শ্রেণি – দশম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – গ্যাসের আচরণ – প্রশ্ন উত্তর – Behaviour of gases Question Answer | Gyaser-acoron (Chapter 2)
এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের দ্বিতীয় অধ্যায় – গ্যাসের আচরণ থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
1। চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক রাশিটি হল –
a) উষ্ণতা b) চাপ c) ভর d) আয়তন
উত্তর- চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক রাশিটি হল ভর।
2। গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয়-
a) ব্যস্তনুপাতে b) সমানভাবে c) কোনো পরিবর্তন হয় না d) সমানুপাতে
উত্তর- গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় সমানুপাতে।
3। 27°C তাপমাএা পরমস্কেলে হবে –
a) 273K b) 300K c) 303K d) 307K
উত্তর- 27°C তাপমাত্রা পরমস্কেলে হবে 300K।
4। \(12.046\times 10^{23}\) টি নাইট্রোজেন অণুর ভর –
a) 28g b) 56g c)14g d) )7g
উত্তর- \(12.046\times 10^{23}\) টি নাইট্রোজেন অণুর ভর 56 g।
পড়া মনে রাখার সেরা উপায়! ↓
5। 373K উষ্ণতার সেলসিয়াস স্কেলে মান –
a) 0°C b) 50°C c) 100°C d) 200°C
উত্তর- 373K উষ্ণতার সেলসিয়াস স্কেলে মান 100°C।
6। 8 g অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটি হলো –
a) PV = 8RT b) \(PV = \frac{RT}{4}\) c) PV = RT d) \(PV = \frac {RT}{2}\)
উত্তর- 8g অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটি হলো \(PV = \frac{RT}{4}\)।
7। গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম-
a) ব্যারোমিটার b) ম্যানোমিটার c) ভোল্টমিটার d) অ্যামমিটার
উত্তর- গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম ম্যানোমিটার।
8। কোনটি চাপ পরিমাপের একক নয় –
a) টর b) বার c) পাস্কাল d) সেন্টিমিটার
উত্তর- সেন্টিমিটার চাপ পরিমাপের একক নয় ।
9। STP-তে 11.2 লিটার \(CO_2\)-এর ভর-
a) 22 g b) 12 g c) 44 g d) 34 g
উত্তর- STP-তে 11.2 লিটার \(CO_2\)-এর ভর 22 g।
10। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হল-
a) 0°C b) -273°C c) 273°C d) 100°C
উত্তর- সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হল -273°C.
আরো পড়ো → আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন – উত্তর
একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
1। 68 g অ্যামোনিয়া = কত মোল?
উত্তর- 68 g অ্যামোনিয়া = 4 মোল।
2। বয়েলের সূত্রের গাণিতিক রূপ কী?
উত্তর- বয়েলের সূত্রের গাণিতিক রূপ হল \(P_1V_1=P_2V_2\).
3। কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত?
উত্তর- কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক = 373K
4। তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত?
উত্তর- তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান 273K.
5। বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো।
উত্তর- বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই ভর ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয়।
6। সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 100 হলে। কেলভিন স্কেলে ঐ উষ্ণতার পার্থক্য কত হবে?
উত্তর- সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 100 হলে। কেলভিন স্কেলে ঐ উষ্ণতার পার্থক্য 100 হবে।
7। পরমশূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে?
উত্তর- পরমশূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন 0 হবে।
আরো পড়ো → Our runaway kite Question – Answer
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]
1। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন?
উত্তর- এক গ্রাম বা 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে PV = RT, এই সমীকরণে R কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। R এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান কারণ এর মান গ্যাসের ধর্ম বা প্রকৃতির ওপর নির্ভর করে না,তাই এটি সার্বজনীন গ্যাস ধ্রুবক।
2। নির্দিষ্ট উষ্ণতায় স্থির ভরের গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক প্রতিষ্ঠা কর।
উত্তর- স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব ওই গ্যাসটির চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়।
অর্থাৎ, \(P\propto \rho\) বা \(P = K\rho\) (যেখানে K = ধ্রুবক) P হল চাপ এবং হল ঘনত্ব।
3। STP বলতে কী বোঝো?
উত্তর- STP (standard temperature and pressure) অর্থাৎ প্রমান উষ্ণতা ও চাপে কোনো সিস্টেমের উষ্ণতা 0°C (273K) এবং চাপ সবসময় 1atm হবে এবং 1 মোল STPতে কোনো গ্যাস 22.4 L আয়তন গ্রহণ করে।
4। গ্যাসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা কর।
উত্তর- মনে করি, P চাপে T K পরম উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমান গ্যাসের আয়তন = V
বয়েলের সূত্র অনুসারে, উষ্ণতা (T) স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমান গ্যাসের আয়তন (V) চাপের (P) সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
অর্থাৎ \(V\propto\frac{1}{P}\) ,যখন উষ্ণতা (T) স্থির থাকে। ……….(1)
আবার চার্লসের সূত্র অনুসারে, চাপ (P ) স্থির থাকলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন (V) পরম উষ্ণতার (T) সমানুপাতিক হয়। অর্থাৎ \(V\propto T\) ,যখন চাপ স্থির থাকে ………….(2)
এখন যদি চাপ (P ) এবং উষ্ণতা (T) উভয়ই পরিবর্তিত হয় তবে (1) এবং (2) থেকে পাওয়া যায় \(V\propto \frac{T}{P}\) বা \(V = \frac{KT}{P}\) (যেখানে K = ধ্রুবক) বা, \(\frac{PV}{T} = K\)(ধ্রুবক)।
এখন মনে করি, নির্দিষ্ট পরিমাপ গ্যাসের আয়তন V পরিবর্তিত হয় \(V_{1}\) এবং \(V_{2}\) আয়তনে, চাপ P পরিবর্তিত হয় \(P_{1}\) এবং \(P_{2}\) চাপে এবং উষ্ণতা T পরিবর্তিত হয় \(T_{1}\) এবং \(T_{2}\) উষ্ণতায় তবে V, P এবং T এই তিন অবস্থার পরিবর্তনে পাওয়া যায়,
\(\frac{P_{1}V_{1}}{T_{1}} = K\) অর্থাৎ \(\frac{PV}{T} = \frac{P_{1}V_{1}}{T_{1}} = \frac{P_{2}V_{2}}{T_{2}} = \frac{P_{n}V_{n}}{T_{n}}=K\) (ধ্রুবক) [n যে কোনো পূর্ণসংখ্যা]
\(\frac{PV}{T} = K\) অথবা, PV = KT …….(3)
সমীকরণ (3) হলো গ্যাসের সমীকরণ।
UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓
5। গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি লেখ।
উত্তর-স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব ওই গ্যাসটির চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়।
অর্থাৎ, \(P\propto \rho\) বা \(P = K\rho\) (যেখানে K = ধ্রুবক) P হল চাপ এবং ρ হল ঘনত্ব।
6। বয়েলের সূত্র থেকে (i) P – V (ii) PV – P লেখচিত্রটি অঙ্কন কর।
(i) P – V
(ii) PV – P
7। পরম শূন্য উষ্ণতা কাকে বলে ? এরূপ নামকরণের কারণ কী?
উত্তর- যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পায় (শুন্য হয়) তাকে পরম শুন্য উষ্ণতা বলে। এইরূপ নামকরণের কারণ হল – সেলসিয়াস স্কেলে এর মান -273°C; মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা কোথাও থাকতে পারে না। বাস্তবিকপক্ষে এটি অসম্ভব। এত নিম্ন উষ্ণতায় আসার আগেই সব গ্যাস তরল হয়ে যায়। কঠিন বা তরলের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয় এবং বাস্তবে পরম শুন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয়।
8। গ্যাসের অণুর গতি উষ্ণতার ওপর কীভাবে নির্ভর করে?
উত্তর- উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসীয় অণুগুলির গতিশক্তি বৃদ্ধি বা হ্রাস পায়। একটি আবদ্ধ পাত্রে নির্দিষ্ট ভরের গ্যাস রেখে অর্থাৎ, আয়তন স্থির রেখে এর উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগ বৃদ্ধি পায়। আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের অণুগুলির বেগও হ্রাস পায়।
আরো পড়ো → ভেদ অধ্যায়ের কিছু গাণিতিক প্রশ্নের সমাধান
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।