কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি – প্রশ্ন উত্তর | অতি সংক্ষিপ্ত প্রশ্ন

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
klinga_deshe_jhorbristi_very_short_answer_questions
শ্রেণি – নবম | বিভাগ – বাংলা | অধ্যায় – কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি

এই পর্বে রইল নবম শ্রেণির বাংলা বিভাগের প্রথম অধ্যায় – কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) এবং সেগুলির উত্তর।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

১। ‘কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি’ কাব্যাংশটির লেখক কে?
উত্তর – ‘কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি’ কাব্যাংশটি মধ্যযুগে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী দ্বারা রচিত।

২। ‘কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি’ কাব্যাংশটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
উত্তর – ‘কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি’ কাব্যাংশটি ‘চণ্ডীমঙ্গল’ কাব্য থেকে নেওয়া হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্য চণ্ডিকামঙ্গল বা অম্বিকামঙ্গল নামেও খ্যাত।

৩। কোন কোণকে ‘ঈশান কোণ’ বলা হয়েছে?
উত্তর – ‘ঈশান কোণ’ বলতে উত্তর পূর্ব কোণকে নির্দেশ করা হয়েছে।

৪। হরিৎ বলতে কোন রঙকে বোঝায়?
উত্তর – হরিৎ বলতে সবুজ রঙকে বোঝানো হয়।

৫। ‘চিকুর’ শব্দের অর্থ কি?
উত্তর – চিকুর কথার অর্থ চুল, কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কবিতায় ‘চিকুর’ কথাটি বিদ্যুৎ বোঝাতে ব্যবহার করা হয়েছে।

কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি কবিতার MCQ Test ↓

৬। কটি মেঘ থেকে গজরাজ জল দেয়?
উত্তর – চারটি মেঘ থেকে অষ্টগজরাজ জল দেয়।

৭। চারটি মেঘের নাম কি কি?
উত্তর – চারটি মেঘের নাম সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ।

৮। ঘন মেঘ থেকে কি রকম বাজ পড়ছিল?
উত্তর – কবি লিখেছেন ‘সঘনে চিকুর পড়ে বেঙ্গ তড়কা বাজ’ – অর্থাৎ ব্যাঙ যেভাবে লাফায় ঠিক তেমনি ভাবে কলিঙ্গ দেশে লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছে।

৯। অষ্টগজরাজের নামগুলি কি কি?
উত্তর – ভারতীয় পুরাণ অনুযায়ী, এই আট গজরাজের নাম কুমুদ, ঐরাবত, পুন্ডরীক্ষ, পুস্পদন্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম।

১০। “করি-কর সমান বরিষে জলধারা” – ‘করি-কর’ শব্দের অর্থ কি?
উত্তর – ‘করি’ কথার অর্থ হাতি, ‘করি-কর’ বলতে এখানে কবি হাতির শুঁড় বুঝিয়েছেন।


নব নব সৃষ্টি প্রশ্ন উত্তর | ইলিয়াস প্রশ্ন উত্তর | চিঠি প্রশ্ন উত্তর


১১। “না পায় দেখিতে কেহ রবির কিরণ” – রবির কিরণ না দেখতে পাবার কারণ কি?
উত্তর – কলিঙ্গ দেশে সাত দিন ধরে টানা বৃষ্টি চলছে, আকাশ ঘন মেঘে ঢাকা তাই রবি অর্থাৎ সূর্যের কিরণ দেখতে পাওয়া যাচ্ছে না।

১৩। “জৈমিনি কে?
উত্তর – জৈমিনি একজন বিখ্যাত ঋষি, তিনি পূর্ব মীমাংসা গ্রন্থের রচয়িতা।

১৪। “উঠে পড়ে ঘরগুলো করে দলমল” ঘরেরা কেন ‘দলমল’ করে?
উত্তর – পর্বত প্রমাণ ঢেউয়ের আঘাতে কলিঙ্গ দেশের ঘরগুলি ভূমি ছাড়া হয়ে জলে ভাসছে।

১৫। “হুড় হুড় দুড় দুড় বহে ঘন ঝড়” – উক্তিটির অর্থ কি?
উত্তর – কলিঙ্গ দেশে বৃষ্টি, বজ্রপাত এবং সেই সঙ্গে প্রবল বেগে ঝড় বইছে, প্রকৃতির এই তাণ্ডবকে কবি “হুড় হুড় দুড় দুড় বহে ঘন ঝড়” শব্দে অলংকৃত করেছেন।

আরো পড়ো  → ফরাসী বিপ্লব অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel