঘটে যার ফলস্বরূপ তার বুদ্ধি, চিন্তা, দৈহিক ক্ষমতা, কর্মক্ষমতা ইত্যাদির উন্নয়ন ঘটে তাকে বিকাশ বা পরিস্ফুটন বলে।

2। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি?
উত্তর- বৃদ্ধি ও বিকাশ পরস্পরের সঙ্গে যুক্ত কারণ, সঠিকভাবে যদি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যথাপোযুক্ত বৃদ্ধি ঘটে তবে তার বিকাশও যথাযথ হয়। পরিস্ফূরণের একটি নির্দিষ্ট ক্রম থাকে। এককোশী জাইগোট থেকে বার বার মাইটোসিস কোশ বিভাজনের ফলে পূর্ণাঙ্গ শিশু উৎপন্ন হয়। শিশুর জন্মের পর থেকে তার বৃদ্ধি শুরু হয়। অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্তিষ্কেরও পরিস্ফুরণ হতে থাকে। বিভিন্ন আভ্যন্তরীণ বিষয় যেমন- হরমোন ইত্যাদির পরিস্ফুরণকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন বয়সের বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া হল বিকাশের বৃদ্ধি। বৃদ্ধি ও বিকাশের নিয়ন্ত্রক হল পুষ্টি ও পরিবেশ। সঠিক পুষ্টি পেলে তবেই বৃদ্ধি সঠিকভাবে হয় এবং সবরকম পরিবেশে সঠিক ভাবে মানিয়ে নিতে পারলে সঠিক বিকাশ হয়। বৃদ্ধির উপর বিকাশ নির্ভর করে।

3। বয়ঃসন্ধি দশায় নীচের ক্ষেত্রগুলিতে কি কি পরিবর্তন লক্ষ করা যায়- ক) জনন অঙ্গ, খ) গৌণ যৌন বৈশিষ্ট্য, গ) মানসিক বৈশিষ্ট্য, ঘ) প্রোটিন সংশ্লেষ।
উত্তর- ক) জনন অঙ্গ- পুরুষ দেহে টেস্টোস্টেরন হরমোন এবং স্ত্রীদেহে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ফলে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে।
খ) গৌণ যৌন বৈশিষ্ট্য- পুরুষের ক্ষেত্রে দাড়ি গোঁফ গজানো এবং স্ত্রীর ক্ষেত্রে স্তনের বিকাশ।
গ) মানসিক বৈশিষ্ট্য- চিন্তাশক্তি,মনোযোগ, কোন কিছু বিশ্লেষণ করার ক্ষমতা এবং বুদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়।
ঘ) প্রোটিন সংশ্লেষ- বয়ঃসন্ধিকালে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি পায়।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

wbporashona-madhyamik-chapter-test-2025


 

4। জীবের বৃদ্ধি দশাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর- বহুকোশী জীবের বৃদ্ধির প্রধানত তিনটি দশা –
i) কোশ বিভাজন – বৃদ্ধির এই পর্যায় মাইটোসিস পদ্ধতিতে কোশের সংখ্যা বৃদ্ধি পায়।
ii) কোশের আকার বৃদ্ধি – এই দশায় নতুন উৎপাদিত কোশগুলিতে প্রোটোপ্লাজমীয় বস্তুর সংশ্লেষের ফলে কোশগুলি ক্রমশ স্ফীত হয়ে আকারে বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ জীবদেহের আকারও অপরিবর্তনীয়ভাবে বৃদ্ধি পায়।
iii) কোশীয় বিভেদন – বৃদ্ধির এই পর্যায় নির্দিষ্ট কাজ সম্পাদন এবং জৈবিক ও অঙ্গসংস্থানিক পরিবর্তনের জন্য কোশের কিছু বিশেষত্বপ্রাপ্তি হয় যেমন – ভ্রূণজ কোশ থেকে স্নায়ুকোশ, রক্ত কণিকা ইত্যাদি গঠিত হয়। এইভাবে সাধারণ কোশ থেকে বিশেষ কোশ তার থেকে কলা, অঙ্গ ইত্যাদি গঠনের মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে।

5। মানব বিকাশের অন্তিম বা বার্ধক্য দশায় কি কি শারীরিক অসুবিধার সৃষ্টি হয় তার তালিকা প্রস্তুত করো।
উত্তর- মানব বিকাশের অন্তিম বা বার্ধক্য দশায় যে যে শারীরিক অসুবিধার সৃষ্টি হয় সেগুলি হল –
i) বিভিন্ন স্নায়ুর কার্যক্ষমতা হ্রাস পায়, সেই জন্য দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তি হ্রাস পায়।
ii) বিভিন্ন হরমোন ও উৎসেচকের কার্যক্ষমতা কমে যায়, ফলে হজমের সমস্যা হয়।
iii) অস্থি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং ভঙ্গুর প্রকৃতির হয়ে যায়।
iv) ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কমে যায়।
v) বৃক্কের কাজ হ্রাস পায়।


আরো পড়ুন → বিকল্প চিন্তা উদ্যোগ অধ্যায়ের প্রশ্ন ও উত্তর

দীর্ঘভিত্তিক প্রশ্নউত্তর (LA)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ৫]

1। মানববিকাশের প্রধান দশাগুলো সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো এবং প্রথম দুটি দশা সংক্ষেপে আলোচনা করো।

উত্তর- মানববিকাশের প্রধান দশাগুলোর সময়ের পর্যায়ক্রম –
a) সদ্যোজাত (Infancy) : 0 থেকে 1 বছর
b) শৈশব (Childhood) : (গড়ে) 2 থেকে 11 বছর
c) বয়ঃসন্ধি (Adolescence) : 12 থেকে 20 বছর
d) পরিণত দশা (Adulthood) : 20 বছরের পর থেকে 60 বছরের আগে পর্যন্ত
e) বার্ধক্য (Senescence) : 60 বছরের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত

প্রথম দুটি দশা –
a) সদ্যোজাত (infancy) : ভূমিষ্ঠ হবার পর প্রথম একমাস সময়কাল হল সদ্যোজাত দশা। এই সময় শিশুর ওজন সাধারণত 2.5-3kg হয়ে থাকে। সদ্যোজাত অবস্থায় শিশুর প্রধান খাদ্য হলো মাতৃদুগ্ধ। যা শিশুর বিকাশে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর একটু বড় হলে অর্থাৎ 6 মাসের পর দুধের সাথে বেশ কিছু পুষ্টিকর খাদ্য যেমন- নরম ভাত, ডিমের কুসুম, সেদ্ধ করা সবজি ইত্যাদি সহজপাচ্য খাদ্য খাওয়ানো হয়।
সদ্যোজাত দশায় শিশুদের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখা যায়।
যেমন- i) সদ্যোজাত দশায় শিশুর নাম প্রথম মায়ের মুখ, স্পর্শ, বর্ণ শব্দ, আলো ইত্যাদি চিনতে পারে।
ii) এই সময় সাধারণত কান্নার মাধ্যমে শিশুরা মনের ভাব প্রকাশ করে।


wb-porashona-to-the-point-ebook

b) শৈশব (childhood): 10 বছর বয়স অবধি সময়কালকে শৈশব বলে। এই সময়কাল হল শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের সময়। এই সময়কালে পুষ্টি এবং শক্তি সরবরাহকারী খাদ্য খাওয়ানো একান্ত জরুরী। এই সময়কালে বেশ কিছু পরিবর্তন পর দেখা যায়।
যেমন‌- i) মাথার আকার তুলনামূলকভাবে বৃদ্ধি পায়।
ii) এই সময় শিশুরা বড়দেরকে অনুকরণ করতে চেষ্টা করে।
iii) শৈশবকালে শিশুরা খুব সহজেই বিভিন্ন জিনিস শিখতে পারে।
iv) এই সময়কালে লেখা দৌড়ানো সাঁতার কাটা খেলাধুলো ইত্যাদি কাজগুলো শিখে বিকশিত হয়।
v) এই সময় শিশুদের বুদ্ধি, স্মৃতি ইত্যাদি বৃদ্ধি পায়।

আরো পড়ুন → সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel