শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় – কী করে বুঝব | Ki Kore Bujhbo
এই পর্বে রইল অষ্টম শ্রেণির বাংলা বিভাগ থেকে কী করে বুঝব – গল্পের সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
1। মোটা মহিলা দুটি, যাঁদের মধ্যে একজনের নাম ছেনুমাসি আর অন্যজনের নাম –
(ক) রেণুমাসি (খ) বেণুমাসি (গ) অলকা মাসি (ঘ) পূরবী মাসি
উত্তর – মোটা মহিলা দুজনের মধ্যে একজনের নাম ছেনুমাসি আর অন্যজনের নাম – (খ) বেণুমাসি।
2। ডাম্বল বুকুদের বাড়ির কোন জিনিসটি ভেঙ্গে ফেলেছে?
(ক) ঘড়ি (খ) কলসি (গ) টেবিল ল্যাম্প (ঘ) কোনটিই নয়
উত্তর- ডাম্বল বুকুদের বাড়ির (গ) টেবিল ল্যাম্পটি ভেঙ্গে ফেলেছে।
3। বুকুর বয়স –
(ক) পাঁচ (খ) ছয় (গ) সাত (ঘ) আট বছর
উত্তর- বুকুর বয়স (খ) ছয় বছর ।
4। বুকুর মাসিরা কোথা থেকে বুকুদের বাড়িতে এসেছে?
(ক) উত্তরপাড়া (খ) বেহালা (গ) মধ্যমগ্রাম (ঘ) জনাই
উত্তর- বুকুর মাসিরা (ক) উত্তরপাড়া থেকে বুকুদের বাড়িতে এসেছে।
5। ডাম্বেলের স্কুলের নাম কি?
(ক) প্রাইমারি শিক্ষালয় (খ) শিশুমঙ্গল বিদ্যাপীঠ (গ) আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান (ঘ) ডাম্বেল এখনো স্কুলে ভর্তি হয়নি।
উত্তর- (ঘ) ডাম্বেল এখনো স্কুলে ভর্তি হয়নি।
আরো পড়ো → দাঁড়াও কবিতার প্রশ্ন উত্তর আলোচনা
6। ‘নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে!’ – নির্মলার ছেলে বুকু যে মজার কথাটি এক্ষেত্রে বলেছে তা হল –
(ক) রিকশাগাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কী করে?
(খ) সে তাদের বাড়িতে আসা অতিথিদের মতো মোটা কাউকে কখনো দেখেনি
(গ) তার মা রয়েছেন তিনতলার ছাতে, রান্নাঘরে
(ঘ) তার সেজোকাকা লোকটি বিশেষ মোলায়েম নয়
উত্তর – ‘নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে!’ – নির্মলার ছেলে বুকু যে মজার কথাটি এক্ষেত্রে বলেছে তা হল – (খ) সে তাদের বাড়িতে আসা অতিথিদের মতো মোটা কাউকে কখনো দেখেনি।
7। মাসিরা যেদিন এসেছিল সেদিন বিকেলে বুকুদের কোথায় ঘুরতে যাবার কথা ছিল?
(ক) মেলায় (খ) মামারবাড়ি (গ) সিনেমায় (ঘ) বিয়েবাড়ি।
উত্তর – মাসিরা যেদিন এসেছিল সেদিন বিকেলে বুকুদের (গ) সিনেমায় যাবার কথা ছিল।
8। সেজকাকার বইতে বুকু কি খুঁজেছিল?
(ক) ছবি (খ) নক্সা (গ) কলম (ঘ) কোনটিই নয়
উত্তর – সেজকাকার বইতে বুকু কি খুঁজেছিল (ক) ছবি।
9। ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলো ছিল বুকুর –
(ক) বাবার (খ) মায়ের (গ) সেজোকাকার (ঘ) ঠাকুমার
উত্তর – ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলো ছিল বুকুর (গ) সেজোকাকার।
10। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল?
(ক) নির্মল শিশু প্রাঙ্গণ (খ) আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান (গ) আদর্শ বিদ্যাপীঠ (ঘ) আদর্শ শিক্ষা প্রাঙ্গণ
উত্তর – বুকু (খ) আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান-এ ভর্তি হয়েছিল।
আরো পড়ো → ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া – সহযোগিতা ও বিদ্রোহ প্রশ্ন উত্তর আলোচনা
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
1। বুকু কোথায় বসে খেলা করছিল?
উত্তর – বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল।
2। রিক্সা থেকে কারা নামলেন?
উত্তর – রিক্সা থেকে বেণু মাসি, ছেনু মাসি এবং ডাম্বল নামলেন।
3। ডাম্বল আলমারি ভেঙ্গে কার বই নামিয়েছিল?
উত্তর – ডাম্বল আলমারি ভেঙ্গে সেজকাকার বই নামিয়েছিল।
4। বুকুর মা-র কি কেনা ছিল?
উত্তর – বুকুর মা-র সিনেমার টিকিট কেনা ছিল।
5। বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্যে কি কি খাবার নিয়ে আসে?
উত্তর – বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্যে রাজভোগ, ভালো ভালো সন্দেশ, শিঙাড়া, নিমকি ইত্যাদি খাবার নিয়ে এসেছিলেন।
আরো পড়ো → দক্ষিণ আমেরিকা প্রশ্ন উত্তর আলোচনা
সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২]
1। ‘সিঁড়ি ভেঙে আর উঠতে পারব না বাবা’ – কারা একথা বলেছেন? তাঁরা সিঁড়ি ভেঙ্গে উঠতে পারবেন না কেন?
উত্তর – আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে বেণু মাসি ও ছেনু মাসি সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না।
তাঁরা সুদূর উত্তরপাড়া থেকে দু-তিনটে বাস বদল করে, শেষে রিক্সা ধরে এসেছেন। তাই তাঁরা খুবই ক্লান্ত। তাই আর সিঁড়ি ভেঙে উঠতে পারবেননা।
2। বুকু অবাক হয়ে ফ্যালফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে ছিল কেন?
উত্তর – আলোচ্য গল্পে ছোট্ট বুকুদের বাড়িতে এসেছে তাদের আত্মীয় বেণু মাসি ও ছেনু মাসি। বুকুর মুখ থেকে সেই কথা শুনে, বুকুর মা আড়ালে অত্যন্ত বিরক্ত ও ক্ষুদ্ধ হয়েছিলেন। কিন্তু, অবাকভাবে সেই মা-ই অতিথিদের সামনে আসার পর খুব আন্তরিকভাবে তাদের অভ্যর্থনা করতে থাকেন। এই দ্বিচারিতা দেখে ছোট্ট বুকু খুবই অবাক হয়ে মায়ের মুখের দিকে ফ্যালফেলিয়ে তাকিয়ে ছিল।
3। ডাম্বলকে ইস্কুলে ভর্তি করা হয়নি কেন?
উত্তর – আলোচ্য গল্প ‘কি করে বুঝব’ তে ডাম্বল ইস্কুলে ভর্তি না হওয়ার পিছনে তাঁর ‘কিপটে’ বাবার কিপটেমিকেই দায়ী করেছিল। ডাম্বলের বয়স ৭, তাই স্কুলের মাইনেও হবে ৭ টাকা। তাই এতো টাকা স্কুলে মাইনে দিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করানোর কোনো ইচ্ছাই নেই ডাম্বলের বাবার। তাই ডাম্বল এখনো ইস্কুলে ভর্তি হয়নি।
4। ‘ও কি! কি কান্ড করেছ তুমি’ – কে, কি কাণ্ড করেছে?
উত্তর – আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে।
এখানে ডাম্বল বুকুর অনুপস্থিতিতে বুকুদের বাড়িতে এসেই, বুকুর সেজকাকার বইয়ের আলমারি খুলে, সেখান থেকে বই নামিয়ে মাটিতে রেখেছে।
5। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কেন?
উত্তর – আলোচ্য গল্প ‘কি করে বুঝব’ তে একদিন বুকু বাড়ির রোয়াকে বসে খেলা করছিল। এমন সময় একটা রিক্সা এসে দাঁড়ায় তাদের বাড়ির সামনে। সেই রিক্সা থেকে নেমে আসেন দু-জন ভীষণ মোটা মহিলা ও তাদের সঙ্গে একটি বুকুর বয়সী ছেলে। সেও বেশ মোটা। এতগুলো মোটা মানুষ কি করে ঐ টুকু রিক্সা চড়ে এলেন এটা ভেবেই বুকু রিক্সার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়।
আরো পড়ো → হাওয়ার গান কবিতার প্রশ্ন উত্তর
6। ‘ছেলের কথা শুনেই বুকুর মা মাথায় বজ্রাঘাত’ – ছেলের কথা শুনে বুকুর মা-র মাথায় বজ্রাঘাত হল কেন?
উত্তর – আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে। অসময়ে আত্মীয় আসায় বুকুর মা তার ছেলের সামনে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছিল। কিন্তু তা সত্ত্বেও আত্মীয়দের সামনে যথাসম্ভব মিথ্যা ভদ্রতা করেছিলেন, এসব দেখে ছোট্টো সরল বুকু যারপরনাই অবাক হয়ে আত্মীয়দের সামনেই মায়ের বিরক্ত হওয়ার কথা বলে ফেলে। এমনভাবে সত্য প্রকাশ পাওয়ায় বুকুর মা মাথায় বাজ পড়ার মত চমকে উঠেছিল।
7। ‘দুজনে মিলে চেঁচান, ‘বল, বল কেন ওসব বললি?’ – বুকু কেন ওসব বলেছিল?
উত্তর – আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটিতে একটি সহজ সরল ছেলে বুকুর ‘সত্যি কথার’ শাস্তির কথাই লেখিকা তুলে ধরেছেন। গল্পে যেদিন আত্মীয়রা হঠাৎ এসে পড়ে ঠিক সেদিন দুপুরেই বুকুর মা ছেলেকে ‘সৎ শিক্ষা’ দিয়ে বলেছিলেন সব সময় সত্যি কথা বলতে। বেচারা বুকু মায়ের কথা মতই সকলের সামনেই মায়ের ‘মিথ্যা’ দেখে অবাক হয়ে একের পর এক সত্য ঘটনা বলেছিল।
8। ‘কে জানে পাগলা-টাগলা হয়ে যাবে নাকি’ – কার সম্পর্কে এই মন্তব্যে করা হয়েছে? এমন সন্দেহের কারণ কি?
উত্তর – আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে। বুকুর সম্পর্কে উক্ত মন্তব্যটি করা হয়েছে।
বুকু একের পর এক সত্যি কথা তার মাকে অত্যন্ত অস্বস্তির মধ্যে ফেলে দেয়। তাই তার বাড়িতে আসা অতিথিদের সামনে ভদ্রতা রক্ষার খাতিরেই বুকুর মায়ের ছেলে সম্পর্কে এমন সন্দেহ হয়েছে।
আরো পড়ো → ছন্নছাড়া কবিতার প্রশ্ন উত্তর আলোচনা
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।