চলতড়িৎ প্রশ্ন উত্তর | Current Electricity Question Answer WBBSE |মাধ্যমিক ভৌতবিজ্ঞান

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
cholo-torit-QA
শ্রেণি – দশম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – চলতড়িৎ – প্রশ্ন উত্তর – Current Electricity Question Answer | Cholo Torit (Chapter 6)

এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের ষষ্ট অধ্যায় – চলতড়িৎ থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। সুপরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে –
a) অপরিবর্তিত থাকে b) হ্রাস পায় c) বৃদ্ধি পায় d) শূন্য হয়ে যায়।

উত্তর-সুপরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে c) বৃদ্ধি পায়।

2। ফিউজ তার কোন্‌ ধাতুর তৈরি?
a) টিন b) সিসা c) টিন ও সিসার সংকর ধাতু d) তামা ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু।

উত্তর- ফিউজ তার c) টিন ও সিসার সংকর ধাতুর তৈরি।

3। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি করা হয় –
a) টাংস্টেন b) অ্যালুমিনিয়াম c) কপার d) নাইক্রম দিয়ে।

উত্তর- বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি করা হয় a) টাংস্টেন দিয়ে।

4। তড়িৎপ্রবাহের তাপীয় ফলের একটি প্রয়োগ হল –
a) রেডিয়ো b) ফিউজ c) টিভি d) প্রেসার কুকার।

উত্তর- তড়িৎপ্রবাহের তাপীয় ফলের একটি প্রয়োগ হল – b) ফিউজ।

5। তড়িৎশক্তির খরচের হিসেবে কোন্‌টি বেশি তড়িৎ খরচ সাশ্রয়কারী?
a) ভাস্বর বাতি b) প্রতিপ্রভ বাতি c) LED d) CFL

উত্তর-তড়িৎশক্তির খরচের হিসেবে c) LED বেশি তড়িৎ খরচ সাশ্রয়কারী।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


6। R রোধের মধ্য দিয়ে t সময় ধরে I প্রবাহ চললে যে পরিমাণ তড়িৎশক্তি খরচ হবে, তা হল-
a) \(IR^2t\) b) \(I^2Rt\) c) \(IRt\) d) \(I^2R^2t\)

উত্তর-R রোধের মধ্য দিয়ে t সময় ধরে I প্রবাহ চললে যে পরিমাণ তড়িৎশক্তি খরচ হবে, তা হল- a) \(IR^2t\) .

7। ফ্লেমিং- এর বামহস্ত নিয়মকে বলা হয়-
a) ডায়নামোর নিয়ম b) মোটরের নিয়ম c) আবেশের নিয়ম d) ভ্রান্ত নিয়ম।

উত্তর- ফ্লেমিং- এর বামহস্ত নিয়মকে বলা হয় – b) মোটরের নিয়ম।

8। ওরস্টেড- এর নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে-
a) হিটার b) বাল্ব c) বৈদ্যুতিক মোটর d) ইনভার্টার।

উত্তর- ওরস্টেড- এর নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে – c) বৈদ্যুতিক মোটর।

9। লেঞ্জের সূত্রটি প্রদত্ত কোন্‌ সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়?
a) ভরের সংরক্ষণ সূত্র b) আধানের সংরক্ষণ সূত্র c) শক্তির সংরক্ষণ সূত্র d) ভর ও শক্তির সংরক্ষণ সূত্র।

উত্তর-লেঞ্জের সূত্রটি c) শক্তির সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়।

10। ফ্যারাডের সূত্র দুটি বিবৃত করে-
a) চৌম্বকক্ষেত্র b) তড়িৎক্ষেত্র c) তড়িৎচৌম্বক ক্ষেত্র d) তড়িৎচুম্বকীয় আবেশ।

উত্তর- ফ্যারাডের সূত্র দুটি বিবৃত করে – d) তড়িৎচুম্বকীয় আবেশ।


আরো পড়ো → বিকল্প চিন্তা উদ্যোগ অধ্যায়ের প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। ডায়নামোতে কোন্‌ ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর-ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।

2। তড়িৎক্ষমতার SI একক কী?
উত্তর-তড়িৎক্ষমতার SI একক হল ওয়াট।

3। BOT এককের পুরো নাম লেখো।
উত্তর- BOT এককের পুরো নাম Board of Trade unit.


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

wbporashona-madhyamik-chapter-test-2025


4। কোন ব্যবহারিক যন্ত্রে ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম প্রযুক্ত হয়?
উত্তর- বৈদুতিক মোটরে ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম প্রযুক্ত হয়।

5। গৃহস্থলীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে?
উত্তর- গৃহস্থলীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে।

6| কি কি বিষয় অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে?
উত্তর – উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে।

7| একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও।
উত্তর – একটি অর্ধপরিবাহীর উদাহরণ হল জার্মেনিয়াম।

8| উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়?
উত্তর – উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়।

9| একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদবিশিষ্ট লোহা ও তামার দু’প্রান্তে একই বিভবপ্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্য দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়?
উত্তর – না, একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদবিশিষ্ট লোহা ও তামার দু’প্রান্তে একই বিভবপ্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্য দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় না। তামার তারের মধ্যে দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়।

10| ভোল্টমিটার দিয়ে কি মাপা হয়?
উত্তর – ভোল্টমিটার দিয়ে বিভবপ্রভেদ মাপা হয়।

chapter-test-physical-science-2025

11| নাইক্রোম কি?
উত্তর – নিকেল (Ni), আয়রন (Fe) ও ক্রোমিয়াম (Cr)-এর সংকর ধাতু হল নাইক্রোম।

12| ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে লাইভ তারে কোন সমবায়ে যোগ করা হয়?
উত্তর – ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে লাইভ তারে শ্রেণি সমবায়ে যোগ করা হয়।

13| তড়িৎ ক্ষমতার SI বা বাণিজ্যিক একক কি?
উত্তর – তড়িৎ ক্ষমতার SI বা বাণিজ্যিক একক হল ওয়াট (W)।

14| 1 BOT-এর মান ক্যালোরি এককে কত?
উত্তর – 1 BOT-এর মান ক্যালোরি এককে 8.64 × 105.

15| কিলোওয়াট-ঘণ্টা কোন ভৌতরাশির একক?
উত্তর – কিলোওয়াট-ঘণ্টা তড়িৎশক্তির একক।


আরো পড়ো → ভেদ অধ্যায়ের গাণিতিক উদাহরণ

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের প্রকৃতি কীরূপ?
উত্তর- বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তার উচ্চ গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হয়। উচ্চ রোধাঙ্ক হওয়ায় বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয়। এবং উচ্চ গলনাঙ্ক হওয়ার কারণে অধিক তাপে নাইক্রোম তার গলে যায় না।

2। শর্ট সার্কিট কী?
উত্তর- কোনো কারণে কোনো তড়িৎ বর্তনীর লাইন দুটির মধ্যে সরাসরি সংযোগ ঘটলে বর্তনীর রোধ প্রায় শূন্য হয়। একেই বলা হয় শর্ট সার্কিট (Short circuit)। শর্ট সার্কিট হলে বর্তনীতে প্রবাহমাত্রা খুব বেড়ে যায়। ফলে লাইনে প্রচুর তাপ উৎপন্ন হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।

3। ভেজা হাতে সুইচ স্পর্শ করা নিরাপদ নয় কেন?
উত্তর-সাধারণ জল তড়িৎ-এর সুপরিবাহী, এছাড়া আমাদের দেহও তড়িৎ-এর সুপরিবাহী। এই কারণে সুইচে যদি কারেন্ট লিকেজ থাকে ভেজা হাতের মাধ্যমে আমদের শরীরে চলে আসে এবং শক লাগবার আশঙ্কা থাকে। তাই ভেজা হাতে সুইচ স্পর্শ করা নিরাপদ।

4। বিভব পার্থক্য কী?
উত্তর- দুটি সমান বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হয়, তাকে ওই বস্তুদ্বয়ের বিভবপার্থক্য বলে।

5। পরিবর্তী তড়িৎপ্রবাহ বলতে কি বোঝায়?
উত্তর- যে তড়িৎপ্রবাহমাত্রা নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে এবং সময়ের সঙ্গে পর্যায়ক্রমিকভাবে মান পরিবর্তন করে তাকেই পরিবর্তী প্রবাহ বলে।

6। আর্থিং কী?
উত্তর- ব্যবহৃত যন্ত্রের ধাতব ও আচ্ছাদন তড়িৎ গ্রস্ত হয়ে পড়লে বিপদের আশঙ্কা থাকে অর্থাৎ ব্যবহারকারী ভূমিতে দাঁড়ানো অবস্থায় ওই যন্ত্র স্পর্শ করলে তার শক লাগার সম্ভাবনা থাকে। এই বিপদ দূর করার জন্য আর্থিং ব্যবহার করা হয়।

7। লাইভ, নিউট্রাল এবং আর্থিং তারের আন্তর্জাতিক নিয়ম অনুসারে বর্ণ লেখো।
উত্তর- আন্তর্জাতিক নিয়ম অনুসারে, লাইভ তারের বর্ণ – বাদামি
নিউট্রাল তারের বর্ণ – হালকা নীল
আর্থ তারের বর্ণ – সবুজ বা হলুদ।

wbporashona-physical-science-ebook

8। একটি স্কুলে 10টি 40 W –এর পাখা প্রতিদিন 5 hr চলে এবং 5টি 60 W –এর বাতি গড়ে 3 hr জ্বলে। প্রতি ইউনিট 5 টাকা হলে, মাসিক খরচ কত হবে?
উত্তর- মোট তড়িৎশক্তি ব্যয় = [(10 x 40) x 5 x 30 + (5 x 60) x 3 x 30] = 60000 + 27000
= 87000 = 87KWh
এক মাসে কত খরচ হবে = 87 x 5 = 435 টাকা

9। পরিবর্তী প্রবাহ (AC) ও সম প্রবাহ (DC) –এর মধ্যে পার্থক্য লেখো।
উত্তর-

10। একটি রোধ অপর একটি রোধের তিনগুন। রোধ দুটিকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হয় 12 Ω । রোধ দুটির মান নির্ণয় করো।
সমাধান, ধরি, একটি রোধ R অপরটি 3R।
রোধ দুটিকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ = (R + 3R) = 4R
∴ 4R=12
∴ R = 3
উত্তর- একটি রোধ 3Ω অপরটি (3 x 3) = 9Ω

আরো পড়ো → বায়ুমণ্ডল অধ্যায়ের প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel