শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান | অধ্যায় – পরিমাপ ও একক – প্রশ্ন উত্তর – Porimap o Ekok Question Answer (Chapter 1)
এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যায় – পরিমাপ ও একক থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।
সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
1। প্রদত্ত যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয়, সেটি হল –
a) একটি ন্যাপথলিন বলের ভর b) একটি ন্যাপথলিন বলের ভরবেগ c) একটি ন্যাপথলিন বলের গন্ধ d) একটি ন্যাপথলিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল
উত্তর- প্রদত্ত যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয়, সেটি হল – c) একটি ন্যাপথলিন বলের গন্ধ।
2। আয়তন একটি লব্ধ রাশি – এটি কটি প্রাথমিক বা মৌলিক দিয়ে গঠিত?
a) 1 b) 2 c) 3 d) 4
উত্তর- আয়তন একটি লব্ধ রাশি – এটি c) 3 টি প্রাথমিক বা মৌলিক দিয়ে গঠিত।
3। প্রদত্ত কোনটি রাশি নয়?
a) একটি বুলেট b) বুলেটটির ভরবেগ c) বুলেটটির ওজন d) বুলেটটির বক্রতলের ক্ষেত্রফল
উত্তর- a) একটি বুলেট রাশি নয়।
4। ওজনবাক্সে বাটখারাগুলির অনুপাত-
a) 1:1:1:1 b) 1:2:3:4 c) 1:2:2:5 d) 1:5:5:2
উত্তর- ওজনবাক্সে বাটখারাগুলির অনুপাত- c) 1:2:2:5.
5। রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক-
a) 1 cm b) 0.1 cm c) 0.001 cm d) 0.001 cm
উত্তর- রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক- b) 0.1 cm.
আরো পড়ো → জীবন ও তার বৈচিত্র্য অধ্যায়ের প্রশ্ন উত্তর
6। একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য এবং ত্বরণ \(2cm/s^2\) হলে, 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে-
a) 4 cm/s b) 8 cm/s c) 2 cm/s d) 16 cm/s
উত্তর- একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য এবং ত্বরণ \(2cm/s^2\) হলে, 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে- b) 8 cm/s.
7। একটি এককবিহীন রাশি হল-
a) কার্য b) শক্তি c) আপেক্ষিক গুরুত্ব d) ঘনত্ব
উত্তর- একটি এককবিহীন রাশি হল- c) আপেক্ষিক গুরুত্ব।
8। মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হল-
a) চাপ b) বেগ c) ক্ষেত্রফল d) ঘনকোণ
উত্তর- মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হল- d) ঘনকোণ।
9। 1 অ্যাংস্ট্রম = কত মিটার?
a) \(10^{-6}\) b)\(10^{-8}\) c) \(10^{-10}\) d) \(10^{-16}\)
উত্তর- 1 অ্যাংস্ট্রম = c) \(10^{-10}\) মিটার।
10। প্রদত্ত কোনটি ত্বরণের মাত্রীয় সংকেত?
a) \([MLT^{-2}]\) b) \([MLT^{-4}]\) c) \([LT^{-2}]\) d) \([LT^{-1}]\)
উত্তর- c) \([LT^{-2}]\) ত্বরণের মাত্রীয় সংকেত।
আরো পড়ো → বিশ শতকে ইউরোপ প্রশ্ন – উত্তর
11| নক্ষত্রদের মধ্যে দূরত্ব পরিমাপ করা হয় কোন একক দিয়ে? – a) AU b) X-একক c) ফার্মিং d) অ্যাংস্ট্রম
উত্তর – নক্ষত্রদের মধ্যে দূরত্ব পরিমাপ করা হয় a) AU একক দিয়ে।
12| সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়? – a) ওজন b) আয়তন c) বল d) ভর
উত্তর – সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে d) ভর মাপা হয়।
13| পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত – a) LT-1 b) MLT-2 c) MT-1 d) MT-2
উত্তর – পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হল d) MT-2.
14| জলের ঘনত্ব সর্বাধিক হয়, যে উষ্ণতায় – a) 0°C b) 8°C c) 10°C d) 4°C
উত্তর – d) 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়।
15| সেকেন্ড দোলকের পূর্ণ দোলনে কত সেকেন্ড সময় লাগে? – a) 2 সেকেন্ড b) 0.5 সেকেন্ড c) 1 সেকেন্ড d) 0.25 সেকেন্ড
উত্তর – সেকেন্ড দোলকের পূর্ণ দোলনে a) 2 সেকেন্ড সময় লাগে।
একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
1। মান ও অভিমুখ উভয়ই আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ দাও।
উত্তর- তড়িৎপ্রবাহমাত্রা এমন একটি স্কেলার রাশি যার মান ও অভিমুখ উভয়ই আছে।
2। দুটি একই এককবিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার এবং অপরটি ভেক্টর।
উত্তর- দ্রুতি ও বেগ হল এমন দুটি ভৌত রাশি যাদের একক একই কিন্তু দ্রুতি স্কেলার রাশি এবং বেগ ভেক্টর রাশি।
3। তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দাও।
উত্তর- তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির একক হল কার্যের একক। কার্যের একক দৈর্ঘ্য, ভর ও সময়ের একক দ্বারা গঠিত।
4। দুটি মাত্রাহীন ও এককহীন ভৌত রাশির উদাহরণ দাও।
উত্তর- দুটি মাত্রাহীন ও এককহীন ভৌত রাশি হল পারমাণবিক ভর এবং আপেক্ষিক গুরুত্ব।
5। যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক কাকে বলে?
উত্তর- কোনো যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে, যে পরিমাণ ক্ষুদ্রতম পরিমাপ সঠিকভাবে করা যায় তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ মাপ বলে।
আরো পড়ো → রাধারাণী গল্পের প্রশ্ন উত্তর
6। সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়?
উত্তর- সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন 0.1 cm বা 1mm দৈর্ঘ্য পরিমাপ করা যায়।
7। স্টপওয়াচের সাহায্যে কী পরিমাপ করা হয়?
উত্তর- এক নাগাড়ে কোনো একটি ঘটনা ঘটতে মোট কত সময় লাগে তা স্টপওয়াচের সাহায্যে পরিমাপ করা হয়।
8। ধাতব স্কেলের পাঠ সঠিক পাঠের চেয়ে কম দেখাবে মে মাসে না ডিসেম্বর মাসে?
উত্তর- ধাতব স্কেলের পাঠ সঠিক পাঠের চেয়ে কম দেখাবে মে মাসে।
9| সাধারণ তুলাযন্ত্রের পাটাতন কীসের সাহায্যে অনুভূমিক করা হয়?
উত্তর – সাধারণ তুলাযন্ত্রের পাটাতন লেভেলিং স্ক্রুর সাহায্যে অনুভূমিক করা হয়।
10| মেট্রোনাম কাকে বলা হয়?
উত্তর – এক ধরণের ঘড়ি যার সাহায্যে সূক্ষ্ম ও নির্ভুল সময় পরিমাপ করা হয়, সেই ঘড়িটিকে মেট্রোনাম বলা হয়।
আরো পড়ো → বল ও গতি অধ্যায়ের প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।





