ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া – সহযোগিতা ও বিদ্রোহ- প্রশ্ন উত্তর | Ouponibeshik shasoner protikriya – sohojogita bidroho – Question Answer | Chapter – 5 | অষ্টম শ্রেণী | History

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
ouponibeshik-shasoner-protikriya-sohojogita-bidroho
শ্রেণি – অষ্টম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া – সহযোগিতা ও বিদ্রোহ | Ouponibeshik shasoner protikriya -sohojogita-bidroho (Chapter 5)

এই পর্বে রইল অষ্টম শ্রেণির ইতিহাস বিভাগের পঞ্চম অধ্যায় – ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া – সহযোগিতা ও বিদ্রোহ থেকে রইল সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন।
(ক) সত্যশোধক সমাজ (খ) আর্য সমাজ (গ) ব্রাহ্ম সমাজ (ঘ) প্রার্থনা সমাজ

উত্তর – মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন (ক) সত্যশোধক সমাজ।

2। প্রদত্ত কোন কারণটি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? (ক) ঔপনিবেশিক অরণ্য আইন (খ) জমিদার, মহাজনদের শোষণ (গ) উপজাতি সম্প্রদায়ের আধুকীকরণ (ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ
উত্তর – (গ) উপজাতি সম্প্রদায়ের আধুকীকরণ বিষয়টি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

3। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন ঘটে। নীচের কোন বিকল্পটি সঠিক নয় (ক) ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসনের সমাপ্তি ঘটেছিল (খ) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয় (গ) রানি ভিক্টোরিয়াকে বিট্রিশ ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয় (ঘ) লর্ড ক্যানিং ভাইসরয় নিযুক্ত হন
উত্তর – প্রশ্নে যে বিকল্পটি সঠিক নয় সেটি হল (খ) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়।

4। সমাজসংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশলিঙ্গম পান্তুলুর কর্মকান্ডের মধ্যে কোন বিশেষ মিল রয়েছে? (ক) দুজনেই সংস্কৃত ভাষাচর্চার প্রসিদ্ধি ঘটিয়েছিলেন (খ) দুজনেই মুদ্রণ ব্যবস্থার বিকাশের সঙ্গে যুক্ত ছিলেন (গ) দুজনেই বিধবাবিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন (ঘ) দুজনেই সতীদাহপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন
উত্তর – সমাজসংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশলিঙ্গম পান্তুলুর কর্মকান্ডের মধ্যে যে বিষয়টিতে মিল রয়েছে সেটি হল (গ) দুজনেই বিধবাবিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

5। তিতুমীর কাদের বিরূদ্ধে বিদ্রোহ করেছিলেন? (ক) স্থানীয় জমিদার (খ) ব্রিটিশ প্রশাসন (গ) নীলকর সাহেব (ঘ) ওপরের সবকটি
উত্তর – তিতুমীর (ঘ) ওপরের সবকটি বিরূদ্ধে বিদ্রোহ করেছিলেন।


To-the-point-class-8-History


6| সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে উদ্যোগ নিয়েছিলেন – (ক) লর্ড ওয়েলেসলি (খ) রাজা রামমোহন রায় (গ) বিদ্যাসাগর (ঘ) লর্ড বেন্টিঙ্ক
উত্তর – সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে উদ্যোগ নিয়েছিলেন – (খ) রাজা রামমোহন রায়।

7| হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন? (ক) হিন্দু কলেজের শিক্ষক (খ) সংস্কৃত কলেজের শিক্ষক (গ) ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক (ঘ) কলকাতা মাদ্রাসার শিক্ষক
উত্তর – হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন – (ক) হিন্দু কলেজের শিক্ষক।

8| ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠা করেন – (ক) রামমোহন রায় (খ) স্বামী দয়ানন্দ সরস্বতী (গ) রাজনারায়ণ বসু (ঘ) বিষ্ণুশাস্ত্রী পণ্ডিত
উত্তর – ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠা করেন – ক) রামমোহন রায়।

9| শ্রীশ্রীরামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য হলেন – (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী (খ) রাজা রামমোহন রায় (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) কেশবচন্দ্র সেন
উত্তর – শ্রীশ্রীরামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য হলেন – গ) স্বামী বিবেকানন্দ।

10| হুল শব্দের অর্থ – (ক) মহাজন (খ) জমিদার (গ) বহিরাগত (ঘ) বিদ্রোহ
উত্তর – হুল শব্দের অর্থ – ঘ) বিদ্রোহ।


আরো পড়ো → গাছের কথা প্রবন্ধের প্রশ্ন উত্তর

11| ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় – (ক) আরবে (খ) ভারতে (গ) ইংল্যান্ডে (ঘ) পারস্যে
উত্তর – ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় – (ক) আরবে।

12| মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন – (ক) বিরসা মুন্ডা (খ) সিধু (গ) তিতুমির (ঘ) ভৈরব
উত্তর – মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন – (ক) বিরসা মুন্ডা।

13| নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন – (ক) বিরসা মুন্ডা (খ) সিধু (গ) বিষ্ণুচরণ বিশ্বাস (ঘ) ভৈরব
উত্তর – নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন – (গ) বিষ্ণুচরণ বিশ্বাস।

14| সিপাহি বিদ্রোহ হয় -(ক) ১৮৫০ খ্রিস্টাব্দে (খ) ১৮৫২ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
উত্তর – সিপাহি বিদ্রোহ হয় – ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।

15| সিপাহিরা কাকে ‘হিন্দুস্থানের সম্রাট’ বলে ঘোষণা করেছিলেন? (ক) লর্ড ক্যানিংকে খ) ভিক্টোরিয়াকে (গ) শাহ আলমকে (ঘ) বাহাদুর শাহ জাফরকে
উত্তর – সিপাহিরা ‘হিন্দুস্থানের সম্রাট’ বলে ঘোষণা করেছিলেন – (ঘ) বাহাদুর শাহ জাফরকে।


আরো পড়ো → উত্তর আমেরিকা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1| বাংলার সমাজসংস্কার আন্দোলনকারীদের মধ্যে প্রধান কে ছিলেন?
উত্তর – বাংলার সমাজসংস্কার আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন রাজা রামমোহন রায়।

2| কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উত্তর – লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।

3| কত খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি ‘বেঙ্গল গেজেট’ প্রকাশ করেন?
উত্তর – ১৭৮০ খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি ‘বেঙ্গল গেজেট’ প্রকাশ করেন।

4| বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম কি?
উত্তর – বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম দিগদর্শন।

5| বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি?
উত্তর – বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম সমাচার দর্পণ।


আরো পড়ো → মেঘ ও বৃষ্টি অধ্যায়ের প্রশ্ন উত্তর

6| বিধবাবিবাহ চালু করার জন্য কে আন্দোলন করেছিলেন?
উত্তর – বিধবাবিবাহ চালু করার জন্য আন্দোলন করেছিলেন বিদ্যাসাগর।

7| ডিরোজিওর ছাত্রদের কি বলা হত?
উত্তর – ডিরোজিওর ছাত্রদের বলা হত নব্যবঙ্গ।

8| প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর – প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় বোম্বাইয়ে।

9| মহাদেব গোবিন্দ রানাডে কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর – মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

10| পশ্চিম ভারতে নারীশিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম লেখো।
উত্তর – পশ্চিম ভারতে নারীশিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম হল পণ্ডিতা রমাবাঈ।


আরো পড়ো → হাওয়ার গান কবিতার প্রশ্ন উত্তর

11| মাদ্রাজ প্রেসিডেন্সিতে কে বিধবাবিবাহ আন্দোলন শুরু করেন?
উত্তর – মাদ্রাজ প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্তুলু বিধবাবিবাহ আন্দোলন শুরু করেন।

12| কত খ্রিস্টাব্দে ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর – ১৮১৫ খ্রিস্টাব্দে ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠিত হয়।

13| কে ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠা করেন?
উত্তর – ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।

14| ‘লোকহিতবাদী’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তর – ‘লোকহিতবাদী’ নামে পরিচিত ছিলেন গোপালহরি দেশমুখ।

15| মহারাষ্ট্রের নিম্নবর্ণের সমাজসংস্কারক নেতা কে ছিলেন?
উত্তর – মহারাষ্ট্রের নিম্নবর্ণের সমাজসংস্কারক নেতা ছিলেন জ্যোতিরাও ফুলে।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২/৩]

1। ঔপনিবেশিক সমাজে কাদের ‘মধ্যবিত্ত ভদ্রলোক’ বলা হত?
উত্তর – ঔপনিবেশিক সমাজে যারা শিক্ষিত সম্প্রদায় হিসাবে সমাজের উচ্চশ্রেণিতে ছিল অর্থাৎ যারা ব্রিটিশদের বিভিন্ন কর্মকান্ডে সুফল ভোগ করত তাদেরকে ‘মধ্যবিত্ত ভদ্রলোক’ বলা হত।

2। নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন?
উত্তর – ডিরোজিও এর সদস্যদের ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ বা ‘ইয়ং বেঙ্গল গোষ্ঠী’ বলা হত। তারা ছিলেন অত্যন্ত আধুনিক এবং পাশ্চাত্য সংস্কার ঘেঁষা মানুষ। তারা মূলত জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরোধিতা করেছিলেন।

3। স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল?
উত্তর – স্যার সৈয়দ আহমেদ ছিলেন একজন অন্যতম মুসলমান সংস্কারক। তিনি মুসলিম সমাজকে ইংরাজি শিক্ষার আলোতে আনার উদ্দেশ্যে 1875 সালে, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, তিনি চেয়েছিলেন মুসলিম সমাজকে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এনে প্রাচীন প্রথা ও অন্ধ বিশ্বাস থেকে মুক্ত করতে।


আরো পড়ো → জাতীয়তাবাদের প্রাথমিক প্রকাশ অধ্যায়ের প্রশ্ন উত্তর

4| রাজা রামমোহন রায়ের দুটি সংস্কারের কথা উল্লেখ করো।
উত্তর – উনিশ শতকে ভারতবর্ষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত উদারপন্থী রাজা রামমোহন রায় হিন্দু সমাজের প্রচলিত নানা কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।
রাজা রামমোহন রায়ের দুটি সংস্কার: রাজা রামমোহন রায়ের দুটি গুরুত্বপূর্ণ সংস্কারকার্য হল নিম্নরূপ –
ক) সতীদাহ প্রথাবিরোধী আন্দোলন: রাজা রামমোহন রায় বিভিন্ন শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে, সতীদাহ প্রথা ধর্মবিরুদ্ধ। তাঁর নিরলস প্রচেষ্টায় শেষপর্যন্ত লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন।
খ) নারী সমাজের উন্নতির প্রয়াস: রাজা রামমোহন রায় বিধবাবিবাহ, বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হন। এছাড়া নারীশিক্ষার প্রসারের জন্য তিনি আন্দোলন করেন।

5| কেন বিদ্যাসাগরকে ‘ট্র্যাডিশনাল মডার্নাইজার’ বলা হয়?
উত্তর – উনিশ শতকে বাংলাদেশে শিক্ষাবিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের মতো অপর এক উদ্যোগী ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
‘ট্র্যাডিশনাল মডার্নাইজার’ বলার কারণ:
ক) মাতৃভাষার প্রাধান্য: বিদ্যাসাগরের মতে, জ্ঞান-বিজ্ঞানের বিকাশের জন্য পাশ্চাত্য শিক্ষার দরকার। কিন্তু মাতৃভাষার মাধ্যমে এই শিক্ষা দিতে হবে।
খ) বিদ্যালয় প্রতিষ্ঠা: শিক্ষাবিভাগের ইনসপেকটর থাকাকালীন তিনি অনেক বাংলা মাধ্যম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আবার মেট্রোপলিটন স্কুল, বেথুন স্কুল প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন। তিনি সংস্কৃত কলেজে আধুনিক শিক্ষা চালু করেন।
গ) সমন্বয়: তিনি প্রাচ্য-পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা করেন।
শিক্ষাবিস্তারের ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল বাস্তববাদী। অমলেশ ত্রিপাঠি এজন্য তাঁকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে অভিহিত করেছেন।


wbporashona-to-the-point-ebook


6| ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কি ছিল?
উত্তর – ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় হিন্দুধর্মের সংস্কারের জন্য এবং একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ১৮১৫ খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা স্থাপন করেন। পরবর্তীকালে ১৮২৮ খ্রিস্টাব্দে গড়ে ওঠে ‘ব্রাহ্ম সমাজ’। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ ব্রাহ্মনেতারা ‘ব্রাহ্ম আন্দোলন’ পরিচালনা করেন।
ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য: ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য ছিল –
ক) একেশ্বরবাদের প্রচার: ব্রাহ্ম আন্দোলনের মধ্য দিয়ে একেশ্বরবাদের ধারণা প্রচারিত হতে থাকে। রামমোহন রায় হিন্দুশাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে দেখিয়েছিলেন যে, হিন্দুদের আচার-অনুষ্ঠান মূল্যহীন। ঈশ্বর এক এবং অভিন্ন।
খ) সামাজিক সংস্কার: ভারতীয় হিন্দুসমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার যেমন – সতীদাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ প্রভৃতির বিরুদ্ধে ব্রাহ্ম আন্দোলনকারীরা আন্দোলন করেছিলেন।
গ) নারী উন্নয়ন: নারীদের অবস্থার উন্নয়ন ও নারীশিক্ষার জন্য ব্রাহ্ম সমাজসংস্কারকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।


আরো পড়ো → ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র – প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel