পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রশ্ন উত্তর | Inorganic Chemistry in the Laboratory and in Industry Question Answer WBBSE

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
ojoibo-rosayon
শ্রেণি – দশম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন – প্রশ্ন উত্তর – Inorganic Chemistry in the Laboratory and in Industry Question Answer | Porikkhagar o Rasayonik Shilpe Ojoibo Rosayon (Chapter 3)

এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অষ্টম অধ্যায় – পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। প্রদত্ত কোন্‌টি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়?
a) গাঢ় \(H_2SO_4\) b) \(P_2O_5\) c) CaO d) \(CaCl_2\)

উত্তর- c) CaO আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়।

2। নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে-
a) \(NH_3\) b) HCl c) \(HNO_3\) d) NaOH

উত্তর-নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে- c) \(NH_3\).

3। ওলিয়ামের সংকেত-
a) \(H_2SO_4\) b) \(H_2S_2O_7\) c) \(H_2SO_3\) d) FeS

উত্তর- ওলিয়ামের সংকেত- b) \(H_2S_2O_7\).

4। অ্যামোনিয়া থেকে উৎপন্ন জৈব সার হল-
a) \(CH_4\) b) \((NH_4)_2SO_4\) c) \(CO(NH_2)_2\) d) \(NH_4OH\)

উত্তর- অ্যামোনিয়া থেকে উৎপন্ন জৈব সার হল- c) \(CO(NH_2)_2\).


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


5। কিপ্‌স যন্ত্রে প্রস্তুত করা যায়-
a) \(H_2S\) b) \(NH_3\) c) \(H_2\) d) HCl

উত্তর- কিপ্‌স যন্ত্রে প্রস্তুত করা যায়-a) \(H_2S\).

6। চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়-
a) NO b) \(H_2S\) c) \(N_2\) d) \(NO_2\)

উত্তর- চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়- c) \(N_2\).

7। ‘অয়েল অব ভিট্রিয়াল’ নামে পরিচিত-
a) HCl b) \(H_2SO_4\) c) \(HNO_3\) d) \(NH_3\)

উত্তর- ‘অয়েল অব ভিট্রিয়াল’ নামে পরিচিত- b) \(H_2SO_4\).

8। \(CuSO_4\) দ্রবণে \(H_2S\) গ্যাস চালনা করলে কোন্‌ বর্ণের অধঃক্ষেপ পড়ে?
a) সাদা b) কালো c) সবুজ d) হলুদ।

উত্তর- \(CuSO_4\) দ্রবণে \(H_2S\) গ্যাস চালনা করলে b) কালো বর্ণের অধঃক্ষেপ পড়ে। [কালো অধঃক্ষেপ কিউপ্রিক সালফাইড এর Cus.]


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

wbporashona-madhyamik-chapter-test-2025


9। একটি ঝাঁঝালো গন্ধের গ্যাসের সঙ্গে গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঝাঁঝালো গ্যাসটি হল-
a) \(CO_2\) b) \(H_2S\) c) \(NH_3\) d) \(Cl_2\)

উত্তর- একটি ঝাঁঝালো গন্ধের গ্যাসের সঙ্গে গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঝাঁঝালো গ্যাসটি হল-c) \(NH_3\).

10। আলুর চিপস্‌-এর প্যাকেটে কোন্‌ গ্যাস ভরা থাকে-
a) \(O_2\) b) \(H_2\) c) \(N_2\) d) \(CO_2\)

উত্তর- আলুর চিপস্‌-এর প্যাকেটে কোন্‌ গ্যাস ভরা থাকে-c) \(N_2\).


আরো পড়ো → আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়?
উত্তর- নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট (\(NaNO_2\)) জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়।

2। \(N_2\) এর সঙ্গে জ্বলন্ত Mg ফিতার বিক্রিয়ায় উৎপন্ন সাদা পাউডারের মতো পদার্থটির নাম ও সংকেত লেখো।
উত্তর- \(N_2\) এর সঙ্গে জ্বলন্ত Mg ফিতার বিক্রিয়ায় উৎপন্ন সাদা পাউডারের মতো ম্যাগনেশিয়াম নাইট্রেট (\(Mg_3N_2\)) তৈরি হয়।

3। রুপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এসে কালো হয়ে যায়?
উত্তর- রুপোর টাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংস্পর্শে এসে কালো হয়ে যায়।

4। রসায়নাগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাসটির প্রয়োজন?
উত্তর- রসায়নাগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণে হাইড্রোজেন সালফাইড (\(H_2S\)) গ্যাসটির প্রয়োজন হয়।

5। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার বর্ণ ও প্রকৃতি কী?
উত্তর- অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে সাদা জেলির মত অধঃক্ষেপ পড়ে।

6। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে  \(H_2S\) গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
উত্তর – সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে \(H_2S\) গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল \(Ag_2S\).

7। ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়। একটি অ্যামোনিয়া হলে অপরটি কি?
উত্তর – ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়। একটি অ্যামোনিয়া এবং অপরটি কার্বন ডাইঅক্সাইড।

8। কপার সালফেট দ্রবণে অতিরিক্ত জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে?
উত্তর – কপার সালফেট দ্রবণে অতিরিক্ত জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ গাঢ় নীল হবে।

9। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
উত্তর – অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত \(Al(OH)_3\).

10। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়?
উত্তর – নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় বাদামি-হলুদ রং উৎপন্ন হয়।


আরো পড়ো → Our runaway kite Question – Answer

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে \(H_2S\) গ্যাস চালনা করা হলে কী ঘটে সমীকরণসহ লেখো।
উত্তর- সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে \(H_2S\) গ্যাস চালনা করা হলে বিক্রিয়াজাত বস্তু হিসাবে কালো বর্ণের সিলভার সালফাইড (\(Ag_2S\)) উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণটি হল- \(2AgNO_3 + H_2S \rightarrow Ag_2S \downarrow + 2HNO_3\).

2। পরীক্ষাগারে প্রস্তুত \(H_2S\) গ্যাস থেকে কীভাবে অ্যাসিড বাষ্প ও জলীয় বাষ্প দূর করবে?
উত্তর- পরীক্ষাগারে প্রস্তুত উলফ বোতল থেকে নির্গত \(H_2S\) গ্যাসকে সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের (NaHS) সম্পৃক্ত দ্রবণের মধ্য দিয়ে চালনা করে অ্যাসিড বাষ্প মুক্ত করা হয়। এরপর ফসফরাস পেন্টাক্সাইড (\(P_2O_5\)) পূর্ণ একটি U-নলের মধ্যে চালনা করে জলীয় বাষ্প মুক্ত করা হয়।

wbporashona-physical-science-ebook

3। \(NH_4Cl\) কে শুষ্ক কলিচুনসহ উত্তপ্ত করলে কী ঘটবে?
উত্তর- \(NH_4Cl\) কে শুষ্ক কলিচুনসহ (CaO) উত্তপ্ত করলে অ্যামোনিয়া (\(NH_3\)) গ্যাস নির্গত হয়। এছাড়া অ্যামোনিয়ার সঙ্গে ক্যালশিয়াম ক্লোরাইড (\(CaCl_2\)) ও জল উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণটি হল- \(2NH_4Cl + CaO \rightarrow CaCl_2 + H_2O + 2NH_3 (g)\).

4। কোল্ড স্টোরেজ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হওয়ার দুটি প্রতিকার ব্যবস্থা লেখো।
উত্তর-অ্যামোনিয়া আমাদের চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তা ছাড়া নিশ্বাসের সঙ্গে অতিরিক্ত অ্যামোনিয়া ফুসফুসে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। এজন্য কারখানা বা অ্যামোনিয়া ট্যাংক থেকে যদি হঠাৎ অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে তবে ফাঁকা জায়গায় যেখানে অ্যামোনিয়ার গন্ধ আসছে না সেখানে চলে যেতে হবে। অনবরত চোখে মুখে জলের ঝাপটা দেওয়া উচিত। জলে ভেজানো রুমাল নাকে চেপে রাখা দরকার। যেহেতু অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য সেজন্য এরকম প্রাথমিক সতর্কতা অবলম্বনে ক্ষতির পরিমাণ কম হয়।

5। অ্যামোনিয়ার ব্যবহার লেখো।
উত্তর- অ্যামোনিয়ার ব্যবহার –
(1) অ্যামোনিয়াম সালফেট \([(NH_2)_4SO_4]\), অ্যামোনিয়াম নাইট্রেট \((NH_4NO_3)\), অ্যামোনিয়াম ফসফেট \([(NH_4)_3PO_4]\) প্রভৃতি অজৈব সার এবং জৈব সার ইউরিয়া \([CO(NH)_2]\) প্রস্তুত করতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়।
(2) সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়।

6। একটি ক্লোরাইড লবণ A এর সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করলে বর্ণহীন ঝাঁজালো গন্ধবিশিষ্ট গ্যাস B উৎপন্ন হয়। B গ্যাসের সঙ্গে HCl বাষ্পের বিক্রিয়ায় পুনরায় A পাওয়া গেল। A ও B কে শনাক্ত করো ও সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখো।
উত্তর- উপরুক্ত বিক্রিয়ায় A হল – অ্যামোনিয়াম ক্লোরাইড \((NH_4Cl)\) এবং B হল – ঝাঁঝালো গ্যাস অ্যামনিয়া \((NH_3)\)
প্রথম বিক্রিয়াটি – \(2NH_4Cl + CaO \rightarrow CaCl_2 + H_2O + 2NH_3 (g)\)
দ্বিতীয় বিক্রিয়াটি – \(NH_3 (g) + HCl (g) \rightarrow NH_4Cl\) (কঠিন)

7। লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কী ঘটে সমীকরণসহ বিবৃত করো।
উত্তর- লেড নাইট্রেটের \([Pb(NO_3)_2]\) স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে বিক্রিয়া শেষে লেড সালফাইড (PbS) অধঃক্ষেপ পড়ে ও নাইট্রিক অ্যাসিড \((HNO_3)\) উৎপন্ন হয়। বিক্রিয়াজাত বস্তুর কালো বর্ণ ধারণ করে।
\(Pb(NO_3)_2 + H_2S \rightarrow PbS \downarrow + 2HNO_3\)


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


8। কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটি প্রস্তুতির (i) প্রারম্ভিক রাসায়নিকসমূহ, (ii) বিক্রিয়ার শর্ত, (iii) সমিত রাসায়নিক সমীকরণ এবং (iv) গ্যাসের সংগ্রহ লেখো।
উত্তর- কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম হলো – হাইড্রোজেন সালফাইড \((H_2S)\)
(i) প্রারম্ভিক রাসায়নিকসমূহ- ফেরাস সালফাইড (FeS), লঘু সালফিউরিক অ্যাসিড \((H_2SO_4)\)
(ii) বিক্রিয়ার শর্ত – কিপযন্ত্রে ফেরাস সালফাইডে (FeS) লঘু সালফিউরিক অ্যাসিড \((H_2SO_4)\) যোগ করা। ফেরাস সালফাইড (FeS), লঘু সালফিউরিক অ্যাসিড \((H_2SO_4)\) এর সংস্পর্শে এসে হাইড্রোজেন সালফাইড \((H_2S)\) গ্যাস উৎপন্ন করে
(iii) সমিত রাসায়নিক সমীকরণ –
লঘু \(H_2SO_4 + FeS = H_2S + FeSO_4\)
(iv) উৎপন্ন হাইড্রোজেন সালফাইড \((H_2S)\) গ্যাস জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়।

9। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলপ্‌থ্যালিন যোগ করলে কী হবে? সাদা জামায় এই মিশ্রণটি ঢেলে দিলে তাৎক্ষণিক এবং কিছু সময় পরে পর্যবেক্ষণ কী হবে এবং কেন?
উত্তর- অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলপ্‌থ্যালিন যোগ করলে গোলাপী বর্ণ ধারণ করে। ফেনলপ্‌থ্যালিন সাধারণত ক্ষারের সাথে বিক্রিয়া করে গোলাপি বর্ণ ধারণ করে। সেই মিশ্রণে অ্যাসিড যুক্ত হলে মিশ্রণ বর্ণহীন হয়ে যায়। অ্যামোনিয়ার ফেনলপ্‌থ্যালিন যুক্ত জলীয় দ্রবণ সাদা জামায় ঢেলে দিলে গোলাপি বর্ণ ধারণ করে এবং পরে বায়ুতে অবস্থিত কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বর্ণহীন হয়ে যায়। [বায়ুর কার্বন ডাইঅক্সাইড \((CO_2)\) হল কার্বনিক অ্যাসিডের মূল উৎস।

chapter-test-physical-science-2025

10। অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় \(H_2SO_4\) বা \(P_2O_5\), \(CaCl_2\), CaO দ্বারা শুষ্ক করা যায় না কেন?
উত্তর- ক্ষারীয় পদার্থ \(NH_3\), এর সঙ্গে \(H_2SO_4\), \(P_2O_5\) এবং \(CaCl_2\), বিক্রিয়া করে যথাক্রমে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট এবং যুত যৌগ \(CaCl_2-8NH_3\) গঠন করে। কিন্তু CaO ক্ষারীয় হওয়ায় লবণ এটি ক্ষারীয় অ্যামোনিয়া \((NH_3)\) সঙ্গে বিক্রিয়া করে না। তাই \(NH_3\) কে CaO দ্বারা শুষ্ক করা হয়।

আরো পড়ো → ভেদ অধ্যায়ের কিছু গাণিতিক প্রশ্নের সমাধান

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel