তাপের ঘটনাসমূহ – প্রশ্ন উত্তর | Thermal Phenomena Question Answer WBBSE

মাধ্যমিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সেরা উপায় 👇

madhymik-mock-test-2024
taper ghotonasomuho
শ্রেণি – দশম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – তাপের ঘটনাসমূহ – প্রশ্ন উত্তর – Thermal Phenomena Question Answer | Taper Ghotonasomuho (Chapter 3)

এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের চতুর্থ অধ্যায় – তাপের ঘটনাসমূহ থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেলে
a) বৃদ্ধি পায় b) হ্রাস পায় c) অপরিবর্তিত থাকে d) হ্রাস ও বৃদ্ধি পায়

উত্তর- কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেলে a) বৃদ্ধি পায়।

2। কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে কম-
a) হিরে b) লোহা c) সিসা d) পারদ

উত্তর- তাপ পরিবাহিতা সবচেয়ে কম d) পারদ -এর।

3। কঠিনের আয়তন প্রসারণ নির্ভর করে-
a) শুধুমাত্র প্রাথমিক আয়তনের ওপর b) শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির ওপর c) শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কের ওপর d) a), b), c) তিনটির ওপর

উত্তর- কঠিনের আয়তন প্রসারণ নির্ভর করে – a), b), c) তিনটির ওপর।

4। কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহণের হার, কঠিনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে-
a) বৃদ্ধি পায় b) হ্রাস পায় c) একই থাকে d) বলা যায় না

উত্তর- কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহণের হার কঠিনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে a) বৃদ্ধি পায়।

5। নীচের কোনটি তাপের কুপরিবাহী-
a) রবার b) লোহা c) পারদ d) তামা

উত্তর- তাপের কুপরিবাহী হল – a) রবার।

আরো পড়ো → পরিবেশ দূষণ প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের SI একক লেখো।
উত্তর- ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের SI /K একক।

2। কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক (β) ও আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ)–এর মধ্যে সম্পর্ক উল্লেখ করো।
উত্তর- কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক (β) ও আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ)–এর মধ্যে সম্পর্ক – 3β = 2γ

3। একটি উদাহরণ দাও, যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে যায়?
উত্তর- জলের উষ্ণতা 0°C থেকে 4°C পর্যন্ত উষ্ণতা বৃদ্ধিতে, জলের আয়তন বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়।

4। পাত্রের প্রসারণ বেশি হলে আপাত প্রসারণ বাড়বে না কমবে?
উত্তর- পাত্রের প্রসারণ বেশি হলে আপাত প্রসারণ কমবে।

5। ইনভারের উপাদানের শতকরা সংযুক্তি কত?
উত্তর- ইনভারে 64% লোহা ও 36% নিকেল থাকে।

আরো পড়ো → The Cat Question – Answer

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1। রেললাইনের জোড়ের মুখে ফাঁকা রাখা হয় কেন?
উত্তর- কঠিনের তাপীয় প্রসারণের কারণে রেললাইনের ধাতব পাতের মধ্যে ফাঁক রাখা হয়, যাতে তাপের প্রসারণের কারণে ধাতব পাতগুলি একে অপরের উপরে উপরিপাতিত না হয়।

2। গোরুর গাড়িতে লোহার বেড় পরানোর সময় বেড়টিকে লাল তপ্ত করে নেওয়া হয় কেন?
উত্তর-আমরা জানি,উষ্ণতা বৃদ্ধির ফলে পর্দাথের আয়তনের প্রসারণ ঘটে। গোরুর গাড়িতে লোহার বেড় পরানোর সময় বেড়টিকে লাল তপ্ত করে বেড়টির আয়তন কাঠের চাকার থেকে বেশি করা হয় যাতে সহজভাবে বেড়টি চাকায় পরানো যায়। পরে বেড়টি শীতল হলে ঐ চাকার সাথে শক্তভাবে আটকে যায়। ফলে খুলে গিয়ে দুর্ঘটনার ভয় থাকে না।

3। মোটা কাঁচের পাত্রে গরম জল ঢাললে তা ফেটে যায় কেন?
উত্তর- আমরা জানি তাপের ফলে পর্দাথের প্রসারণ ঘটে, গরম জল দেওয়ায় কাচেরও প্রসারণ ঘটে তবে কাঁচ কঠিন ভঙ্গুর হওয়ায় সহজেই ফেটে যায়।

4। জলচর প্রাণীদের ক্ষেত্রে জলের ব্যতিক্রান্ত প্রসারণের গুরুত্ব লেখো।
উত্তর- নদী বা পুকুরের জল জমার সময় ক্রমশ ঘনীভূত হয় এবং 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, এইভাবে জল তার ব্যতিক্রান্ত চরিত্র প্রদর্শন করে। পরে জল জমাট বেঁধে বরফে পরিণত হলে, নীচের স্তরে জলের ঘনত্ব উপরের স্তরে বরফের অপেক্ষা বেশি থাকে। এই কারণে বরফ জলতলের উপরে ভাসমান থাকে। এবং সেই বেশি ঘনত্বের 4°C উষ্ণতার তরল জলে জলচর প্রাণীরা বসবাস করে।

5। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এর রাশিমালাটি লেখো।
উত্তর- কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1° বৃদ্ধি করলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে।
মনে করি, \(θ_1\)°C উষ্ণতায় ধাতব গোলকের আয়তন \(V_1\) এবং এর উষ্ণতা \(θ_2\)°C করা হলে গোলকের আয়তন দাঁড়ায় \(V_2\)।
\((θ_2- θ_1)\)°C উষ্ণতা বৃদ্ধিতে গোলকের আয়তনের প্রসারণ \((V_2-V_1)\)
1° উষ্ণতা বৃদ্ধিতে তরলের প্রতি একক আয়তনে প্রকৃত আয়তন প্রসারণ =\(\frac{(V_2-V_1)}{V_1(θ_2-θ_1)}\)
কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ) = \(\frac{(V_2-V_1)}{V_1(θ_2-θ_1)}\)
কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক = আয়তনের প্রসারণ/প্রাথমিক আয়তন × উষ্ণতা বৃদ্ধি

আরো পড়ো → সদৃশতা অধ্যায়ের কিছু গাণিতিক প্রশ্নের সমাধান

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

WBP-to-the-point-banner-v1