পরমাণুর গঠন – প্রশ্ন উত্তর | Poromanur Gothon Question Answer

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
poromanur-gothon-question-answer
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – পরমাণুর গঠন – প্রশ্ন উত্তর – Poromanur Gothon Question Answer (Chapter 3)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের তৃতীয় অধ্যায় – পরমাণুর গঠন থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। একটি পরমাণু X-এর ভর সংখ্যা 27 ও নিউট্রনের সংখ্যা 14 হলে, \(X^{3+}\) আয়নের ইলেকট্রনের সংখ্যা কত? (ক) 10 (খ) 13 ( গ) 14 (ঘ) 27
উত্তর – একটি পরমাণু X-এর ভর সংখ্যা 27 ও নিউট্রনের সংখ্যা 14 হলে, \(X^{3+}\) আয়নের ইলেকট্রনের সংখ্যা (ক) 10.

2। নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী – (ক) রাদারফোর্ড (খ) স্যাডউইক (গ) থমসন (ঘ) গোল্ডস্টেইন
উত্তর – বিজ্ঞানী (খ) স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন।

3। পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হল – (ক) ইলেকট্রন (খ) প্রোটন (গ) নিউট্রন (ঘ) পজিট্রন
উত্তর – পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হল – (গ) নিউট্রন।

4। ক্যাথোড রশ্মির আধান – (ক) ধনাত্মক (খ) ঋণাত্মক (গ) নিস্তড়িৎ (ঘ) কোনটিই নয়
উত্তর – ক্যাথোড রশ্মির আধান (খ) ঋণাত্মক।

5। মৌলের স্বকীয় ধর্ম হল তার – (ক) প্রোটন সংখ্যা (খ) নিউট্রন সংখ্যা (গ) ভর সংখ্যা (ঘ) কোনটিই নয়
উত্তর – মৌলের স্বকীয় ধর্ম হল তার – (ক) প্রোটন সংখ্যা।

6। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে কোন কণা থাকে? (ক) কণা (খ) নিউট্রন (গ) প্রোটন (ঘ) কণা
উত্তর – একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে (গ) প্রোটন কণা থাকে।

7। নিউট্রন অনুপস্থিত যে পরমাণুতে সেটি হল – (ক) ট্রিটিয়াম (খ) ডয়টেরিয়াম (গ) প্রোটিয়াম (ঘ) হিলিয়াম
উত্তর – নিউট্রন অনুপস্থিত যে পরমাণুতে সেটি হল – (গ) প্রোটিয়াম।

8। বেরিলিয়াম ধাতুকে কণা দিয়ে আঘাত করলে নির্গত হয় – (ক) প্রোটন (খ) মেসন (গ) নিউট্রন (ঘ) ইলেকট্রন
উত্তর – বেরিলিয়াম ধাতুকে কণা দিয়ে আঘাত করলে (গ) নিউট্রন নির্গত হয়।

9। যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন গুলি আবর্তন করে, তাকে বলে – (ক) ভূমিস্তর (খ) স্থায়ী অবস্থা (গ) উত্তেজিত স্তর (ঘ) স্থায়ী কক্ষপথ
উত্তর – যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন গুলি আবর্তন করে, তাকে (ঘ) স্থায়ী কক্ষপথ বলে।

10। দুটি আইসোটোনের – (ক) নিউক্লিয়ন সংখ্যা অভিন্ন (খ) প্রোটন সংখ্যা অভিন্ন (গ) নিউট্রন সংখ্যা অভিন্ন (ঘ) ইলেকট্রন সংখ্যা অভিন্ন
উত্তর – দুটি আইসোটোনের – (গ) নিউট্রন সংখ্যা অভিন্ন।


আরো পড়ো → আবহমান প্রশ্ন – উত্তর

11| ‘ক্যানাল রশ্মি’ বলা হয় – (ক) ক্যাথোড রশ্মিকে (খ) অ্যানোড রশ্মিকে (গ) আলফা রশ্মিকে (ঘ) বিটা রশ্মিকে
উত্তর – (খ) অ্যানোড রশ্মিকে ‘ক্যানাল রশ্মি’ বলা হয়।

12| নিউট্রনের ভর যে কণাটির ভরের প্রায় সমান, সেটি হল – (ক) নিউক্লিয়াস (খ) ইলেকট্রন (গ) হিলিয়াম (ঘ) প্রোটন
উত্তর – নিউট্রনের ভর (ঘ) প্রোটন কণাটির ভরের প্রায় সমান।

13| ভরসংখ্যাকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? (ক) X (খ) Z (গ) A (ঘ) M
উত্তর – ভরসংখ্যাকে (গ) A অক্ষর দ্বারা প্রকাশ করা হয়।

14| ফার্মি কীসের একক? (ক) দূরত্বের একক (খ) সময়ের একক (গ) আধানের একক (ঘ) ভরের একক
উত্তর – ফার্মি (ক) দূরত্বের একক।

15| এমন একটি মৌলের নাম লেখ, যার আইসোটোপ নেই – (ক) অক্সিজেন (খ) ক্লোরিন (গ) কার্বন (ঘ) ফ্লুরিন
উত্তর – (ঘ) ফ্লুরিন মৌলের আইসোটোপ নেই।

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। কোনো পরমাণুর সবচেয়ে কম কটি কক্ষপথ থাকতে পারে?
উত্তর – কোনো পরমাণুর সবচেয়ে কম একটি কক্ষপথ থাকতে পারে।

2। পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক কি?
উত্তর – পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক হল ভরসংখ্যা = পরমাণু-ক্রমাঙ্ক + নিউট্রন সংখ্যা।

3। কোন নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন থাকে?
উত্তর – নিষ্ক্রিয় মৌল হিলিয়াম (He) -এর যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন থাকে।

4। কোন বিজ্ঞানীকে ‘পরমাণু পদার্থবিজ্ঞানের জনক’ বলা হয়?
উত্তর – বিজ্ঞানী জন ডালটনকে ‘পরমাণু পদার্থবিজ্ঞানের জনক’ বলা হয়।

5। প্রোটন ও নিউট্রনের একটি সাদৃশ্য লেখো।
উত্তর – প্রোটন ও নিউট্রন উভয়ই পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে।


আরো পড়ো → বল ও গতি প্রশ্ন উত্তর

6| ক্যাথোড রশ্মির ঋণাত্মক আধানগ্রস্ত কণিকাগুলির নাম ইলেকট্রন কোন বিজ্ঞানী রেখেছিলেন?
উত্তর – ক্যাথোড রশ্মির ঋণাত্মক আধানগ্রস্ত কণিকাগুলির নাম ইলেকট্রন বিজ্ঞানী জি. জে. স্টোনি রেখেছিলেন।

7| শুধুমাত্র দুটি মূল কণিকা থাকে, এমন একটি পরমাণুর নাম লেখ।
উত্তর – সাধারণ হাইড্রোজেনে শুধুমাত্র দুটি মূল কণিকা থাকে।

8| ভরসংখ্যা কাকে বলে?
উত্তর – কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে, ওই পরমাণুর ভরসংখ্যা বলা হয়।

9| আইসোবার ও আইসোটোনের মধ্যে একটি সাদৃশ্য লেখ।
উত্তর – আইসোবার ও আইসোটোনের মধ্যে একটি সাদৃশ্য হল – আইসোবার ও আইসোটোন উভয়েই একই মৌলের পরমাণু হয় না।

10| কোনো পরমাণু n-তম কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে?
উত্তর – কোনো পরমাণু n-তম কক্ষে সর্বাধিক 2n2 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে।


আরো পড়ো → পরিমাপ ও একক প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook